আগল ভাঙা ফ্যাশন আইকন ও পপ তারকা ম্যাডোনার আশির দশকের জনপ্রিয় গান ‘পাপা ডোন্ট প্রিচ’ গানে ছিল প্রথা না মানার আহবান, বিদ্রোহের সুর। সে নামের ফ্যাশন ব্র্যান্ড যে একই পথে হাঁটবে সে কথা বলাই যায়। ‘দ্য ব্যালাড অব দ্য ব্রাইড’—এই নামে পাপা ডোন্ট প্রিচ–এর সংগ্রহ দেখলে যে কারওরই প্রথমে যা মনে হবে, তা হলো এ একেবারে অন্যরকম কিছু।
ব্যতিক্রমধর্মী আর প্রথার বাইরের বিয়ের পোশাকের ক্ষেত্রে ইতিমধ্যে অত্যন্ত সুনাম অর্জন করেছে ব্র্যান্ডটি। ব্র্যান্ডের স্বত্বাধিকারী মেধাবী ডিজাইনার শুভিকা দাভদার মূলমন্ত্রই হচ্ছে, বৌয়ের সাজে নতুনত্ব নিয়ে আসা।
এবারের সংগ্রহে বরের জন্য ছয়টি পোশাক রয়েছে। স্যুট-জ্যাকেট ও শেরওয়ানিতে মনোটোন থিমে একই রঙের কাপড় ও অলংকরণ ব্যবহার করা হয়েছে। সঙ্গে ১৭টি ব্রাইডাল পোশাক রয়েছে কনের জন্য।
ডিজাইনগুলো এই ব্র্যান্ডের সিগনেচার রং প্যাস্টেলের সঙ্গে ক্ল্যাসিক টকটকে লাল, প্রাণবন্ত সবুজ আর ফিরোজার আভাযুক্ত উজ্জ্বল নীলকে প্রাধান্য দেওয়া হয়েছে। মখমল, সিল্ক এবং অরগানজায় চোখজুড়ানো নকশা ফুটে উঠেছে অনবদ্য সূচিকর্মে।
রিফ্লেক্টিভ সিকুইন আর ব্র্যান্ডটির সিগনেচার থ্রি-ডি এমবেলিশমেন্টও চোখে পড়ার মতো। শুধু ব্রাইডাল লেহেঙ্গা বা গাউন নয়, কনের সখীদের জন্য রয়েছে জাম্পস্যুট, ড্রেপ জ্যাকেট দেওয়া স্টিচড শাড়ি বা লেহেঙ্গা। অনায়াসে এ পোশাকগুলো পরতে পারবেন বিয়ের পোশাকে নিরীক্ষা চালাতে উৎসুক আধুনিক কনেরাও।