ভারমিলিয়নের ক্যানভাসে আঁকা শরৎ ও পূজার ছবি
শেয়ার করুন
ফলো করুন

পূজা তো প্রায় চলেই এল। কেনাকাটার ধুম পড়েছে চারদিকে৷ পূজা মানেই যেন লাল-সাদা। একটু ভিন্ন আবহে অন্য রংগুলোকে প্রাধান্য দিয়ে শারদ সংগ্রহ সাজিয়েছে ফ্যাশন হাউস  ‘ভারমিলিয়ন’। শরত ও পূজার উৎসবমুখর আবহকে ধরে রাখতে এনেছে আকর্ষণীয় সব পোশাক—তাদের বাহারি সব নাম।

পূজার পাঁচটি দিনের অন্তত এক দিন শাড়ি পরা চাই-ই। এমনকি যাঁরা শাড়ি পরে অভ্যস্ত নন, তাঁরাও মেনে চলেন এই নিয়ম। ক্রেতাদের এই চাহিদার কথা মাথায় রেখে এবারে ভারমিলিয়নের শারদ সংগ্রহে আছে বেশ কিছু শাড়ি।

বিজ্ঞাপন

বিভিন্ন রঙের ডোরাকাটা দিয়ে পুরো শাড়িতে নকশা করে তার নাম রাখা হয়েছে ‘ডোরা’। বিভিন্ন রঙের সংমিশ্রণ  হলেও শরতে আধিপত্য দেখানো নীল রং প্রাধান্য পেয়েছে এই শাড়িতে। বেলিফুলের সুবাস আর তার সৌন্দর্য বাতাসে ছড়িয়ে দিতে ভারমিলিয়নের শারদ আয়োজনের আরেকটি সংযোজন ‘বেলি’। আকাশি আর বেগুনির দারুণ সমন্বয় এই শাড়ি। তা ছাড়া পাড় ও আঁচলের বেলিগুলো যেন স্নিগ্ধতা ও সুবাস ছড়িয়ে যাচ্ছে সারাক্ষণ।

পূজার পোশাকে গ্রামীণ চিত্রকলা, স্থানীয় সংস্কৃতির ছোঁয়াও যেন আবশ্যক।  লোকজ চিত্রকলায় মধুবনী চিত্র একটি অতি পরিচিত নাম। সেই মধুবনী চিত্রের মোটিফ দিয়ে শাড়ির পাড় আর আঁচলে নকশা করা হয়েছে। আর শাড়ির জমিনে রয়েছে জলছাপের লোকজ মোটিফ। ভারমিলিয়নের শারদ আয়োজনের এই শাড়ির নাম ‘মধুবনী’।
অফ হোয়াইট আর ম্যাজেন্টাকে প্রাধান্য দিয়ে ভারমিলিয়ন এনেছে ‘রজনী’।

বিজ্ঞাপন

টেরাকোটায় যেমন খোদায় করে নকশা হয়, তেমনি কাপড়ের বুননে হয় হরেক নকশার কারুকাজ।  এমনই এক চিন্তা থেকে শাড়ির পাড়ে আর আঁচলে নানা রঙের নকশার মেলবন্ধন এই শাড়ি। তা ছাড়া ভক্তি, স্থিতি আর শান্তির আবেশে উৎসবের দিনে নিজেকে স্নিগ্ধতায় ভরিয়ে রাখতে আছে ‘বীণা’। এই শাড়িতে ভারমিলিয়নের নিজেদের তৈরি সিল্ক ও মসলিন কাপড় ব্যবহার করা হয়েছে।

পূজায় ভক্তির সঙ্গে জমে উঠে প্রেমও। তাই শাড়ি ও ব্লাউজের নকশা ও রঙের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে পাঞ্জাবিও। বাঙালি উৎসবে বনেদিয়ানা আর আভিজাত্য ফুটিয়ে তুলতে শাড়ি-পাঞ্জাবির জুড়ি মেলা ভার।

শাড়ি বেশ ক্লাসিক ও আভিজাত্যের পোশাক হলেও, অল্প বয়সী মেয়েরা নানা ফিউশনের আরামদায়ক পোশাক পরতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। দশমী ছাড়া বাকি ৪ দিন আড্ডা, বেড়ানো, আতিথেয়তা-আপ্যায়নে চাই স্বাচ্ছন্দ্য। তাই শাড়ির পাশাপাশি ভারমিলিয়ন শারদ সংগ্রহে সমান গুরুত্ব পেয়েছে সালোয়ার-কামিজ, লং জামা, ক্রপটপ ও স্কার্ট।

ভারমিলিয়নের তরফ থেকে ফেরদৌস আরা জানান, আরাম এবং স্বাচ্ছন্দ্যের কথা ভেবে এবার ‘ভারমিলিয়ন কটন’–এ এসব পোশাক তৈরি করা হয়েছে।

ছবি: ভারমিলিয়ন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৫: ০০
বিজ্ঞাপন