হালকা শীতের পোশাক
শেয়ার করুন
ফলো করুন

হালকা শীতে ছেলে বা মেয়েদের ফ্যাশনেবল ও সময় উপযোগী পোশাক কেমন হবে, তা নিয়ে চলে নানা ভাবনা। তবে যেনতেন পোশাকে নয়, সঠিক পোশাকে তৈরি করতে হবে নিজের স্টাইল স্টেটমেন্ট। আর যেহেতু শীত এখনও জেঁকে বসেনি তাই বেছে নিতে হবে হালকা পোশাক।

এ ক্ষেত্রেও সবচেয়ে বেশি উপযোগী ডেনিমের ক্যজুয়াল শার্ট ও টপস। এছারা বেছে নেয়া যেতে পারে হালক জ্যাকেট ও কটি। বাজারে এখন ছেলে মেয়ের নানা ধরণের কটি পাওয়া যায়। ট্রেন্ডেও রয়েছে কটির ব্যবহার।

ক্যাজুয়াল শার্ট ও টপস

ফ্যাশনে ক্যাজুয়াল শার্টের ট্রেন্ড সব সময়ের। তবে কাটিং, প্যাটার্ন, ডিজাইনে নিত্য আসছে পরিবর্তন। আবার ফিটেও দেখা যায় ভিন্নতা। তাই ফ্যাশনের ক্ষেত্রে ক্যাজুয়াল লুক পেতে তরুণেরা ছাড়াও যেকোনো বয়সী পুরুষদের কাছে ক্যাজুয়াল শার্টই প্রথম পছন্দ। ছেলেদের পাশাপাশি মেয়েদের কাছেও এখন শার্ট বেশ জনপ্রিয়।

এই সময় ডেনিমে তৈরি শার্টের চাহিদা বেশি চোখে পরে। পাশাপাশি সমসাময়িক প্রিন্ট, চেক, স্ট্রাইপ, আবার বেশ কিছু ক্ল্যাসিক চেক এবং স্ট্রাইপ আছে, যা জিনসের সঙ্গে মানানসই। এমনকি গ্যাবার্ডিন বা ফরমাল প্যান্টের সঙ্গেও ভালো লাগবে।

বিজ্ঞাপন

হালকা জ্যাকেট ও কটি

এসময়ে নিজের স্টাইল স্টেটমেন্টকে পালটাতে চাইলে শার্ট বা যে কোন ধরণের ইনারের সঙ্গে যোগ করা যায় হালকা জ্যাকেট ও কটি। যা ছেলে মেয়ে উভয়ের লুকেই পরিবর্তন আনবে।

একসময় ছেলেরা শুধু বিয়ে কিংবা যেকোনো পার্টিতে পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে কটি পরতো। এখন যে কোন সময় লুকে পরিবর্তন আনতে চাইলে শার্ট বা পাঞ্জাবির সঙ্গে যোগ করা যায় কটি।

ছবি: লা রিভ, মিরাক ও কে ক্রাফট

বিজ্ঞাপন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৭: ৪৬
বিজ্ঞাপন