মার্কিন মডেল ও ফ্যাশন আইকন জিজি হাদিদের স্বপ্নের ফ্যাশন ব্র্যান্ড ‘গেস্ট ইন রেসিডেন্স’। এই লাক্সারি নিটওয়্যার ব্র্যান্ডের বয়স হিসাব করলে একদম নাবালকই বলা চলে। মোটে এক বছর। অথচ এরই মধ্যে জেন জি ফ্যাশনিস্তাদের পছন্দের ব্র্যান্ডের তালিকায় উঠে এসেছে তা। সম্প্রতি গেস্ট ইন রেসিডেন্স হেমন্তের নতুন সংগ্রহ নিয়ে হাজির হয়েছে।
জিজি হাদিদ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোস্ট শেয়ারের মধ্য দিয়ে তাঁর বহুল প্রতীক্ষিত হেমন্ত সংগ্রহ লঞ্চ করার খবরটি ঘোষণা করেন। পোস্টে তাঁকে ব্র্যান্ডের কিছু আইকনিক আউটফিট পরা অবস্থায় দেখা যায়। প্রথম ছবিতে তিনি পরেছেন হালকা গোলাপি ও হালকা নীল স্ট্রাইপ দেওয়া রাগবি জার্সি, সঙ্গে অ্যাডিডাসের গ্যাজেল সিরিজের হলুদ ও সাদা স্নিকার্স। অন্য একটি ছবিতে জিজি পরেছেন ওভারসাইজড সবুজ জার্সি।
নতুন সংগ্রহ নিয়ে জিজি বলেন, ‘গেস্ট ইন রেসিডেন্স’ সবাইকে হেমন্তের প্রথম অনুভূতি দেবে। সত্তর দশক-প্রাণিত এই সংগ্রহে আছে স্ট্রাইপড রাগবি জার্সি, স্টিলথ কার্ডিগান, শ্রাঙ্কেন পোলো, ওভারসাইজড ক্রিউ, ফুলস্লিভ ওয়াফেল পোলো, ওভারসাইজড কার্ডিগান, ওয়াইড লেগড প্যান্ট। শুধু পোশাক নয়, এই সংগ্রহে আছে অনুষঙ্গও। যেমন ইনসাইড-আউট হ্যাট, সফট সক বা মোজা, রিব হ্যাট, বড় স্কার্ফ ইত্যাদি।
এই কালেকশনের সব পোশাক তৈরিতে ব্যবহার হয়েছে ১০০ ভাগ কাশ্মীর নিটেড ফেব্রিক। এই উচ্চ মানের কাশ্মীর কাপড় সংগ্রহ করা হয়েছে মঙ্গোলিয়া থেকে এবং পোশাক প্রস্তুত করা হয়েছে চীনে।
এ বছর টিকটকের অন্যতম আলোচিত ফ্যাশন ট্রেন্ড হলো ‘ওল্ড মানি অ্যাস্থেটিক’। এই ধারা যাঁরা অনুসরণ করেন, তাঁদের অন্যতম পছন্দ হলো নানা ডিজাইনের মিনিমাল নিটওয়্যার। এই নিটওয়্যারপ্রেমীদের কথা চিন্তা করেই জিজি সংগ্রহটি সাজিয়েছেন। এসব পোশাক বন্ধুদের সঙ্গে ক্যাজুয়াল আউটিং থেকে শুরু করে অফিসের ফরমাল বিজনেস মিটিং—সবখানেই পরা যাবে।
নতুন এই সংগ্রহ গেস্ট ইন রেসিডেন্সের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও পাওয়া যাবে, অনলাইনভিত্তিক বিলাসবহুল ফ্যাশন রিটেইলার নেট-আ-পোর্টারে। দুটি ওয়েবসাইট থেকে গ্লোবাল শিপিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ বিশ্বের যেকোনো প্রান্ত, এমনকি বাংলাদেশে বসেও কেনা যাবে গেস্ট ইন রেসিডেন্সের নতুন সংগ্রহের পোশাকগুলো।