শহরে শীত পড়ছে ধীরগতিতে। তাতে কী! উদ্যাপনে কোনো কমতিই রাখতে চান না ফ্যাশনসচেতন মানুষেরা। তাই শীতকে বরণ করে নিতে পোশাক কেনার প্রস্তুতিও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোয় ঢুঁ মারলেই দেখা পাওয়া যাবে নানা রকম শীতপোশাকের পসরা। এ উপলক্ষে দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ সাজিয়েছে তাঁদের এক্সক্লুসিভ শীত সংগ্রহ।
যেখানে পাওয়া যাচ্ছে হালকা থেকে ভারী শীতের নানা ধরনের আউটফিট। এ বিষয়ে ব্র্যান্ডের কো-ফাউন্ডার সিমিন জামান জানিয়েছেন, তাঁরা এ বছর আরবান বা শহুরে থিম, রেট্রো ও মিনিমাল স্টাইলের বাহারি পোশাক নকশা করেছে ফ্যাশনিস্তাদের জন্য।
এ ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড, দেশের মানুষের রুচি আর আরামকে প্রাধান্য দিয়ে সংগ্রহটি সাজানো হয়েছে। ছেলে ও মেয়ে উভয়ের জন্য এই কালেকশনে রয়েছে, হুডি, ডেনিমের নানা রকম জ্যাকেট, ব্লেজার, ফুলহাতা শার্ট, বোম্বার, কর্ড, হাইনেক সোয়েটার, পুলওভার, শিয়ার জ্যাকেট ও শোয়েট শার্ট।
তবে এই এক্সক্লুসিভ কালেকশনকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথমটায় আরবান লাইফস্টাইলের সঙ্গে যায়, এমনভাবে ডিজাইন করা হয়েছে পোশাকগুলো। শহুরে থিম বা পরিবেশকে উপজীব্য করে আউটফিটগুলো তৈরি করা হয়েছে। যেমন ডেনিম জ্যাকেট, ওভারশার্ট, হুডি ও বোম্বার জ্যাকেট রয়েছে এই তালিকায়।
আরবান স্টাইলে রং আর প্যাটার্নে গ্রাফিতি, মেটাল বা শহরের দৃশ্যের নানা উপাদান তুলে ধরা হয়েছে পোশাকগুলোয়। রংগুলো বেশির ভাগই গাঢ় আর নিরপেক্ষ। যেমন কালো, ধূসর, নেভি ও জলপাই রংগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। পোশাকের নকশাগুলো অনুপ্রাণিত হয়েছে মিলিটারি, স্ট্রিট আর স্পোর্টি থিম থেকে। যেগুলোয় রয়েছে স্ট্রাইপ, প্যাচওয়ার্ক নকশা, উন্নত মানের জিপার আর পকেট।
শীত সংগ্রহের রেট্রো সংগ্রহটিও চোখে পড়ার মতো। একুশ শতকের ফ্যাশনে এখন আবার অতীতের নস্টালজিয়া ফিরিয়ে আনা হয়েছে পোশাকের মাধ্যমে। মানে আগের স্টাইল ফিরে এসেছে এখন নতুনভাবে। এর মধ্যে ক্ল্যাসিক ট্রেঞ্চ কোট, কার্ডিগান, পুলওভার ও বেসবল জ্যাকেট ডিজাইন করা হয়েছে।
নকশাগুলো ৭০, ৮০ ও ৯০–এর দশকের ফ্যাশন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। পোশাকের জমিনে প্রিন্ট, এমব্রয়ডারি, ডিপ ডাই, নানা ধরনের কাট ও সেলাইয়ের মতো ফিচার রয়েছে।
এ ছাড়া ফ্যাশনে এখন মিনিমালিজম আর মাল্টিফাংশনালিটির ট্রেন্ড চলছে। অর্থাৎ মিনিমাল বা ন্যূনতম নকশা আর অনেক ধরনের ফিচার একসঙ্গে পাওয়া যাচ্ছে একই পোশাকে। এ ধরনের পোশাকও ব্লুচিজ তাঁদের শীত সংগ্রহে রেখেছে। সিম্পল ডিজাইনকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে এই মিনিমাল আউটফিটগুলো। পোশাকগুলোর বিশেষ সুবিধা হলো সাধারণ দিন, অফিস, এমনকি অনুষ্ঠান বা পার্টিতেও পরা যাবে চোখ বন্ধ করে।
সে ক্ষেত্রে স্টাইলিংটা হতে হবে ষোল আনা বুঝে। যেমন ক্যাজুয়াল দিনের জন্য একটা হুডির সঙ্গে ডেনিম জ্যাকেট আর জিনস পরা যেতে পারে। আবার অফিস লুকের জন্য একটি ফরমাল শার্ট আর বটমে চিনোস পরা যেতে পারে। পছন্দের পোশাক কিনতে উঁকি মেরে আসতে পারেন ব্র্যান্ডটির ফেসবুক ও ওয়েবসাইট থেকে।
(https://www.facebook.com/blucheezbd)
ছবি: ব্লুচিজ