লা রিভের নাইন-টু-নাইন কালেকশন: কর্মজীবীদের সমকালীন ফ্যাশন স্টেটমেন্ট
শেয়ার করুন
ফলো করুন

অফিস থেকে শুরু করে ব্যস্ত দিনের প্রতিটি ধাপের সঙ্গী হতে পারে এই সংগ্রহের পোশাক। অফিসের জরুরি মিটিং থেকে শুরু করে বন্ধুদের আড্ডা, গেট টুগেদার ও পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়া পর্যন্ত সব ধরনের পরিবেশে মানানসই এই পোশাক। চলতিধারার ফ্যাশন সেন্স, ক্রেতাদের চাহিদা, আরাম ও স্টাইলের নতুন সংযোজন এই সংগ্রহ। পরিধানকারীর ব্যক্তিত্বকে আরও আত্মবিশ্বাসী ও স্টাইলিশভাবে ফুটিয়ে তুলবে পোশাকগুলো ।

আবহাওয়ার কথা মাথায় রেখে এই কালেকশনের ফেব্রিক ও রং নির্বাচন করা হয়েছে। সুতি, জুম, জার্সি, লাইটওয়েট জর্জেট আর ব্রিদেবল ভিসকোসে করা হয়েছে পোশাকগুলো। স্ট্রাইপ, সলিড, পোলকা ডট, এথনিক ডিজাইন এবং ফ্লোরাল মোটিফের চমৎকার সংমিশ্রণে সাজানো হয়েছে প্রতিটি পোশাক।

নাইন-টু-নাইনের কালেকশনে নারীদের জন্য আছে টিউনিক, টপ, কামিজ, সালোয়ার-কামিজ, শ্রাগ, শর্ট ও লং স্লিভ ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট-প্যান্ট, লেগিংস ও পালাজ্জো। পুরুষদের জন্য আছে বিজনেস ক্যাজুয়াল ও ফরমাল শার্ট, ক্যাজুয়াল টি-শার্ট, পোলো, চিনোস ও ডেনিম প্যান্ট।

বিজ্ঞাপন

অফিস আউটিফিটের পাশাপাশি আছে মানানসই জুতা, ব্যাগ ও জুয়েলারি। জুতার এই সংগ্রহে আছে হিলস ও মিউলস। পুরুষদের জন্য আছে ফরমাল শু, বেল্ট, ওয়ালেট ও মোজা।

লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস বলেন, 'এখনকার কর্মজীবীরা অফিসওয়্যারে আরামের পাশাপাশি স্টাইল ও ব্যক্তিত্বকে সমান গুরুত্ব দিয়ে থাকেন। এই নতুন কালেকশনে আমরা গ্রীষ্মের উপযোগী কাপড় আর রং দিয়ে এমন পোশাক তৈরি করেছি। প্রতিটি পোশাক সকাল থেকে রাত পর্যন্ত ব্যবহারোপযোগী। গরমের কথা মাথায় রেখে ডিজাইন, রং আর কাপড় নির্বাচন করেছি আমরা এবার।'

লা রিভের নাইন-টু-নাইন কালেকশন পাওয়া যাচ্ছে তাদের সব আউটলেটে। পোশাকগুলো সুলভ আছে তাদের অনলাইন পোর্টালেও ।

ছবি: লা রিভে

বিজ্ঞাপন
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৫: ০০
বিজ্ঞাপন