ডুরি লাইফস্টাইলের এক্সক্লুসিভ সেমি-ব্রাইডাল ওয়েডিং কালেকশন
শেয়ার করুন
ফলো করুন

ডুরি যেহেতু হাইএন্ড ফ্যাশন পোশাক তৈরি করে, তাই তাদের সেমি–ব্রাইডাল সংগ্রহের ফেব্রিকগুলো সাধারণত জামদানি, মসলিন, সিল্ক, কাতান ও খাদির ওপর করা হয়েছে। তা ছাড়া ক্রেতার চাহিদা অনুযায়ীও ফেব্রিকে গুরুত্ব দেওয়া হয়। বিয়ে কিংবা পার্টিতে অভিজাত লুকের জন্য নজরকাড়া ক্রিস্টাল, কারচুপি ও হ্যান্ড এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ তো আছেই পোশাকগুলোতে।

তবে কারচুপি ও অন্য কারুকাজের চেয়েও এবার সব ডিজাইনের ওপর আধিপত্য করেছে থ্রিডি ফ্লোরাল প্রিন্ট, জানান ডুরি লাইফস্টাইলের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার রিদওয়ানা হক। আর বিয়ে মানেই লাল, খয়েরি ও মেরুন সেই ধারা আমরা পেছনে ফেলে এসেছি বেশ কিছুদিন আগেই। ডুরির সংগ্রহেও সে উপস্থাপনা।

এই সংগ্রহে গুরুত্ব পেয়েছে ন্যুড ও বেজ ধরনের রংগুলো। আরও বিশেষ ব্যাপার হলো, ডুরির সব পোশাক অভিনব। অন্য কারও সঙ্গে মিলে যাওয়ার কোনো চিন্তা নেই। কারণ, প্রতিটি ডিজাইনে একটি করেই পোশাক তৈরি হয়।

বিজ্ঞাপন

ডুরি লাইফস্টাইলের কর্ণধার ফ্যাশন ডিজাইনার নওরীন সুলতানা আদুরী মনে করেন, বিয়ের পোশাকে নববধূর ব্যক্তিত্বের ছোঁয়া থাকা চাই। সাধারণত বিয়ের পোশাকগুলোতে সে উপায় থাকে না। সে সুযোগটা দিচ্ছে ডুরি লাইফস্টাইল। ডুরি লাইফস্টাইল প্রথমে নববধূর সঙ্গে পরামর্শ করে। সেটাও কোনো বাড়তি ফি ছাড়া।

তারপর কাঙ্ক্ষিত পোশাকটি প্রস্তুত করে। ক্রেতার বিশেষ পোশাকটি সুলভ মূল্যে তাঁর নিজের ছোঁয়া রেখে মনের মতো তৈরি করে দেওয়ায় ডুরি লাইফস্টাইলের চাওয়া। এবারের সংগ্রহ সেমি–ব্রাইডাল হলেও কাস্টমাইজড বেশ কিছু বিয়ের পোশাকের অর্ডার ছিল, জানান আদুরী।

সাবেকি ধারার বিয়ের ফ্যাশন থেকে বের হয়ে ব্যক্তি ও ফ্যাশন ব্র্যান্ডের নিজস্ব স্টাইলের উপস্থাপনে মনোযোগ দিয়ে শুরু থেকেই কাজ করছে ডুরি। আর এই ধারাতেই ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করছে ফ্যাশন ব্র্যান্ডটি। এথনিক, ফিউশন ও ট্র্যাডিশনাল পোশাক মিলবে তাদের আউটলেটে। তা ছাড়া থিম বেজড পোশাকও তৈরি করে ডুরি।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১১: ১৮
বিজ্ঞাপন