হালফ্যাশন এক্সক্লুসিভ: অষ্টমীতে সোহিনীর এথনিক স্টাইলে আরামদায়ক সাজপোশাক
শেয়ার করুন
ফলো করুন

পূজার বাদ্য বেজে উঠতে না উঠতেই গড়িয়ে গেল দুই দিন। আগামীকাল মহাঅষ্টমী। পূজার একেক দিনের আনন্দ একেক রকম ঠিকই কিন্তু অষ্টমী সব সময়ই জমে ওঠে ভিন্নরূপে। সকালটা শুরু হবে পুষ্পাঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে। এরপর সারা দিনের ঘোরাঘুরি আর মণ্ডপে মণ্ডপে দেবী–দর্শন। তাই সাজপোশাকটাও হওয়া চাই আরামদায়ক। সঙ্গে ট্র্যাডিশনের ছোঁয়া থাকলে তো কথাই নেই।

এবারের পূজা আয়োজনে অষ্টমীর আউটফিট নিয়ে কাজ করেছেন ভারতীয় ডিজাইনার অনুশ্রী মালহোত্রা। তাঁর নকশা করা অসাধারণ তিনটি পোশাকে কলকাতার গুণী ও সুন্দরী অভিনেত্রী সোহিনী সরকার যেন হয়ে উঠেছেন মোহময়ী। ডিজাইনার জানিয়েছেন, অষ্টমীতে এথনিক সাজপোশাক মানানসই ও একই সঙ্গে ট্রেন্ডিও।

অনেকেই এদিন শাড়ি পরেন। তবে সালোয়ার–কামিজের ফ্যাশনেও নিজেকে উপস্থাপন করা যায় বেশ সুন্দরভাবে। তাই রেট্রো আমেজে নিজেকে সাজিয়ে পছন্দের আরামদায়ক সালোয়ার–কামিজ পরে ফেলতে পারেন অনায়াসে। এতে বাঙালিয়ানা আর আধুনিকতার সঙ্গে পূজার আবেদনটুকুও অক্ষুণ্ন থাকবে। এর সঙ্গে সাজ আর অনুষঙ্গ কেমন হতে পারে, সেটাও বাতলে দিয়েছেন অনুশ্রী।

বিজ্ঞাপন

শুভ্র পোশাকে অষ্টমীর সকাল

অষ্টমীর সকালে থাকতে পারে চোখ আর মনের আরাম দেওয়া সাদা পোশাক। সোহিনী সরকারের এই রূপকে ইন্দো–ওয়েস্টার্ন সালোয়ার স্যুটের সঙ্গে দেশি আমেজের লুক বলা যায়। সঙ্গে ওড়না আছে বলে পরিপূর্ণতা এসেছে। আবহাওয়া বিবেচনায় সাদা বেশ আরামদায়ক রং। ডিজাইনার এ আউটফিট তৈরি করেছেন অরগ্যানিক কোরা ফেব্রিকে। কনুই পর্যন্ত হাতা আর গোল গলার কামিজের জমিনে ট্রেন্ডি ফ্লোরাল মোটিফ শোভা পাচ্ছে।

লাল, গোলাপি, আকাশি, বেগুনি রঙের ছোট ছোট গোলাপ ফুল আর সবুজ পাতার নকশা এ জামার আসল সৌন্দর্য। কারুকাজটি করা হয়েছে পারসি হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে। সামনের অংশে ফুল বসানো কিছুটা বেল্টের মতো অংশ রয়েছে। এটি পুরো আউটফিটকে আলাদা মাত্রা দিয়েছে। অ্যাসিমেট্রিক কাটের কামিজের পেছনের ঝুল সামনের অংশের চেয়ে লম্বা। এর সঙ্গে জুটি বেঁধেছে সাবেকি স্টাইলের প্লিটেড ধুতি সালোয়ার। এর বর্ডারেও রয়েছে একই ফ্লোরাল মোটিফ। সঙ্গে নেওয়া ম্যাচিং ওড়নার জমিনেও ফ্লোরাল নকশা আর বর্ডারে নতুনত্ব যোগ করেছে সাদা লেস।

তবে আলাদা করে বলতে গেলে এই পোশাকের সঙ্গে তাঁর সাজও বেশ নজর কেড়েছে। আধুনিক ঘরানার এথনিকের সঙ্গে রেট্রোর মেলবন্ধন একেই বলে। সোহিনীর মেকআপ, অনুষঙ্গ আর হেয়ারস্টাইল কিন্তু সে কথাই বলছে। আউটফিটের সঙ্গে এ অভিনেত্রী পরেছেন সোনালি গয়না। কানে মুক্তা বসানো ঝোলানো ফ্লোরাল দুল আর হাতে পরেছেন খুব সুন্দর একটা মুক্তা বসানো ব্রেসলেট। সোহিনীর মেকআপে প্রাধান্য পেয়েছে মেরুন লিপস্টিক, আইশ্যাডো, চোখে টানা কাজল আর ছোট্ট কালো টিপ। তবে সবকিছুকে ছাপিয়ে তাঁর হেয়ারস্টাইলেই যেন সাবেকিয়ানা রাজত্ব করছে সবচেয়ে বেশি। যেমন আগের দিনে হেয়ার ব্যান্ডের মতো করে বিনুনি করা হতো, তেমনই করেছেন সোহিনী। আর সবশেষে এই পোশাকের সঙ্গে তিনি পরেছেন ওয়েজেস স্টাইলের হিল। আপনিও চাইলে এভাবেই অষ্টমীর সকালে সেজে উঠতে পারেন। তাতে আরাম আর স্টাইল দুটিই মিলবে ষোল আনা।

