ট্রেন্ডি ক্যাজুয়াল পার্টি আউটফিট
শেয়ার করুন
ফলো করুন

ক্যাজুয়াল পার্টি পোশাকগুলোকে যেকোনো একটি নির্দিষ্ট নাম দেওয়া সত্যিই কঠিন। কাট আর প্যাটার্নে ডিজাইনাররা যথেষ্ট নিরিক্ষা করার সুযোগ পান এখানে। প্রাচ্য আর পাশ্চাত্যের মিশেলে নিরীক্ষাধর্মী পোশাকগুলোই নজর কাড়ে সহজে।

প্রথমেই আসে ফেব্রিকের কথা। যে কোন রঙের কিছুটা লাশ্চার বা গ্লেজ দেওয়া ফেব্রিক রাতের পার্টিতে পরার জন্য খুবই উপযোগী।প্যাস্টেল শেডগুলো এখন আবহাওয়া ও ট্রেন্ড—দুই নিরিখেই বেছে নেওয়া যায়।

বিজ্ঞাপন

হালকা স্যাটিন, জর্জেট, ভিসকস, বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও কৃত্রিম তন্তুর সিল্ক ইত্যাদি কাপড় ভালো হবে। গাঢ় রং হলে লিনেন বা ভিসকস বেছে নেওয়া যায় আরামের কথা ভেবে। তবে এ ক্ষেত্রেও সিল্ক,  জর্জেট বেশি উপযোগী।

বডিকন কাটের চেয়ে ওভারসাইজ, অসম প্যাটার্ন, এ লাইন আর ফ্লেয়ার দেওয়া ঢিলেঢালা টপ বেশি ট্রেন্ডি এখন। কেপ স্টাইলের টপ ও লেয়ার চলছে খুব। বটমটি প্যান্ট, স্কার্ট আর শারারার সৃজনশীল সংমিশ্রণ হতে পারে। এখানেও ফ্লেয়ার দেওয়া ডিজাইন ট্রেন্ডি বেশি।এতে আরামও মিলবে, সঙ্গে টু-পিস বা থ্রি-পিস স্যুটের আদলে করা যায় এই ফিউশন ওয়্যারের সমন্বয়টি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ফ্যাশন উইক ও বিখ্যাত ফ্যাশন হাউসের কালেকশনগুলোতে কর্সেট ধাঁচের পাশাপাশি এ ধরনের কাট ও প্যাটার্নই বেশি দেখা গেছে সাম্প্রতিক সময়ে। তবে এ ক্ষেত্রে ফ্লোউই ও হালকা ফেব্রিক হলে ভালো।

ফেব্রিকে স্টোন, জরি, সুতা ও রিবন এমব্রয়ডারি থাকতে পারে। তবে এই কারুকাজেও শুধু এথনিক ডিজাইন ব্যবহার না করে বৃত্তের বাইরে গিয়ে মনের মতো মোটিফ তোলা যায়। নেকলাইনে অসম কাট, বোটনেক, সুইটহার্ট,  অফশোল্ডার—সবই ফ্যাশনেবল লাগবে।

ফিউশন ওয়্যারের সঙ্গে সেই গৎবাঁধা মেকওভার আর হেয়ারস্টাইল করলে পুরো লুকই মাটি হবে। হেয়ারস্টাইলে আপ-ডু বা চুল বেঁধে নেওয়ার স্টাইল করা যায় এই আবহাওয়ায় আরাম পেতে। মেসি বান বা টেনে বাঁধা স্লিক পনিটেল বা বিনুনিও ভালো লাগবে।

সাজের ক্ষেত্রে একটু নাটকীয়তা আনা যায়। মেটালিক বা ন্যুড শেডের মনোক্রম মেকআপে একটি স্ট্যান্ড আউট এলিমেন্ট বা চোখে পড়ার মতো দিক থাকলে ভালো লাগবে। হতে পারে তা গ্লসি লাল লিপস্টিক, দরাজ হাতে গ্লিটার দেওয়া আইশ্যাডো, ইলেকট্রিক ব্লু মাসকারা-আইলাইনার অথবা অফশোল্ডার নেকলাইন বরাবর ঝিকমিকে বডি আর্ট। জুতার ক্ষেত্রেও পরীক্ষা-নিরীক্ষা চলতেই পারে। বেছে নেওয়া যায় স্টিলেটো, ব্লক হিল, এমনকি ব্যালে পাম্পও।

ছবি: ওয়্যার হাউস

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ১১: ০৮
বিজ্ঞাপন