৫টি ভিন্ন হেয়ারস্টাইলে যেভাবে ফুটে ওঠে বৈচিত্র্যময় ব্যক্তিত্ব
শেয়ার করুন
ফলো করুন

কে আসলে কেমন, তা বুঝে ওঠা খুব সহজ ব্যাপার নয়। একজন মানুষের ব্যক্তিত্ব বুঝে উঠতে বহু বছরও লেগে যেতে পারে। তবে যদি বলা হয়, প্রথম দেখাতে কিছুটা হলেও আঁচ করে ফেলতে পারেন কারও ব্যক্তিত্ব? নিশ্চয়ই অবাক হবেন। তবে এটি আসলেই সম্ভব। কারণ, মানুষের ব্যক্তিত্বের কিছুটা প্রতিফলন কিন্তু তাঁর হাঁটাচলা, খাওয়াদাওয়া, সাজপোশাকের মতো ব্যাপারগুলোর মধ্যেও ফুটে ওঠে। আজকাল গ্রুমিং বিশেষজ্ঞরা বলছেন, চুলের স্টাইলও ব্যক্তিত্ব, স্টাইল এবং আত্মবিশ্বাসকে প্রতিফলিত করে। চুলের স্টাইল দেখে কিছুটা হলেও আঁচ করে ফেলা যেতে পারে তাঁর ব্যক্তিত্ব।


উদাহরণ হিসেবে বলা যায়, যাঁরা চুলকে বিভিন্ন সময় বিভিন্ন রঙে রাঙাতে ভালোবাসেন, তাঁরা এক্সপেরিমেন্টাল এবং সাহসী ব্যক্তিত্বের অধিকারী। অন্যদিকে যাঁরা চুল সব সময় মসৃণ ও ক্ল্যাসিক স্টাইলে রাখতে বেশি পছন্দ করেন, তাঁরা পরিশীলিত এবং পেশাদার মনোভাবের। আসলে চুলের দৈর্ঘ্য, রং, স্টাইল আর টেক্সচার নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

যেদিন চুলের সাজটা খুব ভালো হয়, সেদিন আপনি নিজে থেকেই খুব আত্মবিশ্বাসী অনুভব করবেন। চুলে রং করার পর এটি আপনার চেহারার সঙ্গে মানিয়ে গেলেও আত্মবিশ্বাস বেড়ে যায় কয়েক গুণ। তাই ধরা হয়, চুলের স্টাইল একজন ব্যক্তি সম্পর্কে অনেক কিছু বলে দেয়।

১. ন্যাচারাল স্টাইল

যাঁরা নিজের চুল প্রাকৃতিকভাবে যেমন ঠিক, তেমনই ন্যাচারাল রাখতে ভালোবাসেন, তাঁরা সাধারণত নিজের ব্যাপারে খুব আত্মবিশ্বাসী হয়ে থাকেন। সেই সঙ্গে তাঁরা নিজের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যকেও গুরুত্বপূর্ণ মনে করেন এমন ব্যক্তিরা। কে কী বলল বা ট্রেন্ডে কী এল, তা নিয়ে অত মাথাব্যথা নেই এঁদের। তাঁরা প্রায়ই চুল ছেড়ে রাখেন বা মেসি বান করেন চুলে।

ছবিঃ কৌশিক ইকবাল মডেলঃ সাফা মারুয়া

২. অর্ধেক চুল বাঁধা

যাঁরা হেয়ার স্টাইল করার সময় চুল অর্ধেক ওপরে বেঁধে নিয়ে অর্ধেক ছেড়ে রাখেন, তাঁরা আরাম এবং ফ্যাশন দু-দিকেই খেয়াল রাখেন। এ ধরনের স্টাইল বড় কোনো অনুষ্ঠানে যেমন বিশেষ লুক দেয়, সেই সঙ্গে সাধারণ দিনেও চালিয়ে নেওয়া যায়। অফিসে, কলেজে কিংবা স্কুলে মানিয়ে যায় এ ধরনের চুলের স্টাইল। তাই ধারণা করা হয়, এ ধরনের ব্যক্তিরা জীবনে ভারসাম্য রক্ষা করে চলতে বেশ পারদর্শী।

বিজ্ঞাপন

৩. খোঁপা বা আপ-ডু

যাঁরা বেশির ভাগ সময় চুল সুন্দরভাবে গুছিয়ে খোঁপা করে রাখেন বা ওপরে বেঁধে রাখেন, মনে করা হয় তাঁরা নিজেরাও গোছানো স্বভাবের। তাঁরা চুলকে তাঁদের মুখশ্রী থেকে দূরে রাখেন, যেন সুন্দর দেখানোর পাশাপাশি অন্যান্য কাজে কোনো ঝামেলা না হয়। এটি ইঙ্গিত করে, তাঁরা পরিশীলিত স্বভাবের পাশাপাশি নিজের লক্ষ্যের পথে কোনো বাধা পছন্দ করেন না।


৪. পনিটেল

যাঁরা হেয়ার স্টাইলের সময় পনিটেলেই স্বচ্ছন্দ, তাঁরা কাজে দক্ষ আর ব্যস্ত স্বভাবের মানুষ হন সাধারণত। কারণ, এই হেয়ার স্টাইলটি আপনার কাজে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। তবে ব্যস্ততার পাশাপাশি তাঁরা স্টাইলের দিকেও খেয়াল রাখেন। সেই সঙ্গে তাঁরা সাদামাটা লুকে থাকতে পছন্দ করেন।

৫. বিভিন্ন অনুষঙ্গ দিয়ে হেয়ার স্টাইল

যাঁরা এই হেয়ার স্টাইলটি তাঁদের পছন্দের তালিকায় রাখেন, তাঁরা সাধারণত স্টাইলিশ ঘরানার হয়ে থাকেন। তাঁদের পছন্দের তালিকায় থাকে চুলের রিবন, ক্লিপ, এক্সটেনশন আর বিভিন্ন অনুষঙ্গ। এনারা একেক সময় নিজেকে একেকভাবে উপস্থাপন করতে ভালোবাসেন। সেই সঙ্গে বোঝা যায়, তিনি বেশ সৃজনশীল মানুষ এবং তাঁরা জীবনে বৈচিত্র্য আনতে ভালোবাসেন।

তথ্যসূত্রঃ ভোগ ফ্রান্স

ছবিঃ পেকজেলস ডট কম

হিরো ইমেজঃ কৌশিক ইকবাল

মডেলঃ সাফা মারুয়া

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫: ০০
বিজ্ঞাপন