ট্রেন্ড আর আরামের বিবেচনায় লা রিভের বটম সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

স্টাইলে নিজের ব্যক্তিত্ব ও পছন্দ ফুটিয়ে তুলতে ফ্যাশনিস্তারা প্রায়ই বেছে নেন কামিজ, টিউনিক বা টপসের মত সিঙ্গেল পিস। এই পোশাকগুলোর সঙ্গে মানানসই সালোয়ার, পালাজ্জো, স্কার্ট বা লেগিংস ম্যাচ করতে গিয়ে প্রায়ই পড়তে হয় বিড়ম্বনায়। এই ভাবনা থেকেই দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে নারীদের ট্রেন্ডি বটমস কালেকশন।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘নিত্যদিনের ফ্যাশনে রুচি, আধুনিকতা এবং ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে বটমস খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন নতুন নতুন স্টাইলের জন্য এই সময়ের তরুণীরা আর একাধিক কামিজ বা টপে নির্ভরশীল নন। কেবল বটমস পরিবর্তন করেও এখন আয়োজন অনুযায়ী ট্রেন্ডি স্টাইল-স্টেটমেন্ট তৈরি করা সম্ভব।

বিজ্ঞাপন

তিনি বলেন, একটি টপ বা টি–শার্টের সঙ্গে হারেম প্যান্ট পরলে অনায়াসেই রিল্যাক্স ক্যাজুয়াল ভাইব চলে আসে। টপ টাকড ইন করে কাঁধে রঙিন ঝোলা ব্যাগ ম্যাচ করলেই বোহেমিয়ান লুক আসে, যা এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট স্টাইলের একটি। বিচ হলিডে বা রিসোর্ট লুক আনার জন্য ওই টপের সঙ্গে মানানসই স্কার্ট পরে নিলেই ট্রেন্ডি হলিডে স্টাইল তৈরি হয়ে যায়। একই টপের সঙ্গে টাকড ইন করে ফর্মাল বা কুলোটস প্যান্ট পরলে রুচিশীল ও আধুনিক অফিস বা করপোরেট লুক তৈরি করা সম্ভব। স্টাইলের ভেরিয়েশনের জন্য বটমই যথেষ্ট।  এই কালেকশনের মাধ্যমে লা রিভ ফ্যাশনিস্তাদের এই বার্তাই দেওয়ার চেষ্টা করেছে।’

লা রিভ বটমস কালেকশনে আছে স্কার্ট, হারেম ও কুলোটস প্যান্টস, লেগিংস, স্ট্রেইট-কাট ও বেল-বটম স্টাইল পালাজ্জো। ভিসকস, ব্লেন্ডেড কটন ও ক্রেপ সিল্কে তৈরি এই বটমে প্রাধান্য পেয়েছে আরাম ও ট্রেন্ডি প্রিন্ট। ঘরে, অফিসে এমনকি পার্টিতেও এই বটমগুলো যেকোনো সিঙ্গেল পিস টপের সঙ্গে মানিয়ে যাবে।  

বিজ্ঞাপন

বটমস কালেকশনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো সহজ ব্যবহার-উপযোগিতা। সাইড পকেট, স্ট্যান্ডার্ড ফিট, ইলাস্টিক দেওয়া ওয়েস্ট-লাইন, বেল্ট ও ট্যাসেল-কর্ডের ব্যবহার এই স্টাইলগুলোকে ট্রেন্ডি ও আরামদায়ক করে তুলেছে।

লা রিভের নতুন বটম সংগ্রহ এরই মধ্যে পৌঁছে গেছে সব স্টোরে। অনলাইনে কিনতে ব্রাউজ করা যেতে পারে লা রিভের ওয়েবসাইটে । মেসেঞ্জারেও অর্ডার করা যেতে পারে।

ছবি: লা রিভ

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১৭: ৪৬
বিজ্ঞাপন