এ প্রজন্মের প্রতিভাবান ডিজাইনার মেহবুব কামাল। জাদু নামেই তিনি বিশেষ পরিচিত। তাঁর ব্র্যান্ডের নাম জাদুর বাক্স। নতুন নতুন চমক দিতেই পছন্দ তাঁর। তবে তিনি চমক দেখান দেশীয় কাপড় ব্যবহার করে। তাঁর পছন্দের কাপড় সিরাজগঞ্জের গামছা। এবার তা দিয়ে তৈরি করেছেন দৃষ্টিনন্দন হুডি।
বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে হুডি অত্যন্ত পছন্দের শীতপোশাক। জাদুর বাক্স যেহেতু বরাবরই গামছা দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের পোশাক নিয়ে আসে, তাই এবার শীতের কথা মাথায় রেখে তৈরি করে ফেলেছে গামছা প্যাচওয়ার্কের হুডি। এটা এমন প্যাটার্নে করা হয়েছে, যাতে ছেলেমেয়ে উভয়েই পরতে পারে। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সিরাজগঞ্জের হান্ডলুম গামছা এবং একটু ভারী করার জন্য ভেতরে থাই কটন ব্যবহার করা হয়েছে। সাধারণত আমরা জানি, গামছা থেকে অনেক সময় রং ওঠে। এ জন্য এই হুডি তৈরিতে যে গামছা ব্যবহার করা হয়েছে, সেগুলোর রং পাকা। ফলে রং ওঠার কোনো ভয় নেই। নিজেদের ঐতিহ্যের তাঁতের কাপড়কে এভাবেই আন্তর্জাতিক মানের পোশাকে রূপান্তরের এই প্রয়াস—কোনো সন্দেহ নেই অসাধারাণ।
ছবি: যাদুর বাক্স