জিজি আর বেলা হাদিদের বোন আলানা হাদিদের রানওয়ে অভিষেক
শেয়ার করুন
ফলো করুন

জিজি হাদিদ ও বেলা হাদিদকে চেনেন না—এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ফ্যাশন-দুনিয়ায় এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন তাঁরা। থাকেন আলোচনায় সব সময়ই। আকর্ষণীয় চেহারা, দেহবল্লরী আর নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে তাঁরা দুজনই এখন ফ্যাশন আইকন। তবে সম্প্রতি তাঁদের বড় বোন আলানা হাদিদ কোপেনহেগেন ফ্যাশন উইকে রানওয়েতে আত্মপ্রকাশ করেছেন মডেল হিসেবে। আর এই মেধাবী ফ্যাশন ডিজাইনারের র‍্যাম্প অভিষেক বেশ আলোচনায় এসেছে।

এই ফ্যাশন ইভেন্টে গত সোমবার স্যাকস পটস শো খোলার পর ৩৮ বছর বয়সী আলানা গতকাল বৃহস্পতিবার ডেনমার্কের রাজধানীতে মুনথে শোতে হেঁটেছেন। দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী লুকে তাঁর সাবলীল উপস্থাপনা দেখে মুগ্ধ সবাই।

বিজ্ঞাপন

প্রথমেই আলানা সবার সামনে আসেন স্বচ্ছ মেশ ড্রেসে। শিয়ার ফেব্রিকে ছোট ছোট রঙিন পুঁতি দিয়ে লাইন করা ফুলেল এমব্রয়ডারি নিঃসন্দেহে নজর কেড়েছে। কালো, বেইজ আর সাদা রঙের একই ফুলেল প্যাটার্নের লঞ্জরি সেটের ওপর পরেছেন এই ড্রেস। কালো চামড়ার স্যান্ডেল রয়েছে পায়ে।

দ্বিতীয় লুকে আলানাকে দেখা যায় একটি কালো চামড়ার মিনিড্রেসে। ছোট ছোট ফুলের আকৃতির কাটআউট পুরোটায়। আলানা আগের কালো স্যান্ডেলের সঙ্গেই এটি পরেছেন। সঙ্গে একটি পশমের বাদামি, ক্রিম আর কালো ব্যাগ নিয়েছেন তিনি। দুই লুকেই আলানার মেকআপ একেবারেই ন্যাচারাল। সোজাসাপটা খোলা চুলে ব্যক্তিত্ব ফুটে উঠেছে তাঁর দারুণভাবে।

বিজ্ঞাপন

 আলানা, বাকি দুই বোন জিজি ও বেলার বাবা, মোহাম্মদ হাদিদ ও তাঁর সাবেক স্ত্রী মেরি বাটলারের মেয়ে। আলানা পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। লস অ্যাঞ্জেলেসের ইউনিসেক্স ব্র্যান্ড লা ডেট্রেসের সহপ্রতিষ্ঠাতা তিনি।

বলা যায়, তিনি এখন পরিবারের পঞ্চম মডেল। জিজি ও বেলা অবশ্য ফ্যাশন রয়্যালিটি। কিন্তু ভাই আনোয়ারও মডেলিং করেছেন। এদিকে জিজি আর বেলার মা ইয়োলান্ডা হাদিদ যৌবনে একজন সুপরিচিত মডেল ছিলেন।

হিরো ইমেজ: আলানার ইন্সটাগ্রাম হ্যান্ডল

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৮: ০০
বিজ্ঞাপন