মাঘের কনকনে শীতে স্টাইল স্টেটমেন্ট
শেয়ার করুন
ফলো করুন

রোদহীন সারা বেলা আর ঘন কুয়াশার উপস্থিতি জানান দিচ্ছে ক্যালেন্ডারের পাতায় এখন মাঘ মাস। কথায় আছে, মাঘের শীতে বাঘ কাঁপে। তবে এই কনকনে শীতেও ফ্যাশনিস্তারা নিজের স্টাইল স্টেটমেন্টে একবিন্দু ছাড় দিতে নারাজ। তাঁদের মতে, নিজেকে ফ্যাশনেবল হিসেবে উপস্থাপন করার উপযুক্ত সময় এটি। টারটেলনেক পোশাকের সঙ্গে লেদার জ্যাকেট থেকে শুরু করে বুট জুতা পর্যন্ত সবকিছুই শীতকালীন পোশাক।

১/৭
শীতের পোশাক বলতে প্রথমেই যে পরিধেয়টির কথা মাথায় আসে, তা হলো জ্যাকেট। উইন্টার স্টাইল স্টেটমেন্ট জ্যাকেট ছাড়া অন্য কিছু যেন চিন্তাই করা যায় না
শীতের পোশাক বলতে প্রথমেই যে পরিধেয়টির কথা মাথায় আসে, তা হলো জ্যাকেট। উইন্টার স্টাইল স্টেটমেন্ট জ্যাকেট ছাড়া অন্য কিছু যেন চিন্তাই করা যায় না
ছবি: লা রিভ
বিজ্ঞাপন
২/৭
আবার এই জ্যাকেটেরও রয়েছে নানা ধরন-গড়ন। যেমন লেদার জ্যাকেট, বাইকার জ্যাকেট, বম্বার জ্যাকেট, হুডেড জ্যাকেট, ডেনিম জ্যাকেট ইত্যাদি
আবার এই জ্যাকেটেরও রয়েছে নানা ধরন-গড়ন। যেমন লেদার জ্যাকেট, বাইকার জ্যাকেট, বম্বার জ্যাকেট, হুডেড জ্যাকেট, ডেনিম জ্যাকেট ইত্যাদি
ছবি: লা রিভ
বিজ্ঞাপন
৩/৭
শীতের যেকোনো একটি পোশাক দিয়েই বিভিন্ন রকমের স্টাইল স্টেটমেন্ট তৈরি করা যায়
শীতের যেকোনো একটি পোশাক দিয়েই বিভিন্ন রকমের স্টাইল স্টেটমেন্ট তৈরি করা যায়
ছবি: লা রিভ
৪/৭
যেমন একটি জ্যাকেট দিয়েই ট্র্যাডিশনাল, ফরমাল, সেমি-ফরমাল, ক্যাজুয়াল ও পার্টি লুক তৈরি করা সম্ভব
যেমন একটি জ্যাকেট দিয়েই ট্র্যাডিশনাল, ফরমাল, সেমি-ফরমাল, ক্যাজুয়াল ও পার্টি লুক তৈরি করা সম্ভব
ছবি: লা রিভ
৫/৭
একটু বেশি শীতে টারটেলনেক সোয়েটশার্টের সঙ্গে যেকোনো ধরনের জ্যাকেট দারুণ মানানসই। নব্বই দশকের এ স্টাইলটি আবার রাজত্ব করছে ট্রেন্ডে। এটি সাধারণত ফুলহাতা সোয়েটার, যা গলা ঢেকে রাখতেও সাহায্য করে। এর বৈশিষ্ট্য হলো, গলা ঢেকে দেওয়ায় এই আউটফিটে ফেশিয়াল স্ট্রাকচার হয়ে ওঠে আরও লক্ষণীয়
একটু বেশি শীতে টারটেলনেক সোয়েটশার্টের সঙ্গে যেকোনো ধরনের জ্যাকেট দারুণ মানানসই। নব্বই দশকের এ স্টাইলটি আবার রাজত্ব করছে ট্রেন্ডে। এটি সাধারণত ফুলহাতা সোয়েটার, যা গলা ঢেকে রাখতেও সাহায্য করে। এর বৈশিষ্ট্য হলো, গলা ঢেকে দেওয়ায় এই আউটফিটে ফেশিয়াল স্ট্রাকচার হয়ে ওঠে আরও লক্ষণীয়
ছবি: হাল ফ্যাশন
৬/৭
 আর আউটফিটের রঙের প্রসঙ্গে বলতে হয়। বর্তমানে কালার কন্ট্রাস্ট আউটফিট জমিয়ে রেখেছে ফ্যাশন ট্রেন্ড
আর আউটফিটের রঙের প্রসঙ্গে বলতে হয়। বর্তমানে কালার কন্ট্রাস্ট আউটফিট জমিয়ে রেখেছে ফ্যাশন ট্রেন্ড
ছবি: হাল ফ্যাশন
৭/৭
সঙ্গে পরা যেতে পারে স্টিলেটো অথবা বুট; পাশাপাশি ম্যাচিং অ্যাকসেসরিজও থাকতে পারে
সঙ্গে পরা যেতে পারে স্টিলেটো অথবা বুট; পাশাপাশি ম্যাচিং অ্যাকসেসরিজও থাকতে পারে
ছবি: হাল ফ্যাশন
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১০: ০০
বিজ্ঞাপন