৯টি অভ্যাস, যা আপনাকে বয়স্ক দেখাতে পারে
শেয়ার করুন
ফলো করুন

কালো পোশাক পরা

কী পরবেন, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগলে, অনেকেই শেষ পর্যন্ত কালো পোশাক নির্বাচন করেন। আমরা সাধারণত ধারণা করি যে কালো রঙের কাপড় সবকিছুর সঙ্গেই মানায়। বার্ধক্যের একটি প্রাকৃতিক পরিণতি হলো যে ত্বকের বলিরেখা ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকে। কালো পরলে আপনাকে ক্লান্ত দেখাতে পারে, পাশাপাশি রংটি চেহারার বলিরেখাগুলোকে আরও দৃশ্যমান করে তোলে। সুতরাং, আপনি যদি চান আপনাকে তরুণ দেখাক, তাহলে উজ্জ্বল রঙের পোশাক পরার চেষ্টা করুন।

গাঢ় মেকআপ নেওয়া

মেকআপ সঠিকভাবে প্রয়োগ করা হলে, তা আপনার মুখের বৈশিষ্ট্যগুলোকে আকর্ষণীয় করে তোলে। আপনি প্রয়োজনের ভারী মেকআপ লুক করতে পারেন। কিন্তু গাঢ় রঙের মেকআপ লুকে আপনাকে কিছুটা বয়স্ক দেখাবে। তাই দৈনন্দিন মেকআপে তুলনামূলক হালকা রং নির্বাচন করুন।

বিজ্ঞাপন

ফ্লোরাল-প্রিন্ট নকশার জামা

বড় আকৃতির ফুলের নকশাগুলোকে এড়িয়ে চলতে হবে, যদি আপনি না চান আপনাকে বয়স্ক দেখাক। যদিও ফ্লোরাল প্রিন্ট নকশা খুবই জনপ্রিয়। এর বদলে ছোট এবং সূক্ষ্ম ফুলের প্রিন্টের জামা বেছে নিতে পারেন। এ ছাড়া জিওমেট্রিক প্যাটার্নের জামায় আপনাকে দেখাবে আধুনিক ও রুচিশীল।

কাজল, আইলাইনার ও মাসকারা

চোখের মেকআপ একজনের চোখের রং ও আকারে তারতম্য আনতে পারে। তবে সতর্ক থাকুন। কারণ, কাজল, আইলাইনার, মাসকারা সবকিছু একসঙ্গে ব্যবহার করবেন না। দৈনন্দিন মেকআপ লুকের জন্য এগুলোর যেকোনো একটি ব্যবহার করাই ভালো।

বিজ্ঞাপন

ঢিলেঢালা (ব্যাগি) পোশাক

ঢিলেঢালা পোশাক সবাইকে মানায় না। তবে ঢিলেঢালা পোশাক আপনার পছন্দের হলে লুজ ফিটের পোশাক নির্বাচন করুন। এ জন্য সময় নিয়ে এমন কাপড় নির্বাচন করুন, যা আরামদায়ক এবং আপনার গড়নের সঙ্গে মানানসই।

লেগিংস

লেগিংসকে সাধারণত জিনসের বদলে প্রতিদিন পরার বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু কুর্তি, কামিজ, বা টপের সঙ্গে প্যান্ট যে ধরনের লুক আনে, তা লেগিংস দিয়ে তৈরি করা সম্ভব নয়। তাই শুধু ইয়োগা বা জিম ক্লাসে যেতে লেগিংসের ব্যবহার সীমাবদ্ধ রাখুন।

আঙুলের কৃত্রিম নখ

আর্টিফিশিয়াল নখ ব্যবহার করা বর্তমানে অনেক জনপ্রিয় একটি ট্রেন্ড। কিন্তু অতিরিক্ত লম্বা কৃত্রিম নখ হাতে বেমানান দেখায়। এমনকি আপনাকে বেশি বয়সী দেখাতেও এটি ভূমিকা রাখে। কৃত্রিম নখ পরতে পছন্দ করলে নিজের হাতের সঙ্গে মানানসই আকারের নখ বেছে নিন।

অতিরিক্ত জিনিস বহন করা

প্রয়াত ফ্যাশন ডিজাইনার কোকো শ্যালেন বলেন, ‘বাড়ি থেকে বের হওয়ার আগে আয়নায় তাকাও এবং আনুষঙ্গিক একটা জিনিস রেখে যাও।’ অনেক সময় অতিরিক্ত জিনিস বহন করলেও আপনাকে বেশি বয়স্ক দেখতে পারে। এমন আনুষঙ্গিক জিনিস যেমন পার্স, ব্যাগ, জুয়েলারি বা গ্লাস ব্যবহার করুন, যেগুলো পরলে আপনি আত্মবিশ্বাস বোধ করেন।

ব্লক হিলের জুতা

অনেক সময় ব্যবহারিকতা সাধারণত নান্দনিকতার ওপর জয় লাভ করে। যা-ই হোক, এটা একটা ভ্রান্ত ধারণা যে আপনি যতক্ষণ পর্যন্ত একটি হিল জোড়া না পরছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আকর্ষণীয় দেখাচ্ছে না। ব্লক হিলের জুতা থেকে আরামদায়ক ফ্ল্যাট জুতা অনেক বেশি সুন্দর ও স্টাইলিশ। ব্লকের জুতো দেখতে কিছুটা সেকেলে আর পড়তেও তেমন একটা আরামদায়ক হয় না। তাই আপনি রেগুলার হিলে অভ্যস্ত না হলে আরামদায়ক বিভিন্ন ডিজাইনের ফ্ল্যাট জুতা বেছে নিন।

ছবি: হাল ফ্যাশন ও পেকজেলসডটকম

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১৬: ০০
বিজ্ঞাপন