জওয়ান–ঝড়ে কুপোকাত পুরো বলিউড। এই সিনেমা মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৮০০ কোটি রুপি। এভাবে চলতে থাকলে এক মাসের মধ্যে ‘জওয়ান’ দুই হাজার কোটি রুপি আয়ের মাইলফলক ধরে ফেলতে পারে। সিনেমার কাহিনি, অ্যাকশন দৃশ্য ও বাঘা বাঘা অভিনেতাদের দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি আলোচনা হচ্ছে সাজপোশাক নিয়েও।
‘জওয়ান’ সিনেমার সবচেয়ে আলোচিত গান ‘চালেয়া’। এই গানে শাহরুখ খানের স্টাইল মুগ্ধ করেছে সবাইকে। এই এক গানেই শাহরুখ পরেছেন ছয়টি কিউবান কলার শার্ট ও কার্গো স্টাইল প্যান্ট। প্রতিটি শার্ট ও প্যান্টের জোড় একদম চোখে লেগে থাকার মতোই হয়েছে। ফ্যাশনপ্রেমীই হোক আর যাঁরা ফ্যাশন নিয়ে একদমই চিন্তা করেন না—তাঁদের সবার কাছেই প্রশংসিত হচ্ছে শাহরুখের ফ্যাশনেবল লুক। এই স্টাইল থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সেইলর নিয়ে এসেছে বিশেষ ‘কিং কালেকশন’। এর মধ্য দিয়ে বলিউডের বাদশাকে বিশেষভাবে শ্রদ্ধা জানাল ব্র্যান্ড সেইলর।
কিং কালেকশনে রয়েছে ‘চালেয়া’ গানে শাহরুখের পরিহিত প্রিন্টেড কিউবান কলার শার্ট। এ ছাড়া নারীদের জন্য রয়েছে বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় শর্ট টপ। এ বছরের গরমের ফ্যাশন ট্রেন্ডে কিন্তু কিউবান কলার শার্ট ও মেয়েদের শর্ট টপ ছিলো ট্রেন্ডে। কিং কালেকশনের শার্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এখানে বেশি বৈচিত্র্য ছিল মেয়েদের শর্ট টপের কাট ও প্যাটার্নে। ৫টি টপ ৫টি আলাদা ডিজাইনে তৈরি। এতে আছে পাফ স্লিভ ক্রপ টপ, পেপলাম টপ, কেপ টপ, বক্সি প্যাটার্ন টপ, ম্যাগইয়ার স্লিভ শর্ট টপ।
শার্ট ও টপের ফেব্রিক বাছাইয়ের ক্ষেত্রে অবশ্য তেমন বৈচিত্র্য রাখা হয়নি। কেবল আবহাওয়ার কথা চিন্তা করে রেয়ন, ভিসকস, রেয়ন-পপলিনের মতো আরামদায়ক সব কাপড় ব্যবহার করা হয়েছে।
ইতিমধ্যে দেশের শাহরুখ–ভক্তকুল এই কালেকশন পেয়ে বেশ আনন্দিত। সেইলরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়, এই কিং কালেকশনের প্রতি ক্রেতাদের সাড়া দেখে মনে হচ্ছে, যেন নতুন এক উৎসবের মৌসুম শুরু হয়েছে। যেমনটা ঈদ কিংবা বৈশাখে হয়ে থাকে। এই বিশেষ কিং কালেকশন এখন পাওয়া যাচ্ছে সেইলরের সব আউটলেট ও ওয়েবসাইটে।
ছবি: সেইলর