শাড়ি থেকে শর্টস: সব পোশাকের সঙ্গেই সাদা জুতা স্টাইলিং করবেন যেভাবে
শেয়ার করুন
ফলো করুন

ড্রেস ও স্কার্টের সঙ্গে

ফ্লোরাল মোটিফের জামা বা মিডি স্কার্টের সঙ্গে চোখ বন্ধ করে বেছে নেওয়া যেতে পারে এক জোড়া সাদা রঙের স্নিকারস। বিলাসবহুল ভ্রমণে পোশাকের সঙ্গে এই স্টাইল বেশ মানানসই হবে। বন্ধুদের সঙ্গে যেকোনো জায়গায় ঘুরতে গেলেও এই জুতা হতে পারে উপযুক্ত ফ্যাশনসঙ্গী।

একরঙা বা প্রিন্ট মিনি ড্রেসের সঙ্গে এক জোড়া স্নিকারস স্মার্ট লুক আনে। ফিগার-হাগিং বডিকন ড্রেসের সঙ্গেও আজকাল অনেকে হিলের বদলে আরামের জন্য বেছে নিচ্ছেন স্নিকারস।  

বিজ্ঞাপন

জিনসের সঙ্গে

স্বাভাবিকভাবেই, সাদা স্নিকারস গরমের দিনে পোশাকের সঙ্গে একটা আরাম ভাব তৈরি করে। আর জিনসের সঙ্গে এক জোড়া স্নিকারস বা কনভার্স পরার স্টাইল বহু পুরোনো, যা একুশ শতকে এসেও চলছে।

তবে শুধু নীল রঙের জিনস নয়, কালোও কিন্তু বেশ জনপ্রিয় এখন। এর সঙ্গে মিলিয়ে প্রিন্টের ক্রপ টপ, ওভারসাইজ টি-শার্ট, শার্ট বা সোয়েট শার্ট পরা যেতে পারে।

বিজ্ঞাপন

শাড়ির সঙ্গে

টি-শার্ট ও জিনসের সঙ্গে জুতার সখ্য তো বহু আগের; কিন্তু শাড়ির সঙ্গে স্নিকারস ফ্যাশনে ভিন্ন আবেদন নিয়ে এসেছে। হাই হিল, ফ্ল্যাট নানা ধরনের জুতা বেছে নেওয়া যেতেই পারে শাড়ির সঙ্গে। তবে হালের ট্রেন্ডে গা ভাসাতে চাইলে এক জোড়া সাদা স্নিকারস জুতার র‍্যাকে থাকতেই হবে।

কমই বেশি

ফ্যাশনের ভাষায় এখন একটা কথা বেশ ট্রেন্ডি। সেটা হলো ‘লেস ইজ মোর’; অর্থাৎ কমই বেশি। মিনিমাল ফ্যাশনের যুগে তাই স্টাইলটাও হবে তেমনই। ঘর থেকে বের হতে গেলে সবার আগেই ভাবতে হয় কোন পোশাক পরব। এরপর জুতা নিয়েও চিন্তা হয়। তবে এর সমাধানটাও বেশ সহজ।

সময় বাঁচাতে জিনসের সঙ্গে একটা সাদা টি-শার্ট বেছে নিতে পারেন। এর সঙ্গে লেয়ার নেকলেস আর সর্বশেষ সাদা রঙের জুতা। ব্যাস, হয়ে গেল স্টাইল।

তা-ও যদি না হয়, তাহলে যেকোনো ফ্লেয়ারড প্যান্টের সঙ্গে টপ দিয়েও পরতে পারেন সাদা রঙের জুতা। ট্রাউজার সেটের সঙ্গেও সাদা স্নিকারস ‘কুল লুক’ দেবে।

শর্টসের সঙ্গে

শর্টস, টি-শার্ট বা টপ আর সঙ্গে স্নিকারস—এই লুক ফ্যাশনিস্তাদের চিরচেনা। তবে স্টাইলিং আপনার লুকে নতুনত্ব আনতে পারে। এ ক্ষেত্রে শর্টসের সঙ্গে একটি গ্রাফিক টি-শার্ট বেছে নিতে পারেন। এর ওপর লেয়ার করতে পারেন লম্বা বোতামযুক্ত কার্ডিগান দিয়ে। সর্বশেষ বাড়তি আকর্ষণ যোগ করবে স্নিকারস।

ছবি: তারকাদের ইন্সটাগ্রাম ও ফেসবুক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৫: ০০
বিজ্ঞাপন