হৃদি শেখ। বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক খ্যাতি পাওয়া এ তারকার ভক্ত রয়েছে সারা বিশ্বে। সম্প্রতি তাঁর নামের পাশে যোগ হয়েছে আরেকটি বিশেষণ। আর তা হলো ফ্যাশন ডিজাইনার।
নাচের পাশাপাশি ফ্যাশনের প্রতি সব সময়ই ছিল তাঁর বিশেষ আগ্রহ। আবার নৃত্যশিল্পী হওয়ার সুবাদে প্রতিটি স্টেজ শোর জন্য নিজের পোশাক নিজে ডিজাইন করার অভিজ্ঞতা আগে থেকেই ছিল হৃদির। হৃদির ফ্যাশন সেন্স নিয়ে কাছের মানুষ, বন্ধুবান্ধব, সহকর্মী—এমনকি ভক্তরাও বেশ প্রশংসা করেন। রাশিয়ায় বেড়ে ওঠা হৃদি বাংলাদেশে স্থায়ী হওয়ার পর নিজের স্বকীয় স্টাইল স্টেটমেন্ট তৈরিতে কিছুটা ঝামেলায় পড়ে যান। কারণ, এখানে নিজের পছন্দ এবং চাহিদা অনুযায়ী পোশাক পাচ্ছিলেন না তিনি। তাঁর মতে, এখানে এক্সপেরিমেন্ট করার সুযোগও কম।
তাই অনেকদিন থেকেই তাঁর মাথায় নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের ভাবনা ঘুরঘুর করছিল। যেখানে এমন সব পোশাক থাকবে, যা বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না এবং যে পোশাকগুলো দিয়ে চাইলেই নানাভাবে স্টাইলিং করা যায়। এ চিন্তা থেকে জন্ম হলো জেমিনাই বাই হৃদি শেখ ক্লদিং লাইনের, যা ডিএফক্লো বা ডিজাইনারস ফার্স্ট ক্লদিং নামের একটি ফ্যাশন প্ল্যাটফর্মের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত।
জেমিনাই বাই হৃদি শেখের প্রথম কালেকশনের নাম ইটারনাল মিউজ। লাইনটির মাধ্যমে হৃদি শেখ এমন নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, যাঁরা নিজের মেধা ও চেষ্টায় খ্যাতি অর্জন করেছেন। কালেকশনের প্রতিটি পোশাকই টু-ইন-ওয়ান; অর্থাৎ ফাংশনের সামান্য কিছু পরিবর্তন করেই একই পোশাক ফরমাল ও ক্যাজুয়াল দুইভাবেই স্টাইলিং করা যাবে।