বছরের সেরা ৫ ডেনিম ট্রেন্ড
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশনে কতশত ট্রেন্ড আসে–যায়, কিন্তু ডেনিমের আকর্ষণ চিরন্তন। ফ্যাশনপ্রেমীদের ওয়ার্ডরোবে একটা ডেনিমের আইটেম থাকবেই। ফ্যাশনের এই আলাদা ‘জনরা’ নিয়ে ডিজাইনাররা অনেক নিরীক্ষা করেছেন এবং ভবিষ্যতেও করবেন। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। শীত আসার আগে অনেক ফ্যাশন হাউস সেজে উঠেছে বিশেষ ডেনিম কালেকশন দিয়ে। এ বছরের ডেনিম ট্রেন্ড খুব বৈচিত্র্যময় হতে চলেছে। ফ্যাশন উইকের রানওয়ে, টিকটক ও স্ট্রিট স্টাইল ঘেঁটে এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক ফ্যাশন–বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সুপারহিট তকমা পেতে চলেছে পাঁচটি ডেনিম ট্রেন্ড।

ডেনিম স্কার্ট

অবাক করা হলেও সত্য যে এ বছর ডেনিমের সবচেয়ে বড় ট্রেন্ড কোনো জিনস নয়। ডিজাইনার আলেকজান্ডার ম্যাককুইন, জিভাঁশি, জিমারম্যান, আলতুজারা, ব্র্যান্ডন ম্যাক্সওয়েল, জোনাথন সিমখাই, মোসকিনো রানওয়েতে আর্লি অট বা শূন্য দশক থেকে ফিরিয়ে এনেছেন ডেনিম স্কার্ট। আর স্ট্রিট স্টাইলও তাকে স্বাদরে সম্ভাষণ জানিয়েছে। হলিউড সেলিব্রিটিদের রাস্তাঘাটে ডেনিম স্কার্ট পরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়তে দেখা গেছে। গত দুই বছর আন্তর্জাতিক ফ্যাশনে মিনি ও মিডি ডেনিম স্কার্ট ট্রেন্ডি ছিল। কিন্তু এবার সেই জায়গা দখল করেছে ম্যাক্সি স্কার্ট। গত বছরের শীতে আমাদের দেশেও কিছু কিছু জায়গায় পোশাকটি বিক্রি হতে দেখা গেছে। হালকা বা বেশি শীতের সময় ডেনিমের ম্যাক্সি স্কার্ট স্টাইলের সঙ্গে বেশ ভালো উষ্ণতা দিতে পারে। বর্তমানে এ-লাইন ও প্লিটেড বা ফ্লেয়ারড—এই দুই প্যাটার্নের ম্যাক্সি স্কার্ট বেশি দেখা যাচ্ছে। এই পোশাক স্টাইলিং করতে হেমন্তের এই সময়ে বেছে নিতে পারেন টি-শার্ট, বাটন-ডাউন শার্ট, টপস। টি-শার্ট বা শার্ট টাক-ইন বা আউট—দুইভাবেই পরা যাবে। শীত শুরু হলে এগুলোর বদলে পরা যাবে ফুলহাতা টি-শার্ট, টপস, মোটা কাপড় যেমন ফ্লানেলের শার্ট, শ্যাকেট, জ্যাকেট, সোয়েটার, টার্টলনেক টি-শার্ট।

ফ্লেয়ারড জিনস

গত দশকে মেয়েদের জিনসের ট্রেন্ডে অনেক পরিবর্তন হয়েছে। এই সময়ে ফ্যাশনের ধারা থেকে বাদ পড়েছে স্কিনি জিনস। সবাই ঝুঁকেছেন তুলনামূলক ঢিলেঢালা জিনসের দিকে। এই হেমন্তে আন্তর্জাতিক ফ্যাশনে ফ্লেয়ারড জিনস খুব চলছে। এই প্যান্টের ওপরের দিকে কিছুটা চাপা থাকে আর নিচের দিকে বেল-বটম স্টাইলের। সত্তরের দশক থেকে আসা এই জিনসকে মিলেনিয়াল ও জেন জি ফ্যাশনিস্তারা আপন করে নিয়েছেন।

