এই গরমেও বর্ষবরণ উৎসব নিয়ে উৎসাহের কমতি নেই কারও মধ্যে। পয়লা বৈশাখে বাইরে বেরোতে শাড়ির পাশাপাশি ফিউশনধর্মী পশ্চিমা পোশাকে আগ্রহ বেশি কিশোরী-তরুণীদের। এদিকে ঈদেরও দেরি নেই। দিনের বেলায় ঈদের ঘোরাঘুরিতেও এমন পোশাক আরাম দেবে।
মানসুরা স্পৃহার অনলাইন ফ্যাশন উদ্যোগ ‘সরলা’ বিশেষভাবে বটমওয়্যার নিয়ে কাজ করছে এক বছর ধরে। তাদের নিয়মিত আয়োজনে ট্রাভেল প্যান্ট, হেরেম প্যান্ট, পাতিয়ালা প্যান্ট, স্ট্রেট কাট ট্রাউজার্স, পালাজ্জো, স্কার্ট—সবকিছু থাকলেও এবারের উৎসবের সংগ্রহটি সাজানো হয়েছে নজরকাড়া স্কার্ট পালাজ্জো দিয়ে। গরম আবহাওয়ার কথা মাথায় রেখে সুতি, লিনেন ও আরামদায়ক জর্জেট কাপড়ে বানানো হয়েছে এই বটমওয়্যারগুলো।
করা হয়েছে মূলত ব্লকের কাজ। এগুলোতে রঙের বৈচিত্র্য রাখা হয়েছে বেশ। সামার ফ্যাশনের হালকা রং আর উৎসবধর্মী উজ্জ্বল কালার প্যালেট—দুটি থিমই অনুসরণ করা হয়েছে। আরেকটি বিশেষ ব্যাপার হলো প্লাস সাইজের বটম অনায়াসে মিলছে সরলার সংগ্রহে। কাস্টমাইজও করে দেওয়া হচ্ছে পোশাকগুলো। নানা ডিজাইনের এই আরামদায়ক বটমের সঙ্গে কামিজ, কুর্তি, ক্রপটপ, শার্ট, টি-শার্ট—সবকিছুই মানিয়ে যাবে।
তবে সরলার এবারের সংগ্রহের সবচেয়ে নজরকাড়া জিনিসটি হচ্ছে বেল্ট। উপযুক্ত একটি ব্যতিক্রমধর্মী অনুষঙ্গ পুরো লুকই বদলে দিতে পারে আসলে। দেশি থিমে কারুকার্য করা এই উজ্জ্বল রঙের লাল বেজ ফেব্রিকের বেল্ট পয়লা বৈশাখের শাড়িকে দেবে অন্য রকম স্টাইলিশ লুক। কিশোরী-তরুণীরা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ থেকে শুরু করে সারা দিন দাপিয়ে বেড়ানোর সময় বেল্টটি সযত্নে শাড়িটিকে সামলে রাখার দায়িত্ব নেবে।
আঁচল আটকে গেল, কুঁচি সরে গেল—এসব ভেবে মজাটা মাটি হবে না আর হইহুল্লোড়ের মধ্যে। সরলার কর্ণধার মনসুরা স্পৃহা বললেন, শুধু শাড়ি নয়, যেকোনো ওভারসাইজ শার্ট, ফ্রক স্টাইলের ড্রেস বা একরঙা গ্যাবার্ডিন কিংবা ডেনিম ট্রাউজার্সের সঙ্গে পরা যাবে এই বেল্ট—এমন ভাবনা থেকেই তিনি বানিয়েছেন এটি।
ছবি: মানিক ওঝা
মডেল: ফারজানা আফরিন পূর্বা
সৌজন্য: সরলা