৩১ জানুয়ারি নতুন যাত্রা শুরু করছে বহুল প্রতীক্ষিত 'দেশীদশ’
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

বসুন্ধরা সিটি মলের লেভেল ৭–এ ২০০৯ সালে ১০টি দেশীয় ফ্যাশন হাউসের যৌথ উদ্যোগে ‘দেশীদশ’–এর শুভসূচনা হয়। প্রতিযোগী প্রতিষ্ঠানের সহযোগী ভূমিকা রাখা এ উদ্যোগ সবার, বিশেষত ফ্যাশন সচেতন ক্রেতাদের কাছে বিশেষ সমাদৃত হয় এবং বাহবা কুড়ায়। মলটি নতুনভাবে সজ্জিত করার পরিকল্পনার অংশ হিসেবে দেশীদশের শাখাটি সাময়িকভাবে বন্ধ থাকার পর বসুন্ধরা সিটি লেভেল ৪, ব্লক বি লোকেশনে ৩১ জানুয়ারি বিকেল ৪টায় নতুন সাজে শুরু হতে যাচ্ছে।

দেশীদশের অন্যতম সদস্য কে ক্র্যাফটের কর্ণধার খালিদ মাহমুদ খান বলেন, প্রয়োজনে পরিবর্তিত নতুন স্থানে একইভাবে দেশীদশ সবার ভালো লাগবে, চাহিদা পূরণে সমর্থ হবে। দেশীয় পোশাক ও কারুশিল্পকে যৌথভাবে ক্রেতাদের কাছে আরও জনপ্রিয় করে দেশের বয়নশিল্পী, কারুশিল্পী, সূচিকর্ম শিল্পীসহ সৃজনশীল জনগোষ্ঠীর ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির প্রয়াসে ১০টি অন্যতম প্রধান দেশীয় ফ্যাশন হাউসের যৌথ প্রচেষ্টা দেশীদশ। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরে দেশীদশ রয়েছে।

ছবি: দেশীদশের ফেসবুক

বিজ্ঞাপন
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১৫: ৩৪
বিজ্ঞাপন