রাত পোহালেই নবমী । মণ্ডপে মণ্ডপে এখন উপচে পরা ভিড়। এতেই বাঙালির আনন্দ। আর এই আনন্দকে সঙ্গী করে এই কয়েক দিন চলতে থাকবে নতুন জামা আর সাজে নিজেকে রাঙানো। পূজার অন্যান্য দিনগুলোতে এথনিকের ছোঁয়া থাকলেও একদিন অন্তত সাজ পোশাকে থাকা চাই পশ্চিমা ঢং। যাকে আমরা বলি ওয়েস্টার্ন ফ্যাশন। তবে তা হতে হবে অবশ্যই আরামদায়ক। সঙ্গে স্টাইলটাও যেন অক্ষুণ্ণ থাকে সেদিকটাও মুখ্য।
এ ক্ষেত্রে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন ভারতীয় ডিজাইনার অনুশ্রী মালহোত্রা। তাঁর নকশা করা তিনটি ওয়েস্টার্ন আউটফিটে নবমীর সাজে ফ্রেমবন্দী হয়েছেন কলকাতার গুণী ও স্টাইলিশ অভিনেত্রী সুদিপ্তা চক্রবর্তী। খুব সুন্দর আর ট্রেন্ডি এ ধরনের তিনটি ভিন্ন আমেজের আউটফিটে ফ্যাশন অনুরাগীরাও নিজেকে উপস্থাপন করতে পারেন আলাদা ঢংয়ে।
অভিনেত্রী সুদিপ্তা চক্রবর্তী এই লুকে ক্যামেরাবন্দি হয়েছে অসাধারণ একটি লেস শার্টে। ঢিলেঢালা কাটের এই শার্টের প্রধান আকর্ষণই হলো এর বড় বড় দুটি পকেট। কারণ, নীল পকেটে হ্যান্ডপেইন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রয়েল বেঙ্গল টাইগার, যা এই আউটফিটের সৌন্দর্য বাড়িয়েছে দ্বিগুণ। ফুলহাতা শার্টটি অভিনেত্রী পরেছেন কিছুটা গুটিয়ে। আর এর সঙ্গে বটমে জুটি বেঁধেছে কালো স্লিম ফিট প্যান্ট।
ডিজাইনার পুরো আউটফিটের সঙ্গে পায়ের জুতা হিসেবে অভিনেত্রীকে পরিয়েছেন সুন্দর এক জোড়া ন্যুড রঙা পয়েন্টেড হিল। তিনি জানিয়েছেন, এধরনের পোশাকের সঙ্গে এমন হিলই এখন স্টাইলে ইন। তবে স্টাইলে যদি অন্যান্য অনুষঙ্গও যোগ হয় তাহলে লুক হবে পরিপূর্ণ। সে ক্ষেত্রে অভিনেত্রীর ট্রেন্ডি রাউন্ড শেপের রেট্রো চশমা লুকে এনেছে বেশ আলাদা একটা বস লেডি ভাইব। যেহেতু নবমীতে প্যান্ডেলে ঘোরাঘুরির আমেজটা বেশ তুঙ্গে থাকে। তাই যতটা আরামে থাকা যায় ততই ভালো।
সকালের দিকে শার্ট–প্যান্ট লুকের সঙ্গে তাই হালকা মেকআপ করা যেতে পারে। অভিনেত্রীকে এখানে দেখা যাচ্ছে সফট গ্ল্যাম লুকে। ঠোটে গ্লসি ন্যুড পিংক লিপস্টিকে সেজেছেন তিনি। আর কানে পরেছেন খুব সুন্দর দেখতে একজোড়া স্টেটমেন্ট দুল। শার্টের পকেটের রঙের সঙ্গে মিল রেখে নীল, লাল ও সাদা পুঁতি দিয়ে তৈরি হয়েছে এই ফ্লোরাল দুল। আর কোনো গয়না পরেননি তিনি। সবশেষে আরামদায়ক পনিটেলে সাজ শেষ করেছেন তিনি। শার্ট-প্যান্ট লুকের সঙ্গে অভিনেত্রীর এমন সাজ ও স্টাইলিং আদর্শ হতে পারে ফ্যাশনিস্তাদের জন্য।
