শরতের স্নিগ্ধতায় সারা’র পূজা সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

‘সারা’র পূজার কালেকশনে এবারের থিম—মান্ডালা আর্ট। ডিজাইনের ক্ষেত্রে উৎসব, ঋতু, সময়, ক্রেতার বয়স ও ক্রয়ক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুতি, ভিসকস, জর্জেট ও সিল্ক ফেব্রিকে তৈরি ‘সারা’র পোশাকগুলো বিভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে।

থিমের সঙ্গে মিল রেখে ডিজাইন, পোশাকের প্যাটার্ন ও মোটিফের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চক্রে আঁকা শিল্প। পোশাকের জমিনে প্রাধান্য পেয়েছে সাদা, লাল, কমলা, রয়্যাল ব্লু, কালো ছাড়া আরও সব চোখ জুড়ানো রং।

বিজ্ঞাপন

এ বছর ‘সারা’র পূজা কালেকশনে নারীদের জন্য কুর্তি, ফ্যাশনেবল টপস, থ্রি–পিস, সিঙ্গেল কুর্তি, কাফতান ও শাড়ি রয়েছে। এ ছাড়া পার্টিওয়্যার, এক্সক্লুসিভ প্রিন্টেড শাড়ি, প্রিন্টেড থ্রি–পিস, টপস ও প্রিন্টেড কাফতানও থাকছে।

অন্যদিকে পুরুষদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট ও টি-শার্ট। এ ছাড়া চিনো ও ডেনিম কালেকশনও রয়েছে। এ আয়োজনে মেয়েশিশুদের জন্য ব্র্যান্ডটি নিয়ে এসেছে টপস, কুর্তি, ফ্রক, থ্রি–পিস, টু পিস, লেহেঙ্গা ও পার্টি ফ্রক। আর ছেলেশিশুদের জন্য থাকছে বয়েস সেট, পাঞ্জাবি, টি-শার্ট, সিঙ্গেল শার্ট ও সিঙ্গেল প্যান্ট।

বিজ্ঞাপন

মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ৪ হাজার ৫০০ টাকার মধ্যে পূজা কালেকশনের এসব পোশাক কিনতে পারবেন ক্রেতারা। আউটলেটের পাশাপাশি ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট থেকে।

ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম থেকেও ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও অর্ডার করা পণ্য ডেলিভারি পাওয়ার সুবিধা রয়েছে।

ছবি: সারা লাইফস্টাইল

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৫: ০০
বিজ্ঞাপন