চুলের সাজে ফিরেছে স্টোন স্টাইল
শেয়ার করুন
ফলো করুন

স্টোন বা জেমস স্টাইল কী

মেকআপ ও চুলের সাজে চকচকে স্টাইল ট্রেন্ডি ছিল নব্বইয়ের দশক থেকে শুরু করে ২০০০ সালের শুরুর দিক পর্যন্ত। সেই সময়ের অনেক ফ্যাশনই কিছুটা নতুন রূপে ফিরেছে। সহজ করে বললে, রাইন স্টোন বা স্টাইলিংয়ে চকচকে পাথর চুলে ব্যবহার করে এই বিশেষ ধরনের স্টাইল করা হয়।

দিন নাকি রাতের অনুষ্ঠানে

স্টোন স্টাইলে চুলের সাজে থাকে চকচকে ভাব। তাই অনেকেই দিনের সাজে এই হেয়ার স্টাইল এড়িয়ে যান। রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, মিনিমাল ভাবেও কিন্তু রাইন স্টোন চুলে ব্যবহার করা যাবে। এ ছাড়া সাদা রং ছাড়াও গাঢ় রঙের স্টোন জায়গা পেয়েছে ট্রেন্ডে। এই রংগুলো খুব বেশি চকচকে দেখাবে না।

স্টোন ব্যবহার করে সমসাময়িক কিছু হেয়ার স্টাইল নিয়ে হাল ফ্যাশনের সঙ্গে কথা বলেছেন রূপবিশেষজ্ঞ শারমিন কচি।

স্লিট ব্যাক স্টাইল

স্লিট ব্যাক হেয়ার স্টাইল বেশ কয়েক বছর ধরে বেশ জনপ্রিয়। স্লিট ব্যাক স্টাইলে মাঝ বরাবর সিঁথি করে চুল পেছনে বাঁধা হয়। সিঁথির দুই পাশের চুল রাইন স্টোন দিয়ে সাজানো হয়। রাতের জমকালো অনুষ্ঠানের জন্য এ ধরনের চুলের সাজ মানানসই হবে। শাড়ি, কামিজ বা পশ্চিমা পোশাকের সঙ্গে এই হেয়ার স্টাইল করা যাবে।

হেয়ারলাইন স্টাইল

খুব মিনিমাল সাজ পছন্দ হলে হেয়ারলাইন স্টাইল বেছে নেওয়া যায়। কপালের কাছের চুলের অংশে লম্বা করে স্টোন ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে কিছুটা হালকা করে খোঁপা বা পনিটেলের সঙ্গে হেয়ার স্টাইলটি করতে হবে। এতে স্টোনগুলো নিখুঁতভাবে বোঝা যাবে। পশ্চিমা পোশাকের সঙ্গে এমন চুলের সাজ ভালো লাগবে।

বিজ্ঞাপন

বান স্টাইল

এভাবে চুল বাঁধা খুবই পরিচিত একটি চুলের সাজ। তবে খোঁপায় রাইন স্টোনের ব্যবহারে আনা যায় ভিন্নতা। খোঁপাজুড়ে ছোট ও বড় আকারের স্টোন পছন্দমতো ব্যবহার করা যাবে।

ক্লিপ স্টাইল

ছোট চুলের জন্য এ স্টাইলটি দারুণ মানাবে। লেয়ার্ড বব, দ্য লব, ব্লান্ট এন্ডস, বক্স ববের মতো ছোট চুলের কাটের সঙ্গে কানের পাশের ক্লিপ স্টাইলে রাইন স্টোন ব্যবহার করা যাবে।

জিগজ্যাগ স্টাইল

নব্বই দশক থেকে ২০০০ সালের দিকে এই হেয়ার স্টাইল ছিল দারুণ জনপ্রিয়। মাঝ বরাবর বা পাশে জিগজ্যাগ স্টাইলে সিঁথি করে স্টোন ব্যবহার করা যায়। সোজা সিঁথি করেও তাতে স্টোন ব্যবহার করা যায়।

চুলের ঢেউয়ে স্টোন

লম্বা চুলে ওয়েভ করলে ভাঁজে ভাঁজে স্টোন ব্যবহারে পুরো চুলেই আসবে ভিন্নতা। খোলা চুলে সাধারণ চুলের সাজটিও হয়ে উঠবে অসাধারণ।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন