লা রিভের ‘দ্য কালার অব ট্র্যাডিশন’
শেয়ার করুন
ফলো করুন

উজ্জল রং ও উৎসবধর্মী ডিজাইনে পূজার একটি কালেকশন লঞ্চ করেছে দেশের অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। এই কালেকশনে ফ্যাশনের আধুনিক ট্রেন্ড ও ঐতিহ্যবাহী উৎসবের আমেজের দারুণ সমন্বয় করেছে ব্র্যান্ডটি।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘পূজার ফ্যাশনে উৎসব–পর্ব অনুযায়ী রঙের রূপান্তর আমাদের সব সময়ই মুগ্ধ করে। সকালের পূজায় কোমল, মিনিমাল রং সন্ধ্যার আরতি ও রাতের মণ্ডপ ভ্রমণের সঙ্গে সঙ্গে উজ্জ্বলতর হতে থাকে। এই কারণেই লা রিভ পূজা কালেকশনের থিম “কালার অব ট্র্যাডিশনস” বা ঐতিহ্যের রং।’

বিজ্ঞাপন

ডাস্টি পিঙ্ক, ক্রিম, বেজ, সাদা, অ্যাশ, হলুদ, সোনালি, লাল, মেরুন, নীল, পিকক ব্লু, অ্যাকুয়া গ্রিন, কালো, কমলা, সবুজের বোল্ড শেড প্রাধান্য পেয়েছে পূজার এই কালেকশনে। ফিউশনের জন্য চলতি ফ্যাশনের জনপ্রিয় প্যাটার্ন যেমন ড্রামাটিক স্লিভস, স্ট্যান্ড কলার, ভি ও মকনেক, ফ্লেয়ার্ড হেম, লং লেংথ, শ্রাগ-স্টাইল লেয়ার বেছে নেওয়া হয়েছে।

পার্টি স্টাইলগুলোয় যোগ হয়েছে ভারী কারচুপি, মানানসই এমব্রয়ডারি, পিনটাক, প্যাচওয়ার্ক ডিটেইলস, টাইকর্ড ও ট্যাসেল। এই সময়ের ট্রেন্ডি প্রিন্ট যেমন হায়ারলুম ফ্লোরালস, প্যাচওয়ার্ক-ইনস্পায়ার্ড ট্রাইবাল, ভিনটেজ ও ফ্লোরাল প্যাচ, পেইন্টারলি ও টোনাল ব্লক, জিওমেট্রিক মোটিফ রিপিটেশনও এই কালেকশনে দেখা যাবে।

বিজ্ঞাপন

লা রিভের পূজা ২০২৩ কালেকশনে ছেলে, মেয়ে, কিশোর–কিশোরী, নবজাতক—সবার জন্য পোশাক ডিজাইন করা হয়েছে। নারীদের জন্য মিড, লং ও শ্রাগ-স্টাইল টিউনিক, কামিজ, সালোয়ার–কামিজ, শ্রাগ, ম্যাচিং টপস, স্কার্ট ও ম্যাচিং বটমস ডিজাইন করা হয়েছে। পার্টি ও অন্যান্য অনুষ্ঠানে পরার জন্য এক্সক্লুসিভ মসলিন, হাফসিল্ক ও কটন শাড়ি ডিজাইন করা হয়েছে।

পুরুষের জন্য এক্সক্লুসিভ আর্ট সিল্ক পাঞ্জাবি, টুইন-ফিটেড কটন ও ভিসকস পাঞ্জাবি, ক্ল্যাসিক পায়জামা ও স্মার্টফিট পায়জামা প্যান্টস, ফুলস্লিভ শার্ট, টি–শার্ট ও পোলো শার্ট বাছাই করেছে ব্র্যান্ডটি।

পূজায় মা–বাবার সঙ্গে ম্যাচিং করে পরার পোশাক পাওয়া যাবে কিডস ও টিন কালেকশনে। সঙ্গে নারী-পুরুষের ম্যাচিং কম্বোও রয়েছে। টিন ও শিশুদের জন্য টিউনিক, শার্ট, টপস, ফ্রক, টি–শার্ট, পোলো, পাঞ্জাবি ও ট্রেন্ডি বটমস কালেকশনে যোগ হয়েছে পূজার উৎসব উপযোগী ডিজাইন।

পোশাকের পাশাপাশি লা রিভ হোম, অ্যাকসেসরিজ, জুয়েলারি, হ্যান্ডব্যাগ ও ফুটওয়্যার সেগমেন্টে পূজা উপলক্ষে নতুন ডিজাইন যোগ হয়েছে। লা রিভ পূজা কালেকশন ইতিমধ্যে পৌঁছে গেছে খুলনা, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ ঢাকার প্রতিটি স্টোর ও অনলাইনে। ঘরে বসে সহজে কেনাকাটা করতে ডাউনলোড করতে পারেন লা রিভ অ্যাপ।

ছবি: লা রিভ

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬: ০০
বিজ্ঞাপন