শীতে তাগা ম্যানের নতুন পরিবেশবান্ধব সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তন ঠেকাতে সাসটেইনেবল বা পরিবেশবান্ধব ফ্যাশনের বিকল্প নেই। কয়েক বছর ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রি হাঁটছে সেই পথে। উদ্ভাবিত হচ্ছে নানা রকম প্রযুক্তি, যা পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য পণ্য উৎপাদন করছে। বিশ্বের নামিদামী ব্র্যান্ড এখন এই উদ্ভাবনী প্রক্রিয়ার দিকে ঝুঁকছে। এদিক দিয়ে বাংলাদেশের ব্র্যান্ডগুলো দেরিতে হলেও পরিবেশবান্ধব ফ্যাশনের চর্চা শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশের সুপরিচিত লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের সাব–ব্র্যান্ড তাগা ম্যান পরিবেশ ও জলবায়ুর কথা চিন্তা করে বাজারে এনেছে একটি বিশেষ পরিবেশবান্ধব সংগ্রহ।

তাগা ম্যান এই সংগ্রহ সাজিয়েছে পরিবেশবান্ধব ফ্যাশন ও রিসাইক্লিংয়ের মতো গুরুত্বপূর্ণ সব বিষয় বিবেচনায় রেখে
তাগা ম্যান এই সংগ্রহ সাজিয়েছে পরিবেশবান্ধব ফ্যাশন ও রিসাইক্লিংয়ের মতো গুরুত্বপূর্ণ সব বিষয় বিবেচনায় রেখে

এই পুরো সংগ্রহটি সাজানো হয়েছে পরিবেশবান্ধব ফ্যাশন ও রিসাইক্লিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে। এর পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে পোশাক নিয়ে ছেলেদের চিন্তাভাবনাকেও। সাধারণত ছেলেরা নিজেদের জন্য ঘন ঘন শপিং করেন না। একই পোশাক বছরের পর বছর পরতেই থাকেন। বারবার ব্যবহারে পোশাকের মান যাতে বজায় থাকে, সে জন্য নতুন সংগ্রহে এমন সব পরিবেশবান্ধব ও টেকসই উপাদান ব্যবহার করা হয়েছে, যা পোশাকের মান ও স্থায়িত্ব ধরে রাখবে। এই সংগ্রহে রয়েছে ব্লেজার, প্যান্ট, জ্যাকেট, ট্রাউজার, ফ্লানেল ওভারশার্টসহ নজরকাড়া সব ডিজিটাল প্রিন্টেড টি-শার্ট।

বিজ্ঞাপন

যত দিন পেট্রোলিয়াম উৎপাদিত হবে, তত দিন এর বাইপ্রোডাক্ট হিসেবে কোনো না কোনো প্লাস্টিক থাকবে। দুই ধরনের প্লাস্টিক আছে; পলিইথিলিন ও পলিপ্রোপাইলিন। এই দুই প্লাস্টিককে ফরম্যাট করে ভার্জিন পলিয়েস্টার তৈরি করা সম্ভব। এই ভার্জিন পলিয়েস্টার যখন হয়েই যাবে, তখন এটাকে বারবার করে ব্যবহার করতে হবে যাতে নতুন কোনো পলিয়েস্টার তৈরি করা না হয়। এভাবে উপর্যুপরি ব্যবহারে পরিবেশ দূষণের ঝুঁকি কমে যাবে।

তাগা ম্যানের এই কালেকশন তৈরিতে অনেক ধরনের ট্রিটমেন্ট করা হয়েছে
তাগা ম্যানের এই কালেকশন তৈরিতে অনেক ধরনের ট্রিটমেন্ট করা হয়েছে

এ দেশের তরুণদের মধ্যে টি–শার্টের জনপ্রিয়তা অনেক। তাই তাগা ম্যানের শীতের সংগ্রহ শুরুর খুব অল্প সময়ের মধ্যে তাদের ডিজিটাল প্রিন্টেড টি–শার্ট ‘স্ট্যান্ডআউট আইটেম’–এ পরিণত হয়েছে। এখানে কিছু টি–শার্টের প্রিন্টে ঢাকা শহরের পুরোনো বাসের ছাল উঠে যাওয়ার প্রিন্ট দেখা যায়। পুরোনো বাসের ছবি তুলে, সেই ছবিকে গ্রাফিক্যালি ক্যামোফ্ল্যাজ করা হয়েছে। টি–শার্টগুলো তৈরিতে ব্যবহার হয়েছে অর্গানিক কটন। আবার কিছু টি–শার্ট তৈরি হয়েছে রিসাইকেলড পলিয়েস্টার দিয়ে। অন্যদিকে ছোট ছোট ডিটেইলিংয়েও ব্যবহার করা হয়েছে পুনর্ব্যবহৃত প্লাস্টিক।
এই কালেকশন তৈরিতে অনেক ধরনের ট্রিটমেন্ট করা হয়েছে। এখানে নানা ধরনের এনজাইম ট্রিটমেন্ট বেশি করা হয়েছে। সামান্য পরিমাণ ব্লিচ ও লেজার স্যান্ডওয়াশিংও করা হয়েছে।

বিজ্ঞাপন

এই সংগ্রহের কালার প্যালেট বেশ অভিনব কায়দায় নির্বাচন করা হয়েছে। গত ১০০ বছরে পৃথিবীতে তাপমাত্রা যেভাবে পরিবর্তিত হয়েছে, তাঁর সব উপাত্ত নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে সংগ্রহ করা আছে। একেক বছরের তাপমাত্রার একেক রকম রং। তাগা ম্যানের নতুন সংগ্রহ তৈরিতে বাংলাদেশের ১০০ বছরের তাপমাত্রার রং ম্যানিপুলেট করে ব্যবহার করা হয়েছে।

