১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হলো লন্ডন ফ্যাশন উইক। এবারের সেপ্টেম্বর আসর জমে উঠেছে আসছে বছরের বসন্ত ও গ্রীষ্মের নতুন সংগ্রহ দিয়ে। লন্ডনের বিখ্যাত ডিজাইনাররা তাঁদের ঝুলিতে নান্দনিক সব পোশাক–আশাক নিয়ে হাজির হয়েছিলেন। এদের মধ্যে বরাবরের মতোই মুগ্ধ করেছে বারবেরি, বোরা আকসু, সিমোন রোচা।
বারবেরি মানেই ক্ল্যাসিক ট্রেঞ্চ কোট। সেই ধ্রুপদি ফ্যাশনেই একটু ‘টুইস্ট’ যোগ করলেন ব্র্যান্ডের ক্রিয়েটিভ ডিরেক্টর ড্যানিয়েল লি। নতুন রেডি-টু-ওয়্যার কালেকশনটি বারবেরির হয়ে ডিজাইন করা ড্যানিয়েলের দ্বিতীয় সংগ্রহ। এই সংগ্রহে ছিল ট্রেঞ্চ কোট, লিঙ্গ নিরপেক্ষ ডাবল-ব্রেস্টেড টু-পিস টনিক স্যুট, অ্যাসিমেট্রিক্যাল স্কার্ট, ওয়াইড প্যান্ট, জাম্পস্যুট, জ্যাকেট, টপস, রাফল ড্রেস, স্লিট ড্রেস ইত্যাদি। বেশির ভাগ পোশাকে নীল স্ট্রবেরি, চেরি ও চাঙ্কি চেইন—এই তিন ধরনের নতুন প্রিন্ট দেখা গিয়েছে।
শুধু পোশাক নয়, ড্যানিয়েল জাদু দেখিয়েছেন অনুষঙ্গ ডিজাইনেও। হাইব্রিড থং স্যান্ডেল–বুট, লেস-আপ হিল, চাঙ্কি ফ্ল্যাট জুতা নজর কেড়েছে সবার। আলাদাভাবে বলতেই হবে চন্দ্রাকৃতির হোবো ক্রসবডি ব্যাগের কথা। নাইলনের তৈরি এই ব্যাগ নতুন মৌসুমে বারবেরি ভক্তদের গো-টু ব্যাগে পরিণত হবে, এমনটাই বলছেন ফ্যাশন বিশ্লেষকেরা।
কিছুদিন আগে নিজের দেশ তুরস্কে বেড়াতে যান ফ্যাশন ডিজাইনার বোরা আকসু। সেই ভ্রমণ থেকেই অনুপ্রেরণা নিয়ে নতুন সংগ্রহ দাঁড় করালেন তিনি। শ্রদ্ধা জানালেন নিজের শিকড়কে। বোরা আকসু মানেই লেস, ক্রুশ কাটা, বেবিডল শিলুয়েট, পিটার প্যান কলার, বো। এই সবকিছুকে নিজের জায়গায় রেখেই জন্মভূমির ঐতিহ্যের হালকা ছোঁয়ায় সাজিয়েছেন সংগ্রহটি। এতে ছিল নানা ডিজাইনের শর্ট ও লং গাউন, প্যান্ট ও টপ সেট, স্যুট-স্কার্ট ইত্যাদি।
সিল্ক, টুইল, অরগাঞ্জার ওপর এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ফুলেল মোটিফ ও ইস্তাম্বুলের বিখ্যাত ইজনিক টাইলসের প্যাটার্ন। বেশির ভাগ পোশাকের সঙ্গে ছিল ম্যাচিং ও কন্ট্রাস্টিং ফেজ টুপি। উল্লেখ্য, তুরস্কের পুরুষদের ঐতিহ্যবাহী অনুষঙ্গ হলো এই বিশেষ টুপি। বোরা জানান, এসব টুপি তাঁর মায়ের হাতে বোনা অসমাপ্ত কম্বলের বাড়তি অংশ বা উচ্ছিষ্ট থেকে আপসাইকেল করা হয়েছে।
আইরিশ ফ্যাশন ডিজাইনার সিমোন রোচা এবার লন্ডন ফ্যাশন উইকে তাঁর ভক্তদের জন্য দুইটি বিশেষ উপহার রেখেছিলেন। প্রথম উপহারটি হলো সিমোন রোচা ও বিখ্যাত জুতার ব্র্যান্ড ক্রোকসের কোলাবেরেশন। নতুন সংগ্রহের পোশাকের সঙ্গে মডেলদের পায়ে ছিল ক্ল্যাসিক ক্লগস ও স্নিকার্স। তবে আমরা যে ধরনের ক্লগস বা স্নিকার্স দেখে অভ্যস্ত তেমন নয়। সিমোনের চিরাচরিত নান্দনিকতা ধরে রাখতে প্রতিটি জুতা মুক্তা ও ক্রিস্টাল দিয়ে এমবেলিশ করা হয়েছে।
দ্বিতীয় উপহার হিসেবে ছিল সিমোন রোচার নতুন বিলাসবহুল ব্যাগের সংগ্রহ। সিমোন তাঁর নতুন সংগ্রহের জন্য অনুপ্রেরণা নিয়েছেন আমেরিকান শিল্পী সাই টম্বলির কেক ভাস্কর্য থেকে। আর ব্যাগগুলোর অনুপ্রেরণা হলো কেকের বাক্স। কালো, ক্রিম, নিউড ও অক্সব্লাড—এই চার রঙের হ্যান্ডব্যাগগুলোতেও ক্লগসের মতো অনেক মুক্তা ব্যবহার করা হয়েছে। সিমোন এই এমবেলিশমেন্টকে তুলনা করেছেন কেকের আইসিংয়ের সঙ্গে। এবার তাঁর নতুন সংগ্রহের পোশাকের কথায় আসা যাক। ‘দ্য ড্রেস রিহার্সেল’ নামের এই সংগ্রহে ছিল মেয়েদের মিনি ও মিডি গাউন, প্যান্ট-টপ সেট, স্যুট—যেখানে চোখে পড়েছে বো ও থ্রিডি গোলাপের মোটিফ। অন্যদিকে ছেলেদের পোশাকে কাট ও প্যাটার্নের বৈচিত্র্য ছিল চোখে পড়ার মতো। এই সংগ্রহে তাঁদের জন্য ছিল শার্ট-শর্ট, ‘ওভার দ্য টপ’ প্যান্ট ও শার্ট, স্যুট ইত্যাদি।