ঈদের পোশাকে কো-অর্ড স্টাইল
শেয়ার করুন
ফলো করুন

বৈশ্বিক ফ্যাশনে ঘুরেফিরে বেশ পাকাপোক্ত স্থান করে নিয়েছে কো-অর্ড। একসময়কার একই রং ও প্রিন্টের কাপড়ের টু বা থ্রি-পিসের পোশাকই মূলত ট্রেন্ডি কো-অর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। ম্যাচিং টপ আর বটমের সমন্বয়ে তৈরি এ পোশাকের স্টাইল ফ্যাশন দুনিয়ায় এখন বেশ রমরমা। গত শতকের কো-অর্ড সেটগুলো ছিল কিছুটা আটপৌরে আর সাধারণ নকশার সমন্বয়ে তৈরি। গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত কো-অর্ড স্টাইলের পরিবেশনা দেখা যাচ্ছে নিত্যনতুন সব রূপে।

এ পোশাকের সবচেয়ে বড় সুবিধা হলো টপ আর বটমে একই কাপড়, রং, প্রিন্ট বা এমবেলিশমেন্ট থাকায় আলাদা করে পোশাক বাছাইয়ের ঝক্কি থাকে না। বাইরে যাওয়ার সময় সবার আগে মাথায় আসে, কোন পোশাকটা গরমে আরামদায়ক হবে। তখন খোঁজ শুরু হয় ওয়ার্ডরোবের এ কোণ থেকে ওই কোণ। টপ খুঁজে পেলেও জুতসই প্যান্ট পাওয়া যায় না। আবার বটম পেলেও এর সঙ্গে উপরে কী পরলে ভালো লাগবে, বুঝে ওঠা দায়। তাই ঈদের সকালে বা দিনের যেকোনো সময় ঝটপট ও সহজ সমাধান হতে পারে আরামদায়ক কো-অর্ড সেট।

বিজ্ঞাপন

এই গরমে একরঙা হোক বা প্রিন্টেড, কো-অর্ড সেট পরতে চাইলে সুতি, লিনেন বা আরামদায়ক জর্জেট ফেব্রিক বেছে নেওয়াই হবে উত্তম কাজ। সে ক্ষেত্রে পোশাকের রংও কিন্তু বিবেচ্য বিষয়। হালকা রং গরমে স্বস্তি দেবে। সাদা, বেবি পিংক, আকাশি, ধূসর, হলুদ বা যেকোনো প্যাস্টেল শেডের কো-অর্ড বেছে নেওয়া যেতে পারে। আর প্রিন্টের ক্ষেত্রে ফুলেল নকশা, জ্যামিতিক প্যাটার্ন, বিমূর্ত মোটিফের ছাপা, অ্যানিমেল প্রিন্টসহ সব ধরনের প্রিন্টই দেখা যাচ্ছে কো-অর্ড সেটে। বাটিক বা টাইডাই করা কো-অর্ড সেটও কিন্তু এই গরমে বিশেষ আরাম দেবে। সাদামাটা লুক যাদের পছন্দ নয়, তাঁরা বেছে নিতে পারেন মাল্টিকালার বা রং-বেরঙের নকশার কো-অর্ড।

বিজ্ঞাপন

এবার আসা যাক কেমন হতে পারে কো-অর্ড সেট। সলিড একরঙা ফেব্রিক হোক বা প্রিন্টের, আত্মবিশ্বাস নিয়ে ক্যারি করতে পারলে সবই সুন্দর। ওপরের অংশে নানা প্যাটার্নের ফিউশন ও নিরীক্ষাধর্মী কাটের টপ থাকতে পারে। আর বটম হিসেবে স্কার্ট, সারারা, প্যান্ট বা পালাজ্জো স্টাইল করা যেতে পারে। প্রিন্টেড লেহেঙ্গা সেটও থাকতে পারে পছন্দ অনুযায়ী।

আবার যাঁরা একটু বোহেমিয়ান লুক চান, তাঁরা পেপ্লাম ধাঁচের ব্লাউজের সঙ্গে সারারা প্যান্ট বেছে নিতে পারেন। তবে অবশ্যই যেন দুটি অংশ একই ফেব্রিক ও নকশার হয়। লেয়ারিংও করা যায় কো-অর্ডে। ক্রপ টপের সঙ্গে শার্ট ব্যবহার করা যায়। শ্রাগ পরলেও মন্দ হয় না।

আসলে নিজস্ব রুচিবোধ ও স্টাইলের সঠিক সমন্বয় কো-অর্ড আউটফিটগুলোকে করে তুলতে পারে আরও আকর্ষণীয়। এই গরমে ঈদের ছুটিতে যাত্রাপথে বা লম্বা সময়ের জন্য বের হলে ঢিলেঢালা কো-অর্ড পরলে স্টাইল ও স্বস্তি দুই-ই মিলবে। আবার পার্টিতে ভালো লাগবে অফশোল্ডার টপের সঙ্গে একই কাপড়ের স্লিম প্যান্ট। নিউট্রাল, ন্যুড আর প্যাস্টেল শেডগুলো দারুণ মানিয়ে যাবে বন্ধুদের আড্ডায় ও কর্মক্ষেত্রে।

তবে পোশাক পরিপূর্ণ হয় অন্যান্য অনুষঙ্গের সাহায্যেও। সে ক্ষেত্রে সঙ্গে স্টাইলিশ ব্যাগ, গয়না আর মানানসই জুতা থাকা চাই। সেগুলো হতে পারে কো-অর্ড সেটের সঙ্গে মিলিয়ে কিংবা একেবারেই বিপরীতধর্মী। যদি কো-অর্ডটি একরঙা হয়ে থাকে, তাহলে মানানসই ম্যাচিং বা কন্ট্রাস্ট—দুই ধরনের গয়নাই ভালো লাগবে। সঙ্গে নেওয়া যায় প্রিন্টের ক্লাচ বা ব্যাগ। জুতাও রাখা যায় কনট্রাস্ট রঙের। অন্যদিকে, প্রিন্টের কো-অর্ডের সঙ্গে ভারী গয়না খুব একটা ভালো লাগবে না। পোশাকের নকশায় গয়না হারিয়ে যাবে। তাই কানে ও হাতে মানানসই কিছু পরা যেতে পারে। আর পুরো দৈর্ঘ্যের কো-অর্ড সেটের সঙ্গে হিলস ভালো লাগবে নিঃসন্দেহে।

ছবি: ইয়ো কালারস, সুরঞ্জনা

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৩: ০০
বিজ্ঞাপন