বিজ্ঞাপন

কো-অর্ড সেটে দুপুর-বিকেলের ঘোরাঘুরি

অষ্টমীর দিনে বাইরেই বেশি সময় থাকা হয়। বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া আর প্যান্ডেলের বাইরে মজার মজার খাবারের দোকানে পেটপূজাও হয় সমানতালে। আসলে এ সময় উৎসবমুখর আমেজে জমে থাকে পুরোটা দিন। তবে আরাম আর ট্রেন্ড বিবেচনায় দুপুর থেকে বিকেলের সময়টায় সুতির পোশাক পরাই শ্রেয়। এ ক্ষেত্রে বেছে নেওয়া যেতে পারে এ সময়ের ট্রেন্ডি কো-অর্ড সেট।

একটু পেছনে তাকালেই মনে পড়বে, নব্বইয়ের দশকে একই প্রিন্টের সালোয়ার ও কামিজ পরার একটা চল ছিল। সেটাই একুশ শতকে কো-অর্ড নামে ফিরে এসেছে নানা নকশা আর প্যাটার্নে। ডিজাইনার অনুশ্রী সেই ট্রেন্ড মেনে সোহিনী সরকারকে পরিয়েছেন চিরুনি বা কোম্ব মোটিফের খুব সুন্দর একটি কো-অর্ড সেট। সাদা জমিনে নানা রকম নীল রঙের চিরুনির প্যাটার্ন একটা আধুনিক আমেজও নিয়ে এসেছে। হাতে করা ব্লক প্রিন্টের কামিজের নেকলাইন আর হাতার বর্ডারে সৌন্দর্য বাড়িয়েছে সাদা কুরুশের লেস।

এর সঙ্গে ভিন্ন আবেদন যোগ করতে গয়না আর হেয়ারস্টাইলটাও মুখ্য ভূমিকা পালন করেছে। সোহিনী গলায় পরেছেন কপার গোল্ড মুক্তার নেকপিস আর হাতে আংটি। তবে তিনি হেয়ারস্টাইলে করেছেন বাজিমাত। রেট্রো ঘরানার দুই পাশের চুলের বাঁধুনিতে যোগ হয়েছে সাদা ফুল। তাঁর ম্যাট ফিনিশ মেকআপেও রয়েছে একটা স্নিগ্ধ ভাব। চোখে কাজল আর ঠোঁট সাজিয়েছেন ন্যুড লিপস্টিকে। ব্যস, এই হলো অষ্টমীর দুপুরের সাজপোশাক, যা ফ্যাশন অনুরাগীরা চাইলেই অনুসরণ করতে পারেন।

অষ্টমীর রাত মেতে উঠুক উজ্জ্বলতায়

অষ্টমীর রাতেও সালোয়ার–কামিজ বেছে নেওয়া যায়। তবে রাত বলে একটু উজ্জ্বল রংগুলোর দিকে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এ লুকের জন্য সোহিনী পরেছেন লেবু হলুদ ডিজাইনার কো-অর্ড সেট। ঐতিহ্যবাহী খাদি ফেব্রিকে তৈরি এই পোশাকের জমিনে ডিজাইনার ফুটিয়ে তুলেছেন লাল জবা আর পাখির মোটিফ, যা মেশিন এমব্রয়ডারির মাধ্যমে করা হয়েছে। বটমে সঙ্গী হয়েছে একই রঙের ম্যাচিং সালোয়ার।

কামিজের হাতার মতো সালোয়ারের বর্ডারেও একই লেস বসানো হয়েছে, যা ভিন্নতা এনেছে অনেকটা। সব মিলিয়ে এই পোশাকে প্রকাশ পেয়েছে উৎসবের আমেজ।
এ রঙিন আউটফিটের সঙ্গে অভিনেত্রীর সাজও সমান প্রশংসার দাবিদার। রাতের সাজ যেহেতু, তাই ন্যুড মেকআপের দিকে না যাওয়াই ভালো। সোহিনীর সফট গ্ল্যাম সাজে গুরুত্ব পেয়েছে আইশ্যাডো ও কাজল দেওয়া স্মোকি আই লুক। আর কামিজের জবা ফুলের রঙের সঙ্গে মেলানো বোল্ড লিপস্টিকও তাঁর সাজকে পূর্ণতা দিয়েছে।

মাঝসিঁথি করে ছেড়ে রাখা চুলে সেমি কার্ল হেয়ারস্টাইল বেছে নিয়েছেন এর সঙ্গে তিনি। এ রকম পোশাকের সঙ্গে গলায় কিছু না পরে কানে সুন্দর কিছু পরলেই বেশি মানানসই লাগে। তাই অভিনেত্রীকে পরানো হয়েছে হ্যান্ড মেড বিডসের স্টেটমেন্ট দুল। আর হাতে শোভা পাচ্ছে মিনা করা আংটি। সবশেষে এমন সাজপোশাকের সঙ্গে হাই হিলের চেয়ে ওয়েজেস হিলকেই বেশি প্রাধান্য দিয়েছেন ডিজাইনার।

ছবি: সুপ্রতিম চ্যাটার্জী

হেয়ারস্টাইল: পূজা

মেকআপ: সৌরভ

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন