তরুণ প্রজন্মের জন্য সাধ্যের মধ্যে আন্তর্জাতিক মানের ফ্যাশন ক্লদিং ব্র্যান্ড হতে চেয়েছে ‘হোলাগো’। হয়েছেও তা–ই। অভিনেতা সিয়াম আহমেদ ও তাঁর দুই বন্ধু মিলে ২০১৬ সালে এই মেনজ ফ্যাশনের উদ্যোগ শুরু করেন।
ছাত্র, নতুন চাকুরে বা কর্মক্ষেত্রে পা রাখা ফ্যাশনপ্রেমী ছেলেদের জন্য উপযোগী পোশাক তৈরি করে আসছে ব্র্যান্ডটি। এখন শুধু ছেলেদের নয়, এই ব্র্যান্ডের ইউনিসেক্স কালেকশনও বিশেষভাবে নজর কাড়ছে ফ্যাশনিস্তাদের। তাই হোলাগো থেকে ছেলে–মেয়ে উভয়ের জন্যই বেছে নেওয়া যাবে ট্রেন্ডি সব পোশাক।
হোলাগোর আছে নিজস্ব ডিজাইন টিম। ব্যবহার করা হয় দেশি কাঁচামাল ও ফেব্রিক। আর সব প্রোডাক্ট দেশেই তৈরি হয়। এ ব্যাপারে সিয়াম একেবারেই ছাড় দিতে নারাজ। ঋতু অনুযায়ী পর্যায়ক্রমে ট্রেন্ডি কালেকশন আনে তারা। সিয়াম জানান, হোলাগো সবার ব্র্যান্ড। যেহেতু ব্র্যান্ডটি বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করে, সেই সঙ্গে বাংলাদেশের ঋতু বুঝে পোশাক তৈরি করে, তাই সম্প্রতি তাঁদের অ্যাকটিভ ওয়্যার কালেকশনে যোগ হয়েছে স্লিভলেস হুডি।
এই হুডির নাম শুনলে অবশ্য অনেকেই শীতের দিনে ফিরে যেতে পারেন, কিন্তু বিষয়টি একেবারেই তা নয়। হুডিগুলো হাতাবিহীন ও গরমবান্ধব, যা পরলে একেবারেই অস্বস্তি হবে না, গরমও লাগবে না।
ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই রিল্যাক্সড ফিট হুডিগুলোর বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার আছে। হুডিগুলো তৈরি হয়েছে পলিয়েস্টার ও স্প্যান্ডেক্স মিশ্রিত উপাদানে মিলাঞ্চ জার্সি ফেব্রিকে। এই কাপড় যেকোনো দিক থেকে স্ট্রেচ করা যাবে আর শরীরকে ঠান্ডাও রাখবে।
ঘাম শোষণকারী প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি হুডি তৈরি হয়েছে যেন এই আবহাওয়ায় জিমে যাওয়া, দৌড়ানো কিংবা খেলাধুলার সময় বিনা দ্বিধায় পরা যায়।
এই হুডির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, আরামদায়ক ও নরম জার্সি কাপড়, যা বেশ হালকা। ফলে যেকোনো সময়ই পরা যাবে আর স্টাইলে যোগ হবে নতুনত্ব।
ছবি: হোলাগো