আনারকলির ফিরে আসা
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন সব সময়ই ফিরে ফিরে আসে; অর্থাৎ পুরোনো ট্রেন্ড ও স্টাইলগুলো নতুনভাবে যোগ হয় চলতি ট্রেন্ডের সঙ্গে। আবার কখনো মানুষের রুচি, পছন্দ, সংস্কৃতি এবং জীবনধারা অনুযায়ী পরিবর্তিত হয়। প্রাচীনকাল থেকে পোশাক তৈরি করার কায়দায় হাজারো বিবর্তন এসেছে। কিন্তু কিছু পোশাক এতটাই অনন্য, যা কালোত্তীর্ণ স্টাইল স্টেটমেন্টে পরিণত হয়েছে; অর্থাৎ যা হয়তো আর কখনোই হারিয়ে যাবে না।

ছবিঃ রায়েদ তুহিন মডেলঃ প্রত্যাশা

আনারকলি স্যুট এমন একটি পোশাক, যা মূলত মোগল সময়ের ট্রেন্ড। কিন্তু এখনো তা নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ কাট আর নকশার বৈচিত্র্যতায় দেশীয় ফ্যাশনে আধিপত্য বিস্তার করে চলেছে। দোপাট্টাসহ আনারকলি স্যুট এখনো হাজার ভিড়ের মধ্যে দৃষ্টি আকর্ষণ করে। ক্ল্যাসিক পোশাকটি তার নিজস্ব সৌন্দর্য নিয়ে বারবার ফিরে এসেছে ফ্যাশন ট্রেন্ডে। এবং আরামদায়ক কাপড়ে ফ্যাশনিস্তারাও নিজেদের সাজিয়েছেন বহুবার।

ছবিঃ এদ্বীল খন্দকার মডেলঃ অদিতি
ছবিঃ রায়েদ তুহিন মডেলঃ প্রত্যাশা

আনারকলি মূলত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক। সাম্প্রতিক সময়ে কিছুটা পরিবর্তিত কাট ও প্যাটার্নের আবারও জনপ্রিয় হয়েছে। আনারকলি স্যুট হল গাউনের মতো লম্বা ফ্লেয়ার স্যুট। এই লম্বা ফ্লেয়ার গাউনটি চুড়িদার প্যান্ট, লেগিংস বা দোপাট্টার সঙ্গে পরা হয়। ফ্যাশনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আনারকলি স্যুটের স্টাইলও পরিবর্তিত হয়েছে। আবহাওয়া এবং তরুণদের পছন্দের ওপর নির্ভর করে আনারকলির প্যাটার্নে বেশ পরিবর্তন হয়েছে।

বিজ্ঞাপন

ফ্লোর লেনথ আনারকলি: দোপাট্টার সঙ্গে ফ্লোর লেনথের আনারকলি স্যুট। লম্বা প্যাটার্নের এ ধরনের আনারকলিতে জমকালো নকশা দেখা যায়।

ছবিঃ রায়েদ তুহিন মডেলঃ প্রত্যাশা
ছবিঃ রায়েদ তুহিন মডেলঃ প্রত্যাশা

আনারকলি গাউন: গাউন প্যাটার্নের আনারকলির মূল বৈশিষ্ট্য এর ঘের। একটি ঐতিহ্যবাহী আনারকলি স্যুট, যা গাউনের উপাদানগুলোকে একত্র করে। এই মেঝে-দৈর্ঘ্যের পোশাকগুলো প্রায়ই বিলাসবহুল কাপড় দিয়ে তৈরি করা হয় এবং প্রচুর পরিমাণে ঘের থাকে, যা একটি জাঁকালো এবং লালগালিচাযোগ্য লুক তৈরি করে।

বিজ্ঞাপন

জ্যাকেট স্টাইল আনারকলি: জ্যাকেট স্টাইলের আনারকলি স্যুট এখন ট্রেন্ডি। মূলত একরঙা ইনার এবং ঢোলা প্যান্টের ওপর ভারী নকশার জ্যাকেট স্টাইল এই আনারকলি পার্টি বা উৎসবের পোশাক হিসেবে বেশি পরা হয়।

ছবিঃ রায়েদ তুহিন মডেলঃ প্রত্যাশা

সুতি ও শিফন আনারকলি: গরমে আরামদায়ক ও স্টাইলিশ আনারকলি এখন বেশ জনপ্রিয়। সুতি, শিফন বা লিনেন কাপড়ের এ ধরনের আনারকলি ঘরোয়াসহ যেকোনো অনুষ্ঠানে মানানসই। আরামদায়ক এই আনারকলির সঙ্গে চুড়িদার পায়জামা বেশ মানায়।

ছবিঃ রায়েদ তুহিন মডেলঃ প্রত্যাশা

প্যান্ট স্টাইলের বটমসহ আনারকলি: প্যান্ট বা পালাজ্জো স্টাইলের বটমগুলোর সঙ্গে আনারকলি স্যুট ট্রেন্ডি হয়ে উঠেছে। চুড়িদারের বদলে প্যান্ট বা পালাজ্জো বটম স্টাইল স্টেটমেন্টে কিছুটা পরিবর্তন নিয়ে আছে।

ছবিঃ রায়েদ তুহিন মডেলঃ প্রত্যাশা

ফ্লোরাল প্রিন্ট: বেশ কয়েক বছর ধরে ফ্লোরাল প্রিন্টের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। যার প্রভাব দেখা যায় আনারকলিতেও। পুরো পোশাকে ফুলেল প্রিন্ট অথবা ফ্লোরাল মোটিফের নকশা প্রাধান্য পায় এ ধরনের আনারকলিতে।

ছবি সৌজন্যঃ বাঙাল

ডিজাইনঃ নাঈমা হক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫: ০০
বিজ্ঞাপন