৩টি সহজ উপায়ে নিজেকে আকর্ষণীয় রাখুন সব সময়
শেয়ার করুন
ফলো করুন

সময়ের সঙ্গে ফ্যাশনে আসে পরিবর্তন। একেক সময় দেখা যায় একেক ধরনের পোশাক, মেকআপ কিংবা গয়নার চল। এই সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে নিজেকে সব সময় আকর্ষণীয় করে তুলে ধরা বেশ ব্যয়বহুল ও সময়সাপেক্ষ একটি ব্যাপার, যা সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু কে না চায় নিজেকে সুন্দর ও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে! সুন্দর বিষয়টি যদিও আপেক্ষিক, তবে এমন কিছু বিষয় আছে, যা মেনে চললে খুব বেশি পরিশ্রম না করেই আপনি নিজেকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। সেই সঙ্গে আপনাকে সময়ের সঙ্গে সার্বক্ষণিক পোশাক, মেকআপ কিংবা গয়নায় পরিবর্তন আনতে হবে না। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে খুব সহজ তিনটি উপায়ে নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলে ধরা যায় সব সময়।

১. পোশাক

সময়ের সঙ্গে পোশাকে বিভিন্ন পরিবর্তন আসে। এই ঈদে যে পোশাকের চল অনেক বেশি, দেখা যায় পরের ঈদেই সেটির আর চল নেই। এমন সদাপরিবর্তনশীল ফ্যাশন মেনে চলা শুধু যে কঠিন কিংবা সময়সাপেক্ষ ব্যাপার, তা–ই নয়, এর জন্য বিশাল বাজেটেরও প্রয়োজন; যা অনেক ক্ষেত্রে অপচয় ছাড়া আর কিছুই নয়। তবে একেক সময় একেক পোশাকের চল থাকলেও এমন কিছু পোশাক রয়েছে, যেসবের চল কখনোই শেষ হয় না। সব সময় এই ধরনের পোশাক কেনার চেষ্টা করতে হবে। তবে পোশাকের ব্যাপারে আরেকটি জিনিস মাথায় রাখা জরুরি। তা হলো, আপনি কোন জায়গায় কোন পোশাক পরবেন। কারণ, এটি আপনার রুচিকে তুলে ধরে। জমকালো অনুষ্ঠানে যেমন ভারী পোশাক পরেন সবাই, কর্মস্থলে বা কোনো ইন্টারভিউতে নিশ্চয়ই তেমন পোশাক পরবেন না। আবার পোশাকের রঙের দিকেও খেয়াল রাখতে হবে। পোশাক কেনার সময় একই রঙের অনেকগুলো পোশাক না কেনাই ভালো। চেষ্টা করুন ভিন্ন ভিন্ন রঙের পোশাক কেনার। এতে করে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরলে অল্প কয়টি পোশাকেই বৈচিত্র্যময় সব লুক পাওয়া যাবে।

বিজ্ঞাপন

২. মেকআপ

সুন্দরের কোনো বাঁধাধরা সংজ্ঞা নেই। আমাদের চোখে যা কিছু প্রাণবন্ত, তা-ই কিন্তু সুন্দর লাগে। কর্মক্লান্তি, মানসিক অশান্তি বা বিভিন্ন কারণে মাঝেমধ্যে আমাদের চেহারা প্রাণহীন দেখায়। সামান্য মেকআপের মাধ্যমে এই চেহারায় ফিরিয়ে আনতে পারেন প্রাণ। তবে মেকআপের ক্ষেত্রে সব সময় খেয়াল রাখবেন, যেন তা ন্যাচারাল দেখায়। আমাদের চোখ যেমন প্রাণহীন কোনো কিছু পছন্দ করে না, ঠিক তেমনি ভাবে অদ্ভুত রকমের কৃত্রিম কোনো কিছুতেও সৌন্দর্য খুঁজে পায় না। আর ন্যাচারাল লুকের চল সব সময়ই থাকে। তবে নিজের স্কিন টোনের সঙ্গে মিল রেখে মেকআপ ব্যবহার করতে হবে। অনেকের মধ্যে নিজের স্কিন টোনের চেয়ে উজ্জ্বল মেকআপ করার প্রবণতা রয়েছে, যা মোটেও ঠিক নয়।

বিজ্ঞাপন

৩. নিজের পরিচর্যা

যদিও মেকআপ এবং পোশাকের সাহায্যে আপনি নিজেকে পরিপাটি দেখাতে পারেন, তথাপি নিজেকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে নিজের পরিচর্যাও বেশ জরুরি। যদি আপনার ত্বক ভালো না থাকে, তবে যতই মেকআপ করুন না কেন, আপনাকে প্রাণবন্ত দেখাবে না। তাই নিজের যত্ন নিতে হবে। নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি যদি মেকআপ করতে পছন্দ না করেন কিংবা আপনার কাছে অনেক ধরনের মেকআপের সামগ্রী না থাকে, তবে নিজেকে একটু গুছিয়ে রাখুন। চুল ও ত্বকের যত্ন নিন। এটি আপনাকে যথেষ্ট আকর্ষণীয় করে তুলবে। এ ছাড়া নিজের খাবারের তালিকার দিকেও খেয়াল রাখতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, যা আপনাকে ভেতর ও বাইরে সব সময় হাইড্রেটেড রাখবে। প্রতিদিনের খাবারের তালিকায় ফল ও সবুজ শাকসবজি রাখতে হবে অবশ্যই।

ওপরের বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখলেই আপনি নিজেকে সব সময় সুন্দরভাবে তুলে ধরতে পারেন। তবে মাথায় রাখতে হবে, এগুলো শুধু আপনাকে বাহ্যিকভাবে সুন্দর করে তোলে। পুরোপুরিভাবে নিজেকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে হলে ব্যক্তিত্বের দিকেও খেয়াল রাখতে হবে। কথা বলার ধরন, আচার-আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ—ইত্যাদি বিষয়ে খেয়াল রাখা জরুরি। সেই সঙ্গে ধরে রাখতে হবে আত্মবিশ্বাসও।

ছবি: পেকজেলসডটকম

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৯: ২৯
বিজ্ঞাপন