ফুলেল মোটিফে ভারমিলিয়নের বসন্ত সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

বসন্তে প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়। শীতের রুক্ষতায় ঝরে পড়া পাতার জায়গা নেয় সবুজ কচি পাতা। গাছে গাছে বাহারি রঙের ফুল বার্তা নিয়ে আসে নতুন শুরু ও সতেজতার। প্রকৃতির এই সাজ থেকে অনুপ্রাণিত হয়ে বসন্ত সংগ্রহ সাজিয়েছে দেশীয় ফ্যাশন হাউস ভারমিলিয়ন। এই সংগ্রহে আছে শাড়ি, সালোয়ার–কামিজ, কুর্তি ও কম্বো সেট।

ভারমিলিয়নের নিজস্ব ফেব্রিকে প্রকৃতি-প্রাণিত চোখজুড়ানো বর্ণিল প্রিন্ট তাদের অন্যতম বৈশিষ্ট্য। যেই গুণে আটকে যান স্বস্তিকা মুখার্জির মতো তারকারাও। দেশ, প্রকৃতি ও নিজস্বতার এই সমন্বয়ে ফ্যাশনিস্তাদের মুগ্ধ করে আসছেন ভারমিলিয়নের ডিজাইনার ইমতিয়াজ রাসেল, ইফফাত আরা ও ফেরদৌস আরা। তারই ধারাবাহিকতা আছে বসন্ত সংগ্রহেও।

এই সংগ্রহে প্রাধান্য পেয়েছে দেশীয় ফুল ও বসন্তের প্রকৃতি ।বসন্ত মানেই ‘ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়।’ বসন্তবরণে সেই ফুলেল আমেজের ছাপ থাকে তরুণ–তরুণীদের সাজপোশাকেও। বিশেষ করে তরুণীরা। নিজেকে উপস্থাপন করতে চান তাঁরা বসন্তের প্রকৃতির মতোই মোহনীয় করে। শাড়ি, চুড়ি ও রঙিন ফুলে সাজান নিজেকে। সবচেয়ে বেশি চোখে পড়ে গাঁদা ফুলের ব্যবহার। ভারমিলিয়ন তাই গাঁদাফুলের মোটিফ নিয়ে করেছে চোখজুড়ানো শাড়ি গাঁদা।

চেকের ওপর গাঁদা ফুলের প্রিন্ট । ম্যাজেন্টা রঙের ওপর বাসন্তী গাঁদাফুল যেন সত্যিই বসন্তের আগমনী বার্তা জানাচ্ছে। শাড়িটি করা হয়েছে ভারমিলিয়ন সুতি ফেব্রিকে। ক্রেতাদের আরাম ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই ভারমিলিয়নের নিজস্ব সুতি কাপড়ে তৈরি হয়েছে এই শাড়ি।  

বিজ্ঞাপন

ভারমিলিয়ন সুতিতে করা আরেকটি শাড়ি কলমিলতা। গাঁদা যেমন চোখধাঁধানো, কলমিলতা ততটাই প্রশান্তিদায়ক। হালকা আকাশি রঙে করা এই শাড়ির পাড় ও আঁচলে ভাসছে কলমি ফুল ও লতা। গ্রামীণ এই ফুলের সৌন্দর্য ও রঙে প্রাণিত এই কলমিলতা। পাড়ে আছে ঐতিহ্যবাহী আলপনা। সঙ্গে বেগুনি রঙের ভারমিলিয়ন সিল্কের বর্ডার দেওয়া হয়েছে পাড়ে।

’৭০ ও ৮০ দশকের শাড়ির ক্ল্যাসি ভাব ধরে রাখতে স্ট্রাইপের সঙ্গে জোড় বেঁধেছে নকশিকাঁথা মোটিফ। পিচ রঙের শাড়ির আঁচল ও পাড়ে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে। প্রিন্টের এই নকশাগুলো ফুলেল ও নকশিকাঁথার স্টিচের অনুরূপ। ভারমিলিয়ন মসলিনে করা এই শাড়ির নাম রাখা হয়েছে ‘মণিহার’।

বিজ্ঞাপন

ভারমিলিয়ন মসলিনে করা হয়েছে ল্যাভেন্ডার রঙের ক্যামেলিয়া। আছে সুবর্ণলতা। নামেই এগুলোর সৌন্দর্য ফুটে উঠেছে। প্রতিটি উৎসবেই ভারমিলিয়ন বাজেট ফ্রেন্ডলি কিছু আনে। শিক্ষার্থীদের জন্য বা যাঁদের বাজেট কম, তাঁদের জন্য আছে মণিকা। হাফ সিল্ক শাড়িতে প্রিন্টেড পাড় বসিয়ে ডিজাইন করা হয়েছে এটি।

বসন্তের দখিনা বাতাসে থাকে প্রেমের সুর। পহেলা ফাল্গুনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সেই ভালোবাসার দিনকে উদ্‌যাপন করা হয়। আর এই দিনে যারা বিশেষ কিছু চান, তাঁদের জন্য আছে ‘রোজ’। লাল টুকটুকে রঙে গোলাপ থেকে প্রাণিত এর নকশা ও রং। ভারমিলিয়ন মসলিন ফেব্রিকে করা এই শাড়ি ভালোবাসা ও বসন্তের যেকোনো আয়োজনেই মানানসই।

যুগলরা পছন্দ করেন মনের একাত্মতার ছোঁয়া পোশাকেও রাখতে। ভারমিলিয়ন বসন্ত সংগ্রহে মণিকা, সুবর্ণলতা ও মণিহার—এই তিনটি শাড়ির সঙ্গে রেখেছে পাঞ্জাবিও। সুতির ওপর শাড়ির অনুরূপ প্রিন্টেড ডিজাইন করা পাঞ্জাবিগুলোতে। বসন্তের ফুলেল মোটিফে নিজেকে সাজাতে কম্বো সেট ছাড়াও শাড়ি-পাঞ্জাবিগুলো আলাদাভাবেই কেনা যাবে।

শাড়ি বেশ ক্ল্যাসিক ও আভিজাত্যের পোশাক হলেও অল্প বয়সী মেয়েরা নানা ফিউশনের আরামদায়ক পোশাক পরতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। তাদের বসন্ত সাজের পরিধেয় হতে পারে ভারমিলিয়নের ফুলেল মোটিফের সালোয়ার-কামিজ ও কুর্তিগুলো। ফুলেল নকশা ও বাহারি রঙের এই পোশাকগুলো সেলাই করা ও সেলাইবিহীন—দুভাবেই পাওয়া যাচ্ছে।

এই সালোয়ার–কামিজ ও কুর্তিগুলোও দেশীয় ফুল নিয়েই করা। সাদার ওপর জারুল ফুল, বেলি ফুল, রিকশা মোটিফ, বাগানবিলাস ও নীল অপরাজিতা এই পোশাকগুলোর ডিজাইনের মূল উপজীব্য।

ডিজাইনের আদ্যোপান্ত নিয়ে কথা হচ্ছিল ভারমিলিয়নের ডিজাইনার ইমতিয়াজ রাসেল, ফেরদৌস আরা ও ইফফাত আরার সঙ্গে তাঁরা জানান, ভারমিলিয়নের এবারের সংগ্রহ ফুলকেন্দ্রিক। বসন্তের সজীব প্রকৃতি ও দেশীয় ফুলগুলো থেকে অনুপ্রাণিত এই সংগ্রহ। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আনা রোজ শাড়িটি ইতিমধ্যে বেশ সাড়া পেয়েছে। তা ছাড়া বাজেট ফ্রেন্ডলি শাড়িগুলো অনেকেই স্বাচ্ছন্দ্যে কিনতে পারছেন। সালোয়ার–কামিজ সংগ্রহে বাগানবিলাস ও নীল অপরাজিতাও বেশ সাড়া ফেলেছে। তা ছাড়া ভারমিলিয়ন বসন্ত সংগ্রহে আছে বাজেট ফ্রেন্ডলি কিছু কুর্তি, জানান ডিজাইনাররা।

ছবি: ভারমিলিয়ন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ৩০
বিজ্ঞাপন