এবার প্যারিস ফ্যাশন উইকে হাঁটবেন বাংলাদেশের মেয়ে জেরিন সাদিয়া সোহা
শেয়ার করুন
ফলো করুন

নিউইয়র্ক ফ্যাশন উইকে ক্যাটওয়াক করার অভিজ্ঞতা জেরিন সাদিয়া সোহার রয়েছে। একাধিকবার তিনি এই ফ্যাশন উইকে হেঁটেছেন। তবে গত বছর নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশগ্রহণের পর এই প্রতিবেদকের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন আমেরিকার বাইরে তাঁর উপস্থিতি জানান দেওয়ার ইচ্ছার কথা।

এবার সেই আশা পূরণ হচ্ছে বলে লস অ্যাঞ্জেলস থেকে জানান সোহা। তাঁর সঙ্গে বিস্তারিত কথা হয় এবারের প্যারিস ফ্যাশন উইকে অংশগ্রহণ প্রসঙ্গে। তিনি জানান, তাঁর এজেন্সি সাউন্ডপেসের মাধ্যমে যোগাযোগ হয় উভয় ডিজাইনারের। পূর্ব অভিজ্ঞতা এ ক্ষেত্রে তাঁর কাজে লেগেছে। এই সাউন্ডপেসের কর্ণধার আবার বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী আমেরিকান ওমর চৌধুরী।

বিজ্ঞাপন

সোহা এবার হাঁটবেন ভারতীয় ডিজাইনার প্রশান্ত গোয়ালের ‘হেরিটেজ ইন্ডিয়া ফ্যাশন’ লেবেলের কাপড় পরে। এই ভারতীয় ডিজাইনার আমেরিকাতেই থাকেন। তাঁর শো অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। এই শোতে শোস্টপার হিসেবে আলিয়া ভাট ও রণবীর সিংয়ের যোগ দেওয়ার কথা আছে বলেও জানান তিনি।

অন্যদিকে পরের দিন তিনি পা মেলাবেন দুবাইভিত্তিক ফিলিপিনো ডিজাইনার ক্রিস্টাল অ্যানের পোশাকে। এই ডিজাইনার ফিলিপাইনের হলেও তাঁর জন্ম ও বড় হওয়া দুবাইতে।

দুটি শো–ই অনুষ্ঠিত হবে প্যারিসের হাইটেক মোডা প্যারিসের এসএআরএল সালোঁ ডি মিরোয়ারস।

বিজ্ঞাপন

প্যারিস ফ্যাশন উইকে অংশ নেওয়ার সুযোগ হওয়ায় তিনি কেবল খুশিই নন; বরং যথেষ্ট রোমাঞ্চিতও। বললেন, কিছুটা নার্ভাসনেসও কাজ করছে। কারণ, এত বড় আসরে অংশ নেওয়াটা স্বপ্নের মতোই। তবে নিউইয়র্কের অভিজ্ঞতাতেই ভরসা রাখছেন তিনি। আস্থা পাচ্ছেন নিজের ওপর।

অবশ্য প্যারিস ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা বিশেষ গর্বের বলে মনে করেন সোহা। কারণ, বাংলাদেশি হিসেবে নিউইয়র্কের পর প্যারিস ফ্যাশন উইকের মতো বড় আসরে অভিষেক হচ্ছে তাঁর।


প্যারিসের জন্য প্রস্তুতি প্রসঙ্গে সোহা জানান, দুই সপ্তাহ রিহার্সেল হয়েছে। বেশ বড়সড় একটি দল যাচ্ছে। আমাদের সঙ্গে স্টাইলিশ ও মেকআপ আর্টিস্ট যাচ্ছেন নিউইয়র্ক থেকে।

প্যারিসে যাচ্ছেন বলে তিনি নিউইয়র্কে যাননি এবার। এ বছর প্যারিসের অভিজ্ঞতা ভবিষ্যতে তাঁকে অনেক কাজের সুযোগ করে দেবে বলে আশাবাদী সোহা। এ জন্য পরিকল্পনায় আছে আগামী বছর প্যারিস আর নিউইয়র্ক ছাড়াও লন্ডন ও মিলান ফ্যাশন উইকে অংশ নেওয়ার।

সোহা থাকেন লস অ্যাঞ্জলেসে। সেখানে তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষে পড়ছেন।

অনেক দিন দেশে আসেননি। তবে আগামী মাসে আসার সম্ভাবনা রয়েছে বলে জানান সোহা। দেশে এসে নাটক ও মডেলিং উভয়ই করতে চান। এরই মধ্যে কিছু প্রস্তাবও তাঁর আছে, যোগ করলেন তিনি।

বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সোহার অভিযাত্রা শুরু ২০১৭ সালে। সে সময় তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়তেন।

এরই মধ্যে তিনি একাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। কিস বিউটিইউএসএ, ফাস্ট শ্যাম্পু, ডার্মাটোলজিকা ইত্যাদি রয়েছে এই তালিকায়।

ছবি: সোহার ফেসবুক পেজ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬: ০০
বিজ্ঞাপন