ইউরোপিয়ান ও জাপানিজ বাইকার গ্যাং স্টাইল থেকে অনুপ্রাণিত র্যাভেন-এর এবারের জ্যাকেটগুলো। লেদার জ্যাকেটের ওপরের স্তরটি বাতাস ভেতরে প্রবেশ করতে দেয় না। আর ভেতরের স্তরটি শরীর উষ্ণ রাখে। বেশি শীতে সোয়েটারের ওপর লেদার জ্যাকেট পরে নিলে সহজে আনা যায় স্মার্ট লুক। তাই বাইকারদের কাছে বেশ জনপ্রিয় এই লেদার জ্যাকেট। জেনুইন লেদার দিয়ে তৈরি র্যাভেনের এই জ্যাকেটগুলো। পাওয়া যাবে কালো, বাদামি ও নীল রঙে। ফুল স্লিভে পাওয়া যাবে মোডেস্ট লুক। আর হাতার শেষ প্রান্তগুলো নিট কাপড়ে সেলাই করে আলাদা রিবন দেওয়া। স্টেইনলেস স্টিলের জিপার জ্যাকেটগুলোকে করেছে আরও গ্ল্যামারাস। তবে চিন্তার কিছু নেই, এই পরিপাটি জ্যাকেটগুলো শুধু বাইকারদের জন্য নয়।
ক্যাজুয়াল অথবা পার্টি সব ধরনের পরিবেশে লেদার জ্যাকেট ফ্যাশনেবল পরিধেয়। ডিনার, পার্টি বা বন্ধুদের আড্ডা সব জায়গায় জ্যাকেট হয়ে উঠতে পারে তরুণদের অন্যতম ফ্যাশন অনুষঙ্গ। কারণ, লেদার জ্যাকেট ফ্যাশনের সঙ্গে পরিধানকারীর ব্যক্তিত্ব ও আভিজাত্যও ফুটিয়ে তোলে।
অফিস শেষে সরাসরি পার্টিতে যাবেন, সে ক্ষেত্রেও লেদার জ্যাকেট হতে পারে নির্ভরযোগ্য অনুষঙ্গ। কর্মক্ষেত্র থেকে পার্টি বা আড্ডার পোশাক হিসেবে এটি সমানভাবে মানানসই। যেকোনো ধরনের শার্ট বা টি-শার্টের সঙ্গে পরা যায় লেদার জ্যাকেট। আরামের সঙ্গে স্টাইল স্টেটমেন্টেও আসবে নতুনত্ব। জিনস আর একরঙা শার্টের সঙ্গে লেদার জ্যাকেট—ক্যাজুয়াল আউটফিট হিসেবেও চমৎকার মানানসই। লেদার জ্যাকেটের সঙ্গে বুট জুতা ভালো মানায়। আর পার্টিতে লেদার জ্যাকেটের সঙ্গে লোফার বা পার্টি শু বেশ মানায়।
শুধু ছেলেদের নয়, মেয়েদের স্টাইল স্টেটমেন্টেও এখন লেদারের জ্যাকেট দেখতে পাওয়া যায়। র্যাভেনের কর্ণধার ও লেদার টেকনোলজিস্ট আর কে হান্নান বলেন, ‘আমাদের এখানে মেয়েদের সংগ্রহ কম। তবে আসছে ঈদে মেয়েদের জন্য বেশ কিছু ফ্যাশন অনুষঙ্গ তৈরির উদ্যোগ নিয়েছে র্যাভেন।’
লেদারের পোশাক মানুষের ত্বকের মতোই। সবার ত্বক এক দেখতে হলেও স্বতন্ত্র। যেভাবে আমরা আমাদের ত্বকের যত্ন নিই, সেভাবেই চামড়ার পণ্যের যত্ন করতে হয়, জানান আর কে হান্নান। ট্যানিংয়ের সময় নিজের সৃষ্টিশীলতা দিয়ে বৈচিত্র্য আনতে হয় লেদারে। আর ট্যানিংয়ের ওপর নির্ভর করে লেদারের কোয়ালিটি ও স্থায়িত্ব। এই ট্যানিংই তাঁদের ১০ বছরে সফলতার মূলমন্ত্র হিসেবে দেখেন এই লেদার টেকনোলজিস্ট। তিনি আরও বলেন, ‘র্যাভেন ২০১৩ সাল থেকে লেদারপ্রেমীদের বিভিন্ন চাহিদা অনুযায়ী ফ্যাশন অনুষঙ্গ সরবরাহ করে যাচ্ছে। কাস্টমাইজড করার সুবিধা থাকায় আমাদের নিজস্ব কিছু কাস্টমার তৈরি হয়েছে। এমনকি মাঝেমধ্যে অদ্ভুদ সব চাহিদা নিয়ে হাজির হন ক্রেতারা। ১৫-২০টি ডিজাইন নিয়ে যাত্রা শুরু করে ১০ বছরে ৭০টির বেশি ডিজাইন আছে র্যাভেনের সংগ্রহে।’
শুধু জ্যাকেট নয়, বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ নিয়ে কাজ করছে র্যাভেন। জেনুইন লেদারের নানা ধরনের ব্যাগ যেমন ব্যাগপ্যাক, ল্যাপটপ ব্যাগ, ভ্রমণ উপযোগী ব্যাগ, ওয়ালেট, কার্ড হোল্ডার, গ্লাবস, কিং রিংসহ আছে নানা কিছু। রাজধানীর মিরপুর–১ ছাড়াও উত্তরা ও চট্টগ্রামে র্যাভেনের রয়েছে তিনটি আউটলেট। তা ছাড়া অর্ডার করা যাবে https://ravenleatherZ.com ওয়েবসাইটে।
ছবি: র্যাভেন