রোদহীন সারা বেলা আর ঘন কুয়াশার উপস্থিতি জানান দিচ্ছে ক্যালেন্ডারের পাতায় এখন মাঘ মাস। কথায় আছে, মাঘের শীতে বাঘ কাঁপে। তবে এই কনকনে শীতেও ফ্যাশনিস্তারা নিজের স্টাইল স্টেটমেন্টে একবিন্দু ছাড় দিতে নারাজ। তাঁদের মতে, নিজেকে ফ্যাশনেবল হিসেবে উপস্থাপন করার উপযুক্ত সময় এটি। টারটেলনেক পোশাকের সঙ্গে লেদার জ্যাকেট থেকে শুরু করে বুট জুতা পর্যন্ত সবকিছুই শীতকালীন পোশাক।