শারদীয় আয়োজনে দেশীয় ব্র্যান্ড কে ক্র্যাফট
শেয়ার করুন
ফলো করুন

প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গাপূজা সামনে রেখে বিশেষ সংগ্রহ নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট। পূজাকে কেন্দ্র করে যেমন চলছে নানা প্রস্তুতি, তেমনি এই উৎসবে নতুন পোশাক তো থাকবেই। ষষ্ঠী থেকে দশমী—পাঁচ দিনের এই উৎসবকে আনন্দময় করতে নতুন পোশাকের রয়েছে বিশেষ ভূমিকা। তাই বিভিন্ন ধরনের নকশা ও ট্রেন্ডি প্যাটার্নের বৈচিত্র্যময় পোশাক নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

পূজা উৎসবকে আরও বর্ণিল করার প্রয়াসে শারদীয়কেন্দ্রিক নানা মোটিফের অনুপ্রেরণা এবং বিচিত্র রঙের বিন্যাসে চলমান ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করা হয়েছে এই কালেকশন। এ ছাড়া পোশাকে থাকছে ফ্লোরাল, ওয়াটার লিলি, ট্রাইবাল, আলাম, ইক্কত, মোগল, ট্র্যাডিশনাল ও মিক্সড মোটিফের ব্যবহার। প্যাটার্নেও ভিন্নতা আনা হয়েছে। ক্ল্যাসিকের সঙ্গে রেট্রো লুকের কম্বিনেশন বাড়িয়েছে নতুন মাত্রা। এ ছাড়া ট্র্যাডিশনাল প্যাটার্নেও করা হয়েছে নানান পোশাক।

বিজ্ঞাপন

এ আয়োজনে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক, কোটি, স্কার্ট ও অন্যান্য বটমওয়্যার। ছেলেদের জন্য রেগুলার ও ফিটেড পাঞ্জাবি রয়েছে। এ ছাড়া থাকছে কাট বেজড একরঙা পাঞ্জাবিও। পাঞ্জাবির সঙ্গে পরার জন্য পূজা কালেকশনে রয়েছে কাতান, সিল্ক ও কটন কাপড়ে হালকা ও ভারী প্রিন্ট করা কোটি। এ ছাড়া পাওয়া যাবে স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া, পোলো শার্ট ও টি–শার্ট।

মেয়েশিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে সালোয়ার-কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট ও অন্যান্য পোশাকের সেট। ছেলেশিশুদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, কোটি, ফতুয়া, পোলো শার্ট, টি–শার্টসহ নানা আয়োজন। প্রতিটি পোশাকের প্যাটার্ন ও রঙে উৎসবের আমেজ দেখা যাবে।

ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মতো। অর্থাৎ মা ও মেয়ের মিলিয়ে পরার মতো সালোয়ার–কামিজ, কুর্তি; বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, কোটি, শার্ট। এ ছাড়া যুগলদের জন্যও রয়েছে বিশেষ পোশাক।

পোশাকের জন্য ফেব্রিক নির্বাচনে উৎসবভিত্তিক পরিবেশ ও আরামকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে সুতি, হ্যান্ডলুম কটন, সুইস কটন, লিনেন, হাফ সিল্ক, জর্জেট, সিল্ক, মম সিল্ক, ডুপিয়ন সিল্ক, কাতান, এলেক্স, অরগাঞ্জা ফেব্রিক রয়েছে। যা স্বাচ্ছন্দ্যের পাশাপাশি আরও আকর্ষণীয় করে তুলবে উৎসবের লুক। পোশাকগুলোতে মিডিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট আর কারচুপির কাজ।

বিজ্ঞাপন

পোশাকে রং নির্বাচনে গুরুত্ব পেয়েছে রেড, পিঙ্ক, চেরি পিঙ্ক, পাউডার পিঙ্ক, মেরুন, ম্যাজেন্টা, হোয়াইট, অফ হোয়াইট, ক্রিম, ব্রিক রেড, অরেঞ্জ, স্যালমন অরেঞ্জ, টেন ব্রাউন, মেরি গোল্ড, ল্যাভেন্ডার, নেভি, কোরা, কোরাল রেড, ক্রিমসন রেড।

পূজা আয়োজনের সব পোশাক কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সব শোরুম ছাড়াও অনলাইন শপ থেকে কেনা যাবে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।

ছবি: কে ক্র্যাফট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫: ০০
বিজ্ঞাপন