হৃদি শেখের ইটারনাল মিউজ
শেয়ার করুন
ফলো করুন

হৃদি শেখ। বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক খ্যাতি পাওয়া এ তারকার ভক্ত রয়েছে সারা বিশ্বে। সম্প্রতি তাঁর নামের পাশে যোগ হয়েছে আরেকটি বিশেষণ। আর তা হলো ফ্যাশন ডিজাইনার।

মডেল: হৃদি শেখ, মেকআপ: হাসান খান, পোশাক: জেমিনাই বাই হৃদি শেখ, স্টাইলিং ও কোরিওগ্রাফি: অখিলা সাহা; ছবি: সাইফুল ইসলাম

নাচের পাশাপাশি ফ্যাশনের প্রতি সব সময়ই ছিল তাঁর বিশেষ আগ্রহ। আবার নৃত্যশিল্পী হওয়ার সুবাদে প্রতিটি স্টেজ শোর জন্য নিজের পোশাক নিজে ডিজাইন করার অভিজ্ঞতা আগে থেকেই ছিল হৃদির। হৃদির ফ্যাশন সেন্স নিয়ে কাছের মানুষ, বন্ধুবান্ধব, সহকর্মী—এমনকি ভক্তরাও বেশ প্রশংসা করেন। রাশিয়ায় বেড়ে ওঠা হৃদি বাংলাদেশে স্থায়ী হওয়ার পর নিজের স্বকীয় স্টাইল স্টেটমেন্ট তৈরিতে কিছুটা ঝামেলায় পড়ে যান। কারণ, এখানে নিজের পছন্দ এবং চাহিদা অনুযায়ী পোশাক পাচ্ছিলেন না তিনি। তাঁর মতে, এখানে এক্সপেরিমেন্ট করার সুযোগও কম।

বিজ্ঞাপন

তাই অনেকদিন থেকেই তাঁর মাথায় নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের ভাবনা ঘুরঘুর করছিল। যেখানে এমন সব পোশাক থাকবে, যা বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না এবং যে পোশাকগুলো দিয়ে চাইলেই নানাভাবে স্টাইলিং করা যায়। এ চিন্তা থেকে জন্ম হলো জেমিনাই বাই হৃদি শেখ ক্লদিং লাইনের, যা ডিএফক্লো বা ডিজাইনারস ফার্স্ট ক্লদিং নামের একটি ফ্যাশন প্ল্যাটফর্মের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত।

মডেল: হৃদি শেখ, মেকআপ: হাসান খান, পোশাক: জেমিনাই বাই হৃদি শেখ, স্টাইলিং ও কোরিওগ্রাফি: অখিলা সাহা; ছবি: সাইফুল ইসলাম

জেমিনাই বাই হৃদি শেখের প্রথম কালেকশনের নাম ইটারনাল মিউজ। লাইনটির মাধ্যমে হৃদি শেখ এমন নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, যাঁরা নিজের মেধা ও চেষ্টায় খ্যাতি অর্জন করেছেন। কালেকশনের প্রতিটি পোশাকই টু-ইন-ওয়ান; অর্থাৎ ফাংশনের সামান্য কিছু পরিবর্তন করেই একই পোশাক ফরমাল ও ক্যাজুয়াল দুইভাবেই স্টাইলিং করা যাবে।

