সমসাময়িক স্কেটার স্টাইল
শেয়ার করুন
ফলো করুন

স্কেটার স্টাইল খুব কঠিন কিছু নয়। ক্ল্যাসিক স্কেটার লুক অর্জন করতে চাইলে, কয়েকটি বেসিক স্কেটওয়্যার সম্পর্কে জানলেই চলবে।
স্কেটার স্টাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো স্কেট জুতা। নব্বইয়ের দশকের শেষের দিকে আলাদাভাবে স্কেট জুতার একটি বিশাল বাজার গড়ে উঠেছিল। সেই সময় ডিসি ও এটনিজের মতো ব্র্যান্ডগুলো তাদের সিগনেচার বড়, ক্লাঙ্কি স্কেট জুতা তৈরি করে। অন্যদিকে বিখ্যাত ভ্যানস শুজের স্কেট জুতাগুলো ছিল বেশ মিনিমাল।

মডেল: জশ; পোশাক: ক্লাব হাউস; মেকআপ: রেড বিউটি স্যালুন; ছবি: সাইফুল ইসলাম

ঐতিহ্যবাহী অ্যাকটিভওয়্যার ব্র্যান্ড, যেমন অ্যাডিডাস, পুমা, নাইকি স্কেটিংয়ের জন্য আলাদা জুতার লাইন তৈরিতে মনোনিবেশ করে। এরপর অনেক ট্রেন্ড এসেছে আবার চলেও গেছে কিন্তু বৈচিত্র্যময় এই জুতাগুলো রয়ে গেছে। এখন অনেক নতুন ব্র্যান্ড আছে, যাদের কাছে আছে দারুণ সব জুতা। কিন্তু তাতে ক্ল্যাসিক স্কেট জুতার আবেদন কমেনি এতটুকু। এর ভেতর আছে ভ্যানস ওল্ড স্কুলস, পুমা সোয়েদ ক্ল্যাসিকস বা অ্যাডিডাস সিলিস। একটু রেট্রো স্টাইল যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য আছে হাই টপ স্নিকার, যেমন কনভার্স অল স্টারস, ভ্যানস স্কেট-হিজ ইত্যাদি।

বিজ্ঞাপন

স্কেটারদের অন্যতম প্রিয় আউটফিট হলো শর্টস। স্কেটার শর্টস আর সমসাময়িক ছেলেদের শর্টস কিন্তু এক জিনিস নয়। সাধারণ শর্টসগুলো ফিটেড ও এর ব্যাপ্তি হাঁটুর ওপর পর্যন্ত। কিন্তু স্কেটার শর্টস বেশ ঢিলেঢালা আর দৈর্ঘ্যে বেশ লম্বা। স্টাইলিংয়ের জন্য বেছে নেওয়া যেতে পারে বড় পকেটযুক্ত কার্গো বা চিনো শর্টস।

ছবি: পেকজেলসডটকম

এরপর আসে টি-শার্টের প্রসঙ্গ। টি-শার্ট ছাড়া স্কেটার স্টাইল ভাবাই যায় না। স্কেটারদের প্রথম পছন্দ বড় ও ঢোলা গ্রাফিক টি–শার্ট। অর্থাৎ স্লোগান, লোগো, অ্যানিমে, সুপারহিরো প্রিন্টেড টি–শার্ট। এ ধরনের টি–শার্ট হাফ স্লিভ বা ফুল স্লিভ যেকোনোটাই হতে পারে কিন্তু অবশ্যই ক্রু নেক হতে হবে।

বিজ্ঞাপন

স্কেট প্যান্ট এমন হওয়া উচিত, যা কিছুটা ঢিলেঢালা এবং আরামদায়ক। সে ক্ষেত্রে স্কিনি জিনস টাইট হয়ে যায় আবার সোয়েটপ্যান্ট একটু বেশিই ঢোলা। এ জন্য স্কেটারদের সবচেয়ে পছন্দ কার্গো ও ডিকিসের ক্ল্যাসিক খাকি প্যান্ট। ক্ল্যাসিক স্কেটার লুকের জন্য এই প্যান্টগুলো আদর্শ। এ ছাড়া জিনস ও চিনো প্যান্টও পরা যাবে, তবে সেটি হতে হবে লুজ ফিটিং।

ছবি: পেকজেলসডটকম

স্কেটারদের আরেকটি প্রধান আউটফিট হচ্ছে হুডি। আমাদের দেশে শীতের পোশাক হিসেবে এটি বেশ জনপ্রিয়। স্কেট স্টাইলে ফ্যাশনের চেয়ে অনুষ্ঠানে বেশি গুরুত্ব দেওয়া হলেও এর থেকে অ্যাকসেসরিজকে কখনোই বাদ দেওয়া হয়নি। স্কেটিংয়ের সময় স্কেটাররা প্রয়োজনে–অপ্রয়োজনে অনেক অনুষঙ্গ ব্যবহার করেন, যা এখন ফ্যাশন স্টেটমেন্টের অংশ। এর মধ্যে আছে ওয়ালেট চেইন, টিউব মোজা, বাকেট হ্যাট, টোক, স্ন্যাপব্যাক হ্যাট, বাম ব্যাগ ইত্যাদি।

ছবি: পেকজেলসডটকম

স্কেটার স্টাইলে নিজের স্টেটমেন্ট তৈরি করতে চাইলে বেছে নেওয়া যেতে পারে পছন্দের গ্রাফিক টি–শার্ট, কার্গো প্যান্ট বা লুজ ফিটিং স্ট্রেইট জিনস। ইচ্ছা হলে প্যান্ট গোড়ালির ইঞ্চিখানেক ওপর পর্যন্ত কাফ করে পরা যায়। পায়ে কালারফুল টিউব মোজা, ক্ল্যাসিক কনভার্স আর মাথায় জুতসই টোক বা বিনি। ব্যস, স্কেটার লুক হাজির।

প্রকাশ: ০৯ মে ২০২২, ০৪: ৪৬
বিজ্ঞাপন