দুপুর বিকেলের দেবী দর্শনে কিংবা ঘুরাঘুরিতে এমন একটি খাদির জ্যাকেটের সঙ্গে পছন্দের স্লিম ফিট প্যান্ট পরা যেতে পাড়ে আগামীকাল। অভিনেত্রী এখানে পরেছেন অভিনব ডিজাইনের একটা খাদির জ্যাকেট -শার্ট। অভিনব কারণ, ডিজাইনার তাঁর কারিশমা দেখিয়েছেন শার্টের জমিনে নানা নকশা ব্যবহার করে। কালো লাল জমিনে স্থান পেয়েছে সাফা ফ্লোরাল লেইস। রয়েছে দুটি প্যাচওয়ার্ক করা কালো ফেব্রিকও। এর ওপর ফুটে উঠেছে সাদা সুতার কাঁথা স্টিচের পূজার মোটিফ ।
আর জ্যাকেটের ফুলস্লিভ হাতাটাও বেশ সুন্দর আর দৃষ্টিনন্দন। লাল হাতায় বসানো হয়েছে সাদা ফ্লোরাল লেস আর আসামের সাদা-লাল গামছা । অসাধারণ এই পোশাকটি চাইলে সব কটি বোতাম লাগিয়ে পরা যাবে আবার ভেতরে কালো ইনার দিয়ে লেয়ার হিসেবেও স্টাইল করা যাবে। এর সঙ্গে অভিনেত্রী পরেছেন ধূসররঙা স্কিন ফিট ডেনিম আর কালো এংকেল লেন্থ চেলসি বুট।
এই আউটফিটের সঙ্গে অভিনেত্রী সেজেছেন বেশ স্নিগ্ধ একটা লুকে। সিম্পল মেকআপে প্রাধান্য পেয়েছে চোখে দেওয়া কাজল আর ন্যুড পিংক লিপস্টিক। অভিনেত্রীর হেয়ারস্টাইলে এবারও গুরুত্ব পেয়েছে উঁচু পনিটেল। তবে কানে পরা একমাত্র স্টেটমেন্ট জুয়েলারি তাঁর সাজে এনেছে আধুনিক লুক। পাটের তৈরি এই হ্যান্ডমেড দুল অভিনেত্রীর সাজ পরিপূর্ণ করেছে। এ ধরনের আউটফিটের সঙ্গে আপনার সংগ্রহে থাকা এ ধরনের গয়নাও কিন্তু পূজার লুককে ভিন্নমাত্রা এনে দিতে পারে।
রাতের পোশাকে একটু আলাদা আমেজ আনতে পারে লং ড্রেস। অভিনেত্রী পরেছেন সাদা রঙের চোখজুড়ানো একটা স্লিভলেস আউটফিট। তবে এই জামার বিশেষত্ব এর নকশায়। স্ট্রাইপ প্যাটার্নের ইয়োগে বসানো লাল-সাদা রঙের ঐতিহ্যবাহী আসামের গামছা। যা আলাদাভাবে নজর কেড়েছে বেশ। পোশাকটির স্লিভ আর হেমলাইনেও রয়েছে একই আসাম গামছার নকশা। আছে জামার নিচের দিকের ফুল পাতার মোটিফ। যা করা হয়েছে পারসি হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে।
সব মিলিয়ে এই পোশাকটি নবমীর লুকে নিয়ে আসবে ভিন্ন আবেদন। কারণ, এর সঙ্গে টিউনিং করে একটা ম্যাচিং গয়না পরেছেন অভিনেত্রী। গলায় পরেছেন খুব সুন্দর একটা লাল–সাদা আসাম গামছা থেকে তৈরি ফ্লোরাল চোকার। চোকারের নিচে পূজার আবেদন বাড়াতে যোগ হয়েছে তিনটি কড়ি। আর হাতে শোভা পাচ্ছে একগুচ্ছ লাল সাদা হ্যান্ডমেইড চুড়ি।
এই শুভ্র আউটফিটের সঙ্গে ফ্যাস্টিভ ভাইভ যোগ করতে ন্যুড মেকআপ মানানসই বলে মনে করেন ডিজাইনার। তাই অভিনেত্রী তাঁর ম্যাট মেকআপে যোগ করেছেন ডাস্টি পিংক লিপস্টিক আর কাজল। আর হেয়ারস্টাইলে রাতের সাজে কিছুটা ভিন্নতা থাকতে পারে। তাই চুল না বেঁধে ব্লো ড্রাই করে ছেড়ে রাখা যায়। অভিনেত্রী তাঁর চুলে মাঝ সিঁথি করে দুপাশে দুইটা বিনুনি করে বেঁধেছেন। যা অন্য রকম লুক এনেছে। এই পুরো সাজপোশাকের সঙ্গে তিনি পরেছেন ট্রান্সপারেন্ট হিল।
ছবি: সুপ্রতিম চ্যাটার্জী
মেকআপ: সমিতাভ দেব
হেয়ারস্টাইল: বিথী রয়
লোকেশন: সোল-দ্য স্কাই লাউঞ্জ