ঝলমলে পার্টিওয়্যার নিয়ে আসছে কিম কার্ডাশিয়ান
শেয়ার করুন
ফলো করুন

বেশ ব্যস্ত সময় পার করছেন ফ্যাশন মোগল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান। এই তো কিছু দিন আগে তাঁর ব্র্যান্ড থেকে প্রথমবারের মতো পুরুষদের জন্য লঞ্চ করলেন আন্ডারগার্মেন্টস কালেকশন। এতে মডেল হয়েছেন উত্তর ও দক্ষিণ আমেরিকার ক্রীড়াঙ্গনের বিখ্যাত ব্যক্তিত্ব, যার মধ্যে অন্যতম ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তাদের ক্যাম্পেইন যেমন ভাইরাল হয়েছে, তেমনই বেশ প্রশংসিত হয়েছে পুরো সংগ্রহ।

শুধু তা–ই নয়, কালেকশনটি অল্প সময়ে এত জনপ্রিয় হয়েছে যে আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন স্কিমসকে তাদের অফিশিয়াল আন্ডারওয়্যার পার্টনার করেছে। সাফল্যের সেই রেশ কাটতে না কাটতেই কিম ঘোষণা দিলেন নতুন কোলাবরেশনের। এবার তাঁর ব্র্যান্ড স্কিমস জুটি বেঁধেছে বিখ্যাত অস্ট্রিয়ান জুয়েলারি ব্র্যান্ড সোয়ারভস্কির সঙ্গে। একসঙ্গে তারা আনতে চলেছে চোখধাঁধানো সব শেপওয়্যার, রেডি টু ওয়্যার পার্টি ড্রেস ও বডি জুয়েলারি।

ইতিমধ্যে স্কিমস ও কিমের অফিশিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে এই কোলাবরেশনের ক্যাম্পেইনের ‘স্নিক পিক’ দেখা গিয়েছে। ছবিগুলো তুলেছেন বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার মার্ট অ্যালাস। বিভিন্ন মডেলদের দেখা গিয়েছে নজরকাড়া সব শেপওয়্যার, ফিটেড লং গাউন, ক্যাটস্যুট ও বডি জুয়েলারিতে। সব পোশাক ও অনুষঙ্গে সোয়ারভস্কি ক্রিস্টাল খোদাই করা হয়েছে। এমনকি আন্ডারওয়্যারগুলোয়ও বাদ যায়নি ক্রিস্টাল এমবেলিশমেন্ট। এ জন্যই লঞ্চ হওয়ার আগেই বেশ আলোচিত হয়েছে এ সংগ্রহটি।

বিজ্ঞাপন

সারা বিশ্বেই হ্যালোইনের পরই শুরু হয়ে যায় পার্টি সিজন। এ সময় শীতের পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরনের পার্টিওয়্যারের চাহিদা বেড়ে যায়। তাই সবকিছু মাথায় রেখে কিমের স্কিমস ও সোয়ারভস্কি সম্মিলিতভাবে এই সংগ্রহ বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে।

এ সংগ্রহে পাওয়া যাবে পার্টিতে পরার উপযোগী ক্রিস্টাল নেটেড ড্রেস, বডিস্যুট, ক্যাটস্যুট, ব্রা ও ব্রিফ। অন্যদিকে সোয়ারভস্কি থেকে আছে ক্রিস্টালের চোকার, নেকলেস ও ব্রেসলেট। জানা যায়, এই অনন্যসাধারণ সংগ্রহের অনুপ্রেরণা নেওয়া হয়েছে সোয়ারভস্কির বিখ্যাত মিলেনিয়া জুয়েলারি কালেকশন থেকে। নতুন সংগ্রহ নিয়ে বেশ উচ্ছ্বসিত কিম। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এই কোলাবরেশনের মাধ্যমে ব্যক্তিগত সৃজনশীলতাকে উদ্‌যাপন করার পাশাপাশি আমাদের প্রতিদিনের পোশাকে আরও বেশি গ্ল্যামার আনতে চেয়েছি। এখানের প্রতিটি আইটেমই অনেক বেশি স্বপ্নময়। আশা করি, আমি যতটা এ সংগ্রহটি ভালোবেসেছি, অন্যরাও ঠিক ততটাই ভালোবাসবে। সবার প্রতিক্রিয়া দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

স্কিমস ও সোয়ারভস্কি কোলাবরেশনের দাম কেমন হবে, তা এখনো জানা যায়নি। ৭ নভেম্বর প্রশান্ত মহাসাগরীয় সময়ে ঠিক সকাল ছয়টায় স্কিমসের অফিশিয়াল ওয়েবসাইটে লঞ্চ হবে বহুল প্রতীক্ষিত এই সংগ্রহ। এ ছাড়া বিশ্বব্যাপী সোয়ারভস্কির সব স্টোর এবং নির্দিষ্ট কিছু বিলাসবহুল ফ্যাশন স্টোরে এই কালেকশন পাওয়া যাবে।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৮: ২৯
বিজ্ঞাপন