সব সময়েই ট্রেন্ডি যেসব জুতা
শেয়ার করুন
ফলো করুন

অফিস হোক, পার্টি হোক কিংবা ঘুরতে যাওয়ায় জুতার চাহিদা থাকে সবার ওপরে। ফ্যাশন পরিবর্তনের সঙ্গে সঙ্গে জুতার ফ্যাশনেও কিছুটা পরিবর্তন হয়। তবে কিছু ধরনের জুতা রয়েছে যার ট্রেন্ড বাতিল হয় না কখনোই।

স্নিকার্স

স্নিকার্স শুধু অফিসে বা ভ্রমণের জন্যই আদর্শ নয়। এখন বিয়ের পোশাকের সঙ্গেও কনেরা স্নিকার্স পরে থাকেন। অর্থাৎ সব ধরনের পোশাকের সঙ্গেই স্নিকার্স পরার ট্রেন্ড এসেছে। তবে ব্যাগি প্যান্ট, লেগিংস, ব্রিজি ড্রেস পরেও পায়ে দিব্যি স্নিকার্স মানিয়ে যাবে। ক্ল্যাসিক কনভার্স, স্লিপ অন ভ্যানস, নাইকি এয়ার—সব সময়েই থাকবে জুতার ট্রেন্ডে সবার ওপরে।

মডেল: ইলা, ছবি: সাইফুল ইসলাম
মডেল: ইলা, ছবি: সাইফুল ইসলাম

পয়েন্টেড টো পাম্পস

কয়েক বছর আগেও প্ল্যাটফর্ম হিল ছিল বেশ ট্রেন্ডি। তবে পয়েন্টেড টো পাম্পস টাইমলেস। শাড়ি, সালোয়ার কামিজ বা অন্য পোশাকের সঙ্গে এই জুতা অনেকেই পছন্দ করেন। বিশেষ করে লুকে গ্লামার বাড়াতে পয়েন্টেড টো পাম্পস যথাযথ ভূমিকা পালন করে। লাল গালিচায় তারকাদেরও পছন্দ এই জুতা।

বিজ্ঞাপন

লোফার

লোফারের সব থেকে বড় সুবিধা এটি প্রাতিষ্ঠানিক ও ক্যাজুয়াল দুই ধরনের লুকেই সমানভাবে পরা যাবে। লোফারের ডিজাইন এখন আরও সমসাময়িক, তাই এই জুতার ট্রেন্ড আগেও দেখা গেছে আবার এখনো জনপ্রিয়। লোফার ক্যাজুয়াল কিন্তু বেশ স্টাইলিশ।

হিলড স্যান্ডেল

হিলড স্যান্ডেল অনেকের কাছেই পেয়েছে ক্ল্যাসিকের তকমা। দুই ফিতা দেওয়া এই জুতার ফ্যাশন চলছে বহু আগ থেকেই, কিন্তু এখনো সমানভাবেই জনপ্রিয়। নানা ধরনের রং থাকলেও মেটালিক বা নুড রঙের হিল স্যান্ডেল সবার ব্যক্তিত্বের সঙ্গেই মানিয়ে যাবে। এই জুতা পরলে পায়ের বেশির ভাগ জায়গাই খোলা থাকে। তাই পার্টি জুতা হিসেবে এটি বেশ জনপ্রিয়।

মডেল: মিথিলা, ছবি: সাইফুল ইসলাম
মডেল: মিথিলা, ছবি: সাইফুল ইসলাম

কমব্যাট বুট

প্রতিদিনের ফ্যাশন হিসেবে কমব্যাট বুট সব সময়ের জন্য জনপ্রিয়। পুরো পা আটকানো এই জুতা ক্যাজুয়াল লুকের জন্য আদর্শ। এই ধরনের বুটের মধ্যে কয়েকটি রং থাকলেও কালো রং রয়েছে এগিয়ে। সব ধরনের জিনসের সঙ্গেই কালো রং মানিয়ে যায় বলেই কমব্যাট বুটের ফ্যাশন অনেকটা স্থায়ী।

বিজ্ঞাপন

ওভার দ্য নি বুট

এ ধরনের জুতা আমাদের দেশে সব জায়গায় পরা যায় না। তবে শীতকালে বা নির্দিষ্ট কিছু পোশাকের সঙ্গেই লম্বা এই বুট পরা যায়। এ ছাড়া যাঁরা বাইক চালান তাঁদের জন্য ওভার দ্য নি বুট খুবই উপকারী। পা ধুলাময়লা থেকে রক্ষার পাশাপাশি সুরক্ষা পেতেও এই বুট পরতে হবে।

মডেল: আসিফ, ছবি: সাইফুল ইসলাম
মডেল: আসিফ, ছবি: সাইফুল ইসলাম

ফিতা দেওয়া স্যান্ডেল

ফ্যাশন ও আরাম দুটিই পেতে চাইলে স্ট্র্যাপি স্যান্ডেল মানানসই। বিশেষ করে গরমে পা খোলা স্যান্ডেলে মিলবে আরাম। মিনিমাল ডিজাইনের পাশাপাশি বিভিন্ন রকম অনুষঙ্গ দিয়েও ডিজাইন করা হয় স্ট্র্যাপি স্যান্ডেল। কামিজ, কুর্তি, জিনস, মিডি ড্রেসের সঙ্গে পরা যাবে এই স্যান্ডেল।

কভার ছবি

মডেল: মাহেলেকা ও রাব্বি, ছবি: সাইফুল ইসলাম

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮: ৩৪
বিজ্ঞাপন