শাড়িতে ভিনদেশি
শেয়ার করুন
ফলো করুন

সম্প্রতি শাড়ি পরে ভারতীয় সাজে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন জাপানি তরুণী মায়ো। ইনস্টাগ্রামে তাঁর নাম মায়ো জাপান। তিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। থাকেন ভারতের মুম্বাই শহরে। ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই বোঝা যাবে, শাড়ি পরতে কতটা ভালোবাসেন তিনি। বিভিন্ন শাড়িতে তাঁকে প্রায়ই দেখা যায় ইন্টারনেট কাঁপাতে।

বিজ্ঞাপন

ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের আইকনিক সংলাপ পুনরায় তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন মায়ো। তাঁর একটি ভিডিও ইন্টারনেটে সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে সংলাপ বলার পর তিনটি সুন্দর শাড়িতে দেখা যায় তাঁকে। এ ছাড়া বেশকিছু ভিডিওতে শাড়ি পরে নাচতে দেখা যায় তাঁকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর ফলোয়ার এখন ১২৮ হাজার। আইকনিক বলিউড গান এবং নাচের ভিডিও তৈরি করতে পছন্দ করেন মায়ো।

আর পোশাক হিসেবে মায়োর প্রথম পছন্দ শাড়ি। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শাড়িতে একজন নারীকে সুন্দর দেখায়। আপনি কি একমত নন!’ এ ছাড়া দুই দেশের সংস্কৃতিকে এক করতে জাপানিজ মোটিফকে শাড়ির জমিনে ফুটিয়ে তুলেছেন তিনি। ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

ভিনদেশি কেউ যখন দেশীয় পোশাক আপন করে নেয়, তখন তার প্রতি ভালোবাসাও বেড়ে যায়। তেমনই আরেকজন নাটসুমি হারাদা। পেশায় একজন সিনেমাটোগ্রাফার। কাজের পাশাপাশি অবসর কাটাতে প্রায়ই চলে আসেন বাংলাদেশে। তাঁর পছন্দের পোশাক শাড়ি। নিজের কালেকশনেও রেখেছেন নানা ধরনের শাড়ি। যেকোনো উৎসব–পার্বণে নিজের দেশীয় পোশাকের পাশাপাশি শাড়ি পরেন তিনি। শাড়িতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন নাটসুমি।

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ১০: ২৪
বিজ্ঞাপন