তাগা ম্যান নতুন এই সংগ্রহ চালু করার মাধ্যমে প্যাকেজিংয়ের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে। কারণ,  প্রচলিত উপকরণ থেকে দূরে সরে গিয়ে, তারা শতভাগ বায়োডিগ্রেডেবল ও পুনর্ব্যবহারযোগ্য শপিং ব্যাগ ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করছে। তাগা ম্যানের ই-কমার্স ডেলিভারি পার্সেলগুলোও এখন শতভাগ বায়োডিগ্রেডেবল পলিথিনে মোড়ানো হচ্ছে, যা মাটিতে পড়ার দুই বছরের মধ্যে একদম মিশে যাবে। এই পলি ম্যাটেরিয়াল রিসাইকেল পলিথিন থেকে তৈরি।

পানির দূষণ কমাতে তাগা ম্যান পরিবেশবান্ধব ওয়াটারবেজড প্রিন্টিং প্রক্রিয়াকে কাজে লাগিয়েছে। এই পদ্ধতিতে পানিকে পুনর্ব্যবহার করা যায়। এই পদ্ধতি কেবল জলাশয়ে ক্ষতিকর রাসায়নিকের নিঃসরণই কমায় না, বরং পরিবেশবান্ধব উত্পাদন অনুশীলনে একটি নতুন মান নির্ধারণ করে।

পরিবেশবান্ধব ফ্যাশন পোশাক বা এর উৎপাদনেই শুধু সীমাবদ্ধ নয়। এখানে প্যাকেজিংকেও মাথায় রাখতে হয়। বিশ্বে যেকোনো প্যাকেজিং প্রস্তুত করতে সবচেয়ে বেশি প্লাস্টিকের ব্যবহার হয়। কারণ, এটা সহজলভ্য। তবে পরিবেশদূষণে প্লাস্টিকের বাজে প্রভাব সম্পর্কে এখন সবাই বেশ অবগত আছেন। তাগা ম্যান নতুন এই সংগ্রহ চালু করার মাধ্যমে প্যাকেজিংয়ের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে। কারণ,  প্রচলিত উপকরণ থেকে দূরে সরে গিয়ে, তারা শতভাগ বায়োডিগ্রেডেবল ও পুনর্ব্যবহারযোগ্য শপিং ব্যাগ ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করছে। তাগা ম্যানের ই-কমার্স ডেলিভারি পার্সেলগুলোও এখন শতভাগ বায়োডিগ্রেডেবল পলিথিনে মোড়ানো হচ্ছে, যা মাটিতে পড়ার দুই বছরের মধ্যে একদম মিশে যাবে। এই পলি ম্যাটেরিয়াল রিসাইকেল পলিথিন থেকে তৈরি।

এই সংগ্রহ তৈরির জন্য পানির দূষণ কমাতে তাগা ম্যান পরিবেশবান্ধব ওয়াটারবেজড প্রিন্টিং প্রক্রিয়াকে কাজে লাগিয়েছে
এই সংগ্রহ তৈরির জন্য পানির দূষণ কমাতে তাগা ম্যান পরিবেশবান্ধব ওয়াটারবেজড প্রিন্টিং প্রক্রিয়াকে কাজে লাগিয়েছে

তাগা ম্যান তাদের নতুন সংগ্রহ দাঁড় করানোর আগে একটি অভিনব উদ্যোগ হাতে নেয়। তারা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যবস্থা উদ্ভাবন করেছে, যা এই পরিবেশবান্ধব সংগ্রহের উৎপাদনপ্রক্রিয়ায় কার্বন ফুটপ্রিন্ট পর্যবেক্ষণ ও কমানোর ক্ষেত্রে প্রত্যক্ষভাবে সাহায্য করে। তাগা ম্যানের এই বিশেষ উদ্যোগ রিয়েল-টাইম তথ্যের ওপর ভিত্তি করে বৃক্ষরোপণের সঙ্গে পরিবেশগত প্রভাবের ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দেয়।

একটি কথা না বললেই নয়, তাগার ফ্যাক্টরিগুলো WRAP বা ওয়ার্ল্ডওয়াইড রেসপনসিবল অ্যাক্রেডিটেটেড প্রোডাকশন সার্টিফায়েড। WRAP হলো পোশাক, জুতা ও অন্যান্য সেলাই করা পণ্যের উৎপাদনদাতাদের জন্য বিশ্বের বৃহত্তম কারখানাভিত্তিক সার্টিফিকেশন প্রোগ্রাম। এটি উৎপাদনপ্রক্রিয়ায় পরিবেশগত ও নৈতিক দায়িত্বের সর্বোচ্চ মান পূরণের নিশ্চয়তা দেয়।

তাগা ম্যানের শীতের নতুন সংগ্রহের পোশাক থাকছে ক্রয়সাধ্যের মধ্যে
তাগা ম্যানের শীতের নতুন সংগ্রহের পোশাক থাকছে ক্রয়সাধ্যের মধ্যে

সাধারণত পশ্চিমা দেশগুলোয় দেখা যায় পরিবেশবান্ধব পোশাকের দাম অনেক বেশি হয়। কিন্ত তাগা ম্যানের শীতের নতুন সংগ্রহের পোশাকগুলো যথেষ্ট সহজলভ্য। এই সংগ্রহ দেখতে চলে যেতে পারেন আপনার নিকটস্থ আড়ং আউটলেটে অথবা ভিজিট করতে পারেন ব্র্যান্ডের ওয়েবসাইটে।
ছবি: তাগা ম্যান

সহযোগীতা: নাদিয়া ইসলাম ও ফাহমিদা শিকদার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন