ট্রেন্ডিং প্রিন্টস্টোরি ও ভালো মানের উপকরণকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে লা রিভ উইন্টার–২০২৩ কালেকশন। প্রিন্টস্টোরির মূল অনুপ্রেরণা পৃথিবীর অদম্য নিরাময়শক্তি বা হিলিং পাওয়ার। শীত প্রকৃতির সবচেয়ে বড় রূপান্তর কাল। তেমনি মাটি, পানি, আগুন, বায়ু ও আকাশের মাধ্যমে পৃথিবীও প্রতিদিন নিজেকে নিরাময় করে চলছে। এই আন্তপারস্পরিক সম্পর্ক ও উপাদানগুলোই এবারের প্রিন্টস্টোরির মূল অনুপ্রেরণা। প্রধান কালার প্যালেটে উঠে এসেছে কম্পোস্ট/সার, শেওলা, পান্না, কমলা, বাদামি, গেরুয়া, ফন, টিক উড, বেগুনি, টিম্বার, প্যাস্টেল ইয়েলো, ডাস্টি রোজ, লাটে, হেজেল, চেরি রেড, গ্রে ও কালো রং। জোর দেওয়া হয়েছে সাসটেইনেবল উপকরণের ব্যবহারে।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘শীত উপলক্ষে লাইট, লেয়ার ও হেভি উইন্টারওয়্যার—এই তিন ভাগে কালেকশন লঞ্চ করেছে লা রিভ। লাইট উইন্টারের জন্য আমরা ডেনিমের কালেকশন ‘ইন্ডিগো ভাইবস’ লঞ্চ করেছি। ওপেন ফ্রন্টের নানা বৈচিত্র্যময় ডিজাইন এসেছে। কিছু কিছু জ্যাকেটে মিনিমাল কারচুপি ও এমব্রয়ডারির কাজ করা হয়েছে। লেয়ারিংয়ের জন্য শাল ও পঞ্চোর নজরকাড়া ডিজাইন আনা হয়েছে। হেভি উইন্টারের জন্য আছে ব্লেজার, জ্যাকেট, সোয়েটশার্ট, হুডি ইত্যাদি। এবারের কালেকশনে প্রিন্টের পাশাপাশি বেস্ট-কোয়ালিটি ম্যাটেরিয়াল ও ফেব্রিকে বেশি জোর দিয়েছি আমরা। হাউন্ডসটুথ, চেক ও প্লেইড, মেশ ও টাফেটা, পাফ, কুইল্ট ফেব্রিকে তৈরি উইন্টার স্টাইলগুলো নারী, পুরুষ, টিনএজার, শিশুসহ সব বয়সের ক্রেতাকে শীতের কাঙ্ক্ষিত উষ্ণতা ও স্টাইল দুটোই এনে দেবে বলে আমি বিশ্বাস করি।’
লা রিভ উইন্টার উইমেনজ কালেকশনে শীতপোশাকের সঙ্গে মানানসই লং, মিডি ও র্যাপ টিউনিক এবং ফিট অ্যান্ড ফ্লেয়ার টপস ডিজাইন করা হয়েছে। শীত উপলক্ষে স্টাইলিশ জ্যাকেট পেয়েছে প্রাধান্য। কাজ করা শাল, ল্যাপেল, র্যাপ, ওপেন ফ্রন্ট জ্যাকেটের পাশাপাশি এবারই নতুন ট্রেঞ্চ-স্টাইল জ্যাকেট লঞ্চ করেছে লা রিভ। অফিস, পার্টি ও ক্যাজুয়াল অকেশনে পরার উপযোগী সোয়েটার, সোয়েটশার্ট ও কার্ডিগানের পাশেই দেখা যাবে ট্রেন্ডি পঞ্চো ও শালের ইউনিক সব ডিজাইন। ক্যাজুয়াল কালেকশনে যোগ হয়েছে নতুন জাম্পস্যুট, সালোয়ার-কামিজ ও শ্রাগ।
উইন্টার–২০২৩ মেনজ কালেকশনে এবারের ফিচার স্টাইল জ্যাকেট। কার্গো, বাইকার-স্টাইল, বোম্বার, হুডি ও ডেনিম জ্যাকেটের পাশাপাশি হুডেড উইন্ডব্রেকারের সমারোহ সব পুরুষ ক্রেতাকে মুগ্ধ করবে বলে আশাবাদী লা রিভ। শার্ট স্টাইলের জ্যাকেট বা শ্যাকেটও রয়েছে আয়োজনে। আরও আছে উল ও জ্যাকেট স্টাইলের ভেস্ট, সোয়েটার, হুডি ও বোম্বার-স্টাইল সোয়েটশার্ট ও কার্গোস্টাইল হুডি। খেলাপ্রেমীদের জন্য অ্যাকটিভওয়্যার বিভাগে রাগনাল স্লিভ হুডি সোয়েটশার্ট সংযোজন করা হয়েছে। আরও থাকছে ফুল-স্লিভড টি–শার্ট ও পোলো শার্ট।
লা রিভ উইন্টার কালেকশনের দুটি জনপ্রিয় ক্যাটাগরি; ব্লেজার ও ডেনিম কালেকশন এবারও ক্রেতাদের মুগ্ধ করবে। ইন্ডিগো ভাইবস নামের ডেনিমের নতুন কালেকশনে আছে জ্যাকেট, শ্যাকেট, শার্ট, টিউনিক, টপসের নতুন সব ডিজাইন। সারা বছর যেকোনো আয়োজনে পরার মতো পুরুষদের ব্লেজার পাওয়া যাবে এই উইন্টার কালেকশনে।
টিনএজার ও শিশুদের কালেকশনে আছে সোয়েটার, কার্ডিগান, হুডি, জ্যাকেট, সোয়েটশার্ট, সোয়েটপ্যান্ট ও শীত উপযোগী টি–শার্ট ও পোলো শার্ট। পাশাপাশি নতুন শার্ট, টি–শার্ট, ফ্রক, টিউনিক তো আছেই। শীতের অনুষঙ্গ বিভাগে যুক্ত হয়েছে ম্যাচিং মাফলার ও বিনি ক্যাপ।
পোশাকের পাশাপাশি লা রিভ হোম, অ্যাকসেসরিজ, জুয়েলারি, হ্যান্ডব্যাগ ও ফুটওয়্যার সেগমেন্টে উইন্টার উপলক্ষে নতুন ডিজাইন যোগ হয়েছে। লা রিভ উইন্টার–২০২৩ কালেকশন ইতিমধ্যে পৌঁছে গেছে খুলনা, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ ঢাকার প্রতিটি স্টোর ও অনলাইনে (www.lerevecraze.com)। ঘরে বসে সহজে কেনাকাটা করতে ডাউনলোড করতে পারেন লা রিভ অ্যাপ। বিস্তারিত জানতে লগইন করুন লা রিভের অফিশিয়াল ফেসবুক পেজ www.facebook.com/lerevecraze.
ছবি: লা রিভ