বিজ্ঞাপন

ডেনিম অন ডেনিম

ডেনিমের সঙ্গে ডেনিমের জুটিকে ফ্যাশনের ভাষায় ডেনিম-অন-ডেনিম ট্রেন্ড বলে। এর অবশ্য আরেকটা নাম আছে। কানাডিয়ান ট্যাক্সিডো। এই নামের পেছনে রয়েছে এক মজার ইতিহাস। ১৯৫১ সালে কানাডার ভ্যাঙ্কুভারে বেড়াতে যান বিখ্যাত সংগীতশিল্পী বিং ক্রসবি। কিন্তু হোটেলে চেকইন করতে গেলে বাধে বিপত্তি। কারণ, তিনি স্যুটের বদলে পরেছিলেন জিনস ও ডেনিম জ্যাকেট। পরে অবশ্য পরিস্থিতি সামলানো গিয়েছিল। কিন্তু সেই ঘটনা থেকেই ডেনিমের ওপর ডেনিম পরার চল শুরু হয়। সত্তর ও নব্বইয়ের দশকের পর নতুন মিলেনিয়ামেও অনেক তারকার কল্যাণে জনপ্রিয় হয় এই ট্রেন্ড। সেই জনপ্রিয়তায় যে তেমন কোনো ভাটা পড়েনি, তার প্রমাণ মিলেনিয়াল ও জেন জি ফ্যাশনিস্তা এবং হলিউড ও বলিউড সেলিব্রিটিরা। এবারের হেমন্তে ও শীতে বেশ দাপটের সঙ্গে রাজত্ব করবে ডেনিম-অন-ডেনিম। স্টাইলিংয়ের জন্য জিনস বা ডেনিম স্কার্টের ওপর পরতে পারেন ডেনিম শার্ট, জ্যাকেট, কুর্তা।

রিল্যাক্সড রাইজ

কয়েক বছর আগে জিনস কোমরের ওপরে পরবে নাকি কোমরের নিচে পরবে, এই নিয়ে মিলেনিয়াল ও ‘জেন জি’–দের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এরপর জেন জি ফ্যাশনিস্তারা বেছে নেন হাই-ওয়েস্টেড স্টাইল। এর মধ্যে হঠাৎ ওয়াই-টু কে ট্রেন্ড রিভাইবের জোয়ারে ফিরে আসে লো-রাইজ ওয়েস্ট। সব ফ্যাশন উইকের রানওয়েতে লো-রাইজ প্যান্ট ও স্কার্ট দেখা যায়। তবে এখন আন্তর্জাতিক ফ্যাশন এক্সপার্টরা স্টাইলিংয়ে ‘রিল্যাক্সড রাইজ’–কে বেশি প্রাধান্য দিচ্ছেন। অর্থাৎ, যাঁর যেমন পছন্দ, তিনি ঠিক সেভাবেই প্যান্ট পরতে পারবেন। কারণ, হাই-ওয়েস্ট ও লো-রাইজ—দুইটাই খুব স্টাইলিশ। আবার এর মাঝামাঝি অবস্থানেও পরা যাবে। জিনসগুলোও এখন এভাবে তৈরি হচ্ছে।

ওয়াইড-লেগ জিনস

স্কিনি জিনসের জনপ্রিয়তা কমার সঙ্গে সঙ্গে বেড়েছে ঢোলা জিনসের কদর। এগুলো যখন ট্রেন্ডে আসে, তখন মিলেনিয়াল ও জেন জি—সবাই বেশ খুশিই হন, বিশেষ করে প্লাস সাইজ জিনসপ্রেমীরা। তাঁরা যেন তখন হাতে আকাশের চাঁদ পেয়ে যান। কারণ, ঢোলা জিনস সব বডি সাইজে দারুণভাবে মানিয়ে যায় এবং পরতেও আরামদায়ক। এ জন্য এই ট্রেন্ড খুব সহজে কোথাও যাবে না। আর এ বছরের হেমন্তে আন্তর্জাতিক ফ্যাশনের এই ধারায় নতুন সংযোজন হয়েছে আলট্রা ওয়াইড-লেগ জিনস। অর্থাৎ, অনেক বেশি ঢোলা জিনস। অনেকটা আমাদের দেশের নারীদের প্রিয় পালাজ্জোর মতো। এই জিনস অনেক বেশি বৈচিত্র্যময় এবং হাজারভাবে এটা স্টাইলিং করা সম্ভব।

ছবি: হাল ফ্যাশন, মিরাক, ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১৩: ২৫
বিজ্ঞাপন