এবারের পূজার কালেকশনকে একটু আলাদাভাবে পরিচয় করিয়ে দিতেই নিজেদের সম্ভার নতুন করে সাজিয়েছে টুয়েলভ। ব্র্যান্ডটি তার যেকোন উৎসবের কালেকশনে সব সময়ই ঋতু বৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। এবারের পূজা কালেকশনেও এর ব্যতিক্রম হয়নি।
এথনিক পোশাককে প্রাধান্য দিয়ে স্টাইলে নতুনত্ব এনে তারা সাজিয়েছে তাদের পূজার কালেকশন। এবারের টুয়েলভের পোশাকে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ভারী নকশা।
থিমের সঙ্গে মিল রেখে ডিজাইন, পোশাকের প্যাটার্ন ও মোটিফের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের আভিজাত্য। পোশাকের জমিনে প্রাধান্য পেয়েছে সাদা, লাল, কমলা, রয়্যাল ব্লু, কালো ছাড়া আরও সব চোখজুড়ানো রং।
এথনিক কালেকশনের ক্ষেত্রে নারী, পুরুষ ও কিডস—এই তিন ক্যাটাগরিতে বিভিন্ন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির সংমিশ্রণে পোশাকের ডিজাইনগুলো সাজিয়েছেন টুয়েলভের ডিজাইনাররা। পূজার কালেকশনের অনুষঙ্গ হিসেবে পাঞ্জাবির ক্ষেত্রেও তারা নজরকাড়া ডিজাইনের পসরা সাজিয়েছেন।
ছেলেদের পাজামা-পাঞ্জাবির সঙ্গে সামঞ্জস্য রেখে বাহারি ডিজাইনের কোটিও তারা বাজারে এনেছে। পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে থ্রি-পিস, টু-পিসের সালোয়ার–কামিজ, কুর্তি, গাউনসহ ট্রেন্ডি পোশাকের সমাহার টুয়েলভের দেশব্যাপী ৩৮টি আউটলেটে। পূজার আনন্দকে রাঙাতে টুয়েলভের পোশাক সম্ভার যে কারও নজর কাড়তে সক্ষম।
ছবি: টুয়েলভ