বিজ্ঞাপন
ভ্যালেন্তিনা। নামের পেছনে অনুপ্রেরণা হলেন মহাকাশে ভ্রমণ করা প্রথম নারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা। ভ্যালেন্তিনা শার্টের মাধ্যমে তাঁর অবদানকে সম্মান জানানো হয়েছে। পপলিনের অ্যাসেমিট্রিক্যাল শার্টের কলার ঘাড়ের এক পাশে ও অন্য এক পাশে বোতাম রাখা হয়েছে। চাইলে বোতাম খুলে একে অফশোল্ডার করা যায়।
ভ্যালেন্তিনা। নামের পেছনে অনুপ্রেরণা হলেন মহাকাশে ভ্রমণ করা প্রথম নারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা। ভ্যালেন্তিনা শার্টের মাধ্যমে তাঁর অবদানকে সম্মান জানানো হয়েছে। পপলিনের অ্যাসেমিট্রিক্যাল শার্টের কলার ঘাড়ের এক পাশে ও অন্য এক পাশে বোতাম রাখা হয়েছে। চাইলে বোতাম খুলে একে অফশোল্ডার করা যায়।
মডেল: মার্জানা, মেকআপ: হাসান খান, পোশাক: জেমিনাই বাই হৃদি শেখ, স্টাইলিং ও কোরিওগ্রাফি: অখিলা সাহা; ছবি: সাইফুল ইসলাম
ইসাডোরা। সুন্দর ফ্লোরাল মিডি ড্রেসের নামকরণ করা হয়েছে বিখ্যাত আমেরিকান নৃত্যশিল্পী অ্যাঞ্জেলা ইসাডোরা ডানক্যানের নামে। ১০০ ভাগ কটন মিডি ড্রেসের সামনের দিকে বোতাম রয়েছে। বোতাম খুলে দিলে নিমেষেই এটি ক্যাজুয়াল স্লিট ড্রেসে পরিণত হবে।
ইসাডোরা। সুন্দর ফ্লোরাল মিডি ড্রেসের নামকরণ করা হয়েছে বিখ্যাত আমেরিকান নৃত্যশিল্পী অ্যাঞ্জেলা ইসাডোরা ডানক্যানের নামে। ১০০ ভাগ কটন মিডি ড্রেসের সামনের দিকে বোতাম রয়েছে। বোতাম খুলে দিলে নিমেষেই এটি ক্যাজুয়াল স্লিট ড্রেসে পরিণত হবে।
মডেল: অনন্যা, মেকআপ: হাসান খান, পোশাক: জেমিনাই বাই হৃদি শেখ, স্টাইলিং ও কোরিওগ্রাফি: অখিলা সাহা; ছবি: সাইফুল ইসলাম
বিখ্যাত অভিনেত্রী ও স্টাইল আইকন অড্রে হেপবার্নের নামে রাখা এই সাদা-কালো জাম্পস্যুট। দেখে আগাগোড়া ফরমাল ওয়্যার মনে হলেও, এটি ফরমাল ও ক্যাজুয়াল দুইভাবে স্টাইলিং করা যায়। ঘাড় থেকে একটু টেনে নামিয়ে দিলেই ক্যাজুয়াল অফশোল্ডার জাম্পস্যুট হয়ে যাবে।
বিখ্যাত অভিনেত্রী ও স্টাইল আইকন অড্রে হেপবার্নের নামে রাখা এই সাদা-কালো জাম্পস্যুট। দেখে আগাগোড়া ফরমাল ওয়্যার মনে হলেও, এটি ফরমাল ও ক্যাজুয়াল দুইভাবে স্টাইলিং করা যায়। ঘাড় থেকে একটু টেনে নামিয়ে দিলেই ক্যাজুয়াল অফশোল্ডার জাম্পস্যুট হয়ে যাবে।
মডেল: হৃদি শেখ, মেকআপ: হাসান খান, পোশাক: জেমিনাই বাই হৃদি শেখ, স্টাইলিং ও কোরিওগ্রাফি: অখিলা সাহা; ছবি: সাইফুল ইসলাম
বিবি। আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার ও সাবেক মডেল বিবি রাসেলকে সম্মান জানাতে এমন নামকরণ করা হয়েছে। কালো ও মেরুন লেয়ারড অ্যাসেমিট্রিক স্কার্টের বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি ৩৬০ ডিগ্রি কোণে ঘুরিয়ে নানাভাবে এর বিভিন্ন অংশ হাইলাইট করে স্টাইলিং করা যায়। এটি ইটারনাল মিউজ কালেকশনের সবচেয়ে ফাংশনাল পোশাক।
বিবি। আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার ও সাবেক মডেল বিবি রাসেলকে সম্মান জানাতে এমন নামকরণ করা হয়েছে। কালো ও মেরুন লেয়ারড অ্যাসেমিট্রিক স্কার্টের বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি ৩৬০ ডিগ্রি কোণে ঘুরিয়ে নানাভাবে এর বিভিন্ন অংশ হাইলাইট করে স্টাইলিং করা যায়। এটি ইটারনাল মিউজ কালেকশনের সবচেয়ে ফাংশনাল পোশাক।
মডেল: মার্জানা, মেকআপ: হাসান খান, পোশাক: জেমিনাই বাই হৃদি শেখ, স্টাইলিং ও কোরিওগ্রাফি: অখিলা সাহা; ছবি: সাইফুল ইসলাম
ফ্রিদা। বিখ্যাত ম্যাক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর সম্মানে এর নামকরণ করা হয়েছে। গাঢ় গোলাপি ক্রপটপ ফ্রিদা ও সবুজ হাই ওয়েস্টেড প্যান্ট ক্লিও। হাই ওয়েস্টেড প্যান্টে স্ট্র্যাপের ব্যবস্থা রাখা হয়েছে। কোমরের মাপ অনুযায়ী স্ট্র্যাপ কমানো বাড়ানো যাবে।
ফ্রিদা। বিখ্যাত ম্যাক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর সম্মানে এর নামকরণ করা হয়েছে। গাঢ় গোলাপি ক্রপটপ ফ্রিদা ও সবুজ হাই ওয়েস্টেড প্যান্ট ক্লিও। হাই ওয়েস্টেড প্যান্টে স্ট্র্যাপের ব্যবস্থা রাখা হয়েছে। কোমরের মাপ অনুযায়ী স্ট্র্যাপ কমানো বাড়ানো যাবে।
মডেল: অনন্যা, মেকআপ: হাসান খান, পোশাক: জেমিনাই বাই হৃদি শেখ, স্টাইলিং ও কোরিওগ্রাফি: অখিলা সাহা; ছবি: সাইফুল ইসলাম
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৩: ০৯
বিজ্ঞাপন