চমকে ভরা সব্যসাচীর নতুন হেমন্ত-শীতের সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জিকে ডিজাইনের দিক থেকে ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবেই সবাই জানেন। তিনি সব সময় তাঁর কাজের মধ্য দিয়ে ভারতের ঐতিহ্যকে তুলে ধরেন। ভারতের অন্য ডিজাইনারদের পথ ধরে তিনি খুব কমই ফিউশনধর্মী পোশাক বানিয়েছেন। সেই সব্যসাচী ক্যারিয়ারের ২৩তম বছরে এসে নিজেকে নতুন করে ভেঙে গড়তে শুরু করেছেন। তারই ফলস্বরূপ এল তাঁর হেমন্ত-শীতের নতুন সংগ্রহ।

নতুন এই রেডি টু ওয়্যার সংগ্রহ সাজানো হয়েছে দারুণ সব ওয়েস্টার্ন আউটফিট, যেমন ইভিনিং ও পার্টি ওয়্যার দিয়ে। এর মধ্যে আছে লং ও মিনিস্কার্ট, শার্ট, টপস, ঝলমলে সিকুইন দেওয়া শাড়ি, লং গাউন, মিনিগাউন, সিকুইনড লং জ্যাকেট, প্যান্ট ও টাইটস। সব্যসাচী সব সময় তাঁর সংগ্রহ বানাতে দেশি কাপড় ব্যবহার করেন। তবে এবার তিনি একটু ভিন্ন পথে হেঁটেছেন।

তাঁতিদের  দিয়ে তিন ধরনের বিশেষ কাপড় তৈরি করেছেন তিনি। একটিতে আছে ভারতীয় পাশমিনা ও কাশ্মীরের সমন্বয়, অন্যটিতে আলপাকা, ইংলিশ উল মিক্স এবং একদম শেষে জাপানিজ সুতি কাপড় আর পরিবেশবান্ধব রিসাইকেলড নাইলন মিক্স কাপড়।

বিজ্ঞাপন

পশ্চিমা ঘরানার পোশাক তৈরি করলেও ভারতীয় ঐতিহ্যের খানিকটা ছোঁয়া রাখা হয়েছে এখানে। বেশ কিছু পোশাকে জারদৌসি কাজ দেখা গেছে। সেই সঙ্গে সব্যসাচীর সিগনেচার ফুলেল মোটিফও বাদ যায়নি। এমবেলিশমেন্টের ব্যবহার আছে চোখে পড়ার মতো। মেটাল টিনসেল, সিকুইন, স্প্যাঙ্গল, বিডস—কোনো কিছুই যেন বাদ রাখা হয়নি। কালার প্যাটেলে প্রাধান্য পেয়েছে কালো আর মেটালিক গোল্ড।

শুধু পোশাক নয়, আশাক অর্থাৎ অনুষঙ্গগুলোও হয়েছে একদম ‘ওভার দ্য টপ’। চাইলে সব্যসাচী শুধু এ কালেকশনের ব্যাগ নিয়েই আলাদা একটা কালেকশন লঞ্চ করতে পারতেন। স্লিং ব্যাগ, রম্বাস আকৃতির ক্লাচ ব্যাগ, ভারতীয় বটুয়া ও বাকেট ব্যাগের হাইব্রিড, মিনিব্যাগ, টোট ব্যাগ—কী নেই এতে! অনুষঙ্গের মধ্যে আরও রয়েছে জমকালো ডিজাইনের ম্যাক্সিমালিস্ট গয়না ও বেল্ট।

সব্যসাচী ব্র্যান্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে নতুন সংগ্রহের পোশাকের ছবিগুলো দেখতে পারবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। অনেক ফ্যাশন কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার নতুন এই সংগ্রহের রিলস শেয়ার করছেন। সব্যসাচীর কাজে সবাই বেশ মুগ্ধ। কালেকশনের পোশাক ও অনুষঙ্গে ‘শ্যানেল কোর’ ভাইব দেখে অনেকে এমন মন্তব্যও করেছেন যে অন্তত একটা মৌসুমের জন্য হলেও শ্যানেলের ক্রিয়েটিভ ডিরেক্টর ভার্জিনিয়া ভিয়ার্ডের উচিত সব্যসাচীর সঙ্গে মিলে একটি কালেকশন তৈরি করা।

বিজ্ঞাপন
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১: ০৩
বিজ্ঞাপন