‘ওয়ান্ডার ওম্যান’কে ছাড়িয়ে ‘বার্বি’ এখন কোনো মহিলা পরিচালকের প্রথম ছবি, যার মাত্র তিন সপ্তাহে বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয়েছে। সপ্তাহান্তে কেবল যুক্তরাষ্ট্র ও কানাডার ৪ হাজার ১৭৮টি সিনেমা হলে আরও ৫৩ মিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয়েছে। তাতেই গ্রেটার মাথায় বিলিয়ন ডলার পরিচালকের মুকুট উঠে পড়ছে। কমস্কোরের হিসাব অনুসারে ‘বার্বি’র মোট ব্যবসা ১ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। ‘বার্বি’র কাহিনিও লিখেছন গারউইক, তবে যৌথভাবে। ২১ জুলাই বিশ্বব্যাপী রিলিজ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এটি টপ চার্টের শীর্ষে আছে। দেশেও কোনো কোনো শোতে টিকিট পাওয়া কঠিন হচ্ছে দর্শকদের।
বক্স অফিসে এখন পর্যন্ত ২৮ পরিচালকের ৫৩টি মুভি বিলিয়ন ডলারের ব্যবসা করেছে। তবে এর আগে কোনো মহিলা পরিচালকের একক পরিচালিত মুভির শীর্ষ ব্যবসাসফল ছিল ‘ওয়ান্ডার ওম্যান’। এটি ব্যবসা করেছে ৮২১ দশমিক ৮ মিলিয়ন ডলার। এ ছাড়া বিলিয়ন ডলার ক্লাবে আরও তিনটি মুভির যৌথ মহিলা পরিচালক ছিলেন। এগুলো হলো জেনিফার লি সহপরিচালিত ‘ফ্রোজেন’ (১.৩ বিলিয়ন), ‘ফ্রোজেন-২’ (১/৪৫ বিলিয়ন) ও ‘ক্যাপ্টেন মার্ভেল’ (১.১ বিলিয়ন), যার সহপরিচালক ছিলেন অ্যানা বোডেন। তবে উত্তর আমেরিকার বাজার ধরলে ‘বার্বি’ই এখন শীর্ষে (৪৫৯.৪ মিলিয়ন), যা আগে ‘ক্যাপ্টেন মার্ভেল’–এর দখলে ছিল (৪২৬.৮ মিলিয়ন)।
এ সপ্তাহান্তে মুক্তিপ্রাপ্ত এনিমেটেড ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টল’ আর ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’ও ভালো ব্যবসা করেছে। অন্যদিকে ‘বার্বি’র সঙ্গে একই দিনে মুক্তিপ্রাপ্ত বায়োপিক ‘ওপেনহাইমার’ বিশ্বব্যাপী ৫০০ মিলিয়ন ডলার ব্যবসার মাইলফলক অতিক্রম করেছে।
এ সময়ের অন্যতম মেধাবী চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী গ্রেটার পরিচালিত তৃতীয় সিনেমা হলো ‘বার্বি’। এর আগে তিনি ‘লেডি বার্ড’ ও লুইসা মে অ্যালকটের কালজয়ী উপন্যাস অবলম্বনে ‘লিটল ওম্যান’ নামে দুটি মূলধারার সিনেমা পরিচালনা করেছেন। ‘লেডি বার্ড’ সিনেমার জন্য তিনি ইতিহাসের পঞ্চম নারী হিসেবে শ্রেষ্ঠ পরিচালকের বিভাগে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।
‘বার্বি’ সিনেমার মাধ্যমে গ্রেটা ফেমিনিজম বা নারীবাদের গুরুগম্ভীর ও বিতর্কিত বিষয়গুলো স্যাটায়ার বা হাস্যরসাত্মক চিত্রায়ণে ফুটিয়ে তুলেছেন। পিতৃতন্ত্র বা মাতৃতন্ত্রকে ছাপিয়ে সমানাধিকারের এক পৃথিবীতে সম্ভাবনা আর স্বাভাবিকতার সংজ্ঞা খুঁজতে গিয়ে কল্পনায় শাণ দিয়েছেন গ্রেটা। বিশ্বের সবচেয়ে প্রভাবিত পুতুল ‘বার্বি’কে পুঁজি করে গ্রেটার সম–অধিকারের দুনিয়া দেখানো প্রচেষ্টা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
এ সিনেমার সাফল্যে গ্রেটার পাশাপাশি ভূমিকা রেখেছেন মার্গো রবি, রায়ান গসলিং, আমেরিকা ফেরেরা, মাইকেল সেরার মতো অভিনয়শিল্পীরা। এ ছাড়া অভিনব মার্কেটিং ক্যাম্পেইন তো আছেই। পুরো দুনিয়ার পপ কালচার বদলে দিয়েছে এই সিনেমা।
‘বার্বি’র সাফল্য প্রমাণ করেছে, সিনেমাপ্রেমী দর্শক ভালো সিনেমার জন্য হলে যেতে রাজি আছেন। এবং তাঁরা ‘বার্বি’কে ২০২৩ সালের দ্বিতীয় ছবি হিসেবে বিলিয়ন ডলার ক্লাবের গর্বিত সদস্য বানিয়েছেন।
বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সব শাখা ও ব্লকবাস্টার সিনেমাসে প্রদর্শিত হচ্ছে এই সিনেমা।
ছবি: রয়টার্স ও ইনস্টাগ্রাম