সম্প্রতি ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম শাহরুখ খানের মেট গালায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় ফ্যাশন জগতের প্রভাবশালী প্ল্যাটফর্ম ডায়েট সব্য (Diet Sabya) -এর এক রহস্যময় পোস্টের মাধ্যমে আগেই এ বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়। আজ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেওয়া হয় যে, শাহরুখ খান মেট গালার লাল গালিচায় সব্যসাচীর ডিজাইন করা বিশেষ পোশাকে উপস্থিত হবেন। খবরটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও ফ্যাশন অনুরাগীদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়ে।
২০২৫ সালের মেট গালার থিম ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ এবং নির্ধারিত ড্রেস কোড ‘টেইলরড ফর ইউ’। যা কারুশিল্প, ব্যক্তিগত গল্প ও ফ্যাশনের শিল্পরূপকে তুলে ধরবে। বলিউডের পক্ষ থেকে মেট গালায় এর আগেও প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের মতো তারকাদের উপস্থিতি নজর কেড়েছে। তবে শাহরুখ খানের অভিষেককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তাঁর বিশ্বজনীন জনপ্রিয়তা এবং সব্যসাচীর আন্তর্জাতিক মানের নকশার কারণে।
এ বছর মেট গালার আরেকটি সম্ভাব্য চমক হতে পারে অভিনেত্রী কিয়ারা আদভানির অভিষেক। গুঞ্জন রয়েছে, তিনি বেবি বাম্প নিয়ে হাজির হবেন এ বছরের মেট গালায়, যা হতে পারে আরেকটি স্মরণীয় মুহূর্ত।
বিশেষজ্ঞদের মতে, শাহরুখ ও সব্যসাচীর এই যুগলবন্দী শুধু ভারতীয় ফ্যাশন ও সিনেমার গৌরবকেই নয়, বরং বিশ্ব ফ্যাশন মঞ্চে দক্ষিণ এশিয়ার শিল্প ও সংস্কৃতির আরও দৃঢ় অবস্থানকেও তুলে ধরবে।
উল্লেখ্য আসছে ৫ মে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে শুরু হতে যাচ্ছে বিশ্ব ফ্যাশনের এই গুরুত্বপূর্ণ আয়োজন।