সুতি ও আরামদায়ক বসন্তের সংগ্রহ নিয়ে ওয়্যারহাউস
শেয়ার করুন
ফলো করুন

ফাল্গুনে শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতি রঙিন সাজে সেজে ওঠে। ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রকৃতির আয়োজনের যেন অন্ত নেই। পয়লা ফাল্গুনে বসন্তকে বরণ করতে বাঙালি তরুণ-তরুণীরাও সাজেন বাহারি সাজপোশাকে। বাংলা পঞ্জিকার পয়লা ফাল্গুন, গ্রেগরীয় বর্ষপঞ্জিকায় ১৪ই ফেব্রুয়ারি, মানে বিশ্ব ভালোবাসা দিবস। সরস্বতী পূজাও সেদিন। অর্থাৎ এক দিনেই তিনটি বিশেষ উৎসব। তরুণ-তরুণীরা, বিশেষ করে টিনএজার ও কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের মধ্যে এই উৎসবগুলোর আমেজ থাকে সবচেয়ে বেশি। আর এমন উপলক্ষে নিজেকে আকর্ষণীয় লুকে উপস্থাপন করতে চাই রুচিশীল, ফ্যাশনেবল ও আরামদায়ক পোশাক।

বসন্তের পালে হাওয়া দিতে সঙ্গী হতে পারে ওয়্যারহাউসের ছিমছাম ও রঙিন ফ্যাশনেবল পোশাকগুলো। দেশীয় এই ফ্যাশন ব্র্যান্ডের ফাল্গুন সংগ্রহে আছে কুর্তি, জাম্পস্যুট, আংরাখা, শার্ট ও পালাজ্জো। নকশায় প্রাধান্য পেয়েছে ফুল, আইসক্রিম, ইমোজি ও ট্রাক প্রিন্ট।

বিজ্ঞাপন

ওয়্যারহাউস বরাবরের মতোই নির্দিষ্টভাবে একটি উৎসবের মোটিফে ডিজাইন না করে, বরং পোশাকগুলো যেন সব জায়গায় সব আয়োজনে পরা যায়, সেভাবে ডিজাইন করেছে। তবে বসন্ত ও সরস্বতী পূজার উপযোগী করতে উজ্জ্বল রং বেছে নিয়েছে তারা। এর মধ্যে আছে হট পিঙ্ক, বাসন্তী, অলিভ, নীল ও সাদা। ওয়্যারহাউসের পোশাকের বৈশিষ্ট্য হচ্ছে আরামদায়ক কাপড়। আরাম ও ফ্যাশন নিশ্চিত করতে সুতি ও লিনেন কাপড় গুরুত্ব পেয়েছে।

ওয়্যারহাউসের কর্ণধার তাসনিম ফেরদৌস জানান, ‘আমরা বরাবরই এমন কিছু ডিজাইন রাখার চেষ্টা করি, যেন ক্রেতারা শুধু একটি নির্দিষ্ট উৎসবই নয়, বরং সারা বছরই যেন পরতে পারে। আমরা তিনটি উৎসবকেই মূলত প্রাধান্য দিয়েছি। ফাল্গুনের জন্য বাসন্তী রঙের পোশাক রয়েছে। ভ্যালেন্টাইনস ডের জন্য রানী গোলাপি রঙের পোশাক থাকছে। সরস্বতী পূজার জন্য থাকছে সাদা দুটি পোশাক।’
ট্রাক ঢাকার রাস্তায় খুব পরিচিত যান। সেই নস্টালজিয়াকে তুলে আনতেই ট্রাকের ডুডল ব্লক প্রিন্টে ফুটে ওঠেছে ওয়্যারহাউসের কুর্তিতে। বাসন্তী রঙের ওপর করা হয়েছে এই ট্রাকের প্রিন্ট।

বিজ্ঞাপন

প্রিন্টে নতুনত্ব আনতে ওয়্যারহাউস হট পিঙ্কের ওপর করেছে পপসিকল প্রিন্ট। ললি আইসক্রিম গরমে স্বস্তি দেয় আমাদের। সেই রঙিন ললি থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে এই পিঙ্ক ললি কুর্তি। বাসন্তী রঙের ট্রাক প্রিন্ট ও হট পিঙ্ক রঙের ললি কুর্তি বসন্তের সাজে যে কাউকে দেবে প্রাণবন্ত ও বোল্ড লুক।

বিভিন্ন ইমোজির ডুডলস দিয়ে করা হয়েছে গোলাপি রঙের ব্যাগি শার্ট। বেন কলার দেওয়া লুজ ফিটিংয়ের এই শার্ট পরা যাবে উৎসব থেকে শুরু করে যেকোনো আয়োজনে। পুরো হাতার এই পোশাকের সামনের কাটা অংশের সবগুলো বোতাম খোলা যায়। ফলে এ শার্টিটি পরাও সহজ। জিনস কিংবা একরঙা টাইটস দিয়ে স্টাইলিং করা যাবে শার্ট। একই প্রিন্টের আরামদায়ক একটি কাফতানও আছে ফাল্গুনের সংগ্রহে।

বসন্তে বর্ণিল লুক পেতে বেছে নেওয়া যেতে পারে ওয়্যারহাউসের রঙ্গন শার্ট। বাসন্তী রঙের ফেব্রিকের ওপর লাল, সবুজ ও কমলা পেলেটে ফ্লোরাল মোটিফে ডিজাইন করা হয়েছে এই পোশাক। বসন্তের মতো নতুন শুরু ও সজীবতার বার্তা দেয় যেন। এই বাসন্তী রঙের শার্টটি লুজ ফিটিং ও থ্রি–কোয়ার্টার হাতার। বাকি সব ফিচার পিঙ্ক শার্টের মতোই।

যাঁরা পোশাকে আরও একটু বিচিত্র আনতে চান, তাঁরা বেছে নিতে পারেন রঙ্গন প্রিন্টের আংরাখা পোশাকটি। স্লিভলেস, স্লিভসহ দুভাবেই পাওয়া যাবে ওয়্যারহাউসের আংরাখা। ভি নেক, নচ বা কোট কলার ও সাইড বেল্ট পোশাকটিকে দিয়েছে ভিন্ন লুক। ওয়্যারহাউসের এমন আরও কিছু চমৎকার ডিজাইন—ভেরনিকা, নভোনীল ও অতসী।
পোশাক বাছাইয়ের ক্ষেত্রে সাইজ নিয়ে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়।

ওয়্যারহাউসের সবগুলো পোশাক ৩২ থেকে ৫৪ অর্থাৎ এস থেকে সিক্সএক্সেল পর্যন্ত পাওয়া যাবে। আরামদায়ক পোশাক মানেই তাতে থাকা চাই পকেট। ওয়্যারহাউসের সবগুলো পোশাকেই দুই পাশে পকেট রাখা হয়েছে। তা ছাড়া শতভাগ সুতি ফেব্রিক নিশ্চিত করবে আরাম।

ছবি: ওয়্যারহাউস

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬: ০১
বিজ্ঞাপন