কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে প্রথমবারের মতো যোগ দেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলা। মার্শে দ্যু ফিল্মের ভারতীয় প্যাভিলিয়নে তাঁর অভিনীত দ্বিতীয় বলিউড ছবি ‘লাইফ’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ২২ মে এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে লালগালিচায় হাঁটেন মিথিলা। এদিন তিনি পরেছিলেন বাংলাদেশের জনপ্রিয় হাই এন্ড ফ্যাশন ডিজাইনার সারা করিমের ডিজাইনে বিশেষভাবে তাঁর জন্য বানানো লেহেঙ্গা।
অফ-হোয়াইট লেহেঙ্গাটি বানাতে ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি। এর পুরো জমিনে মেটাল ও পাথরের কাজ। সঙ্গে পরেছিলেন মানানসই জমকালো গয়নার সেট। এই সেটের গলার হার, কানের দুল ও আংটিতে চোখধাঁধানো হীরা ও পান্নার ব্যবহার রয়েছে। গয়নার সেটটি তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের স্বনামধন্য জুয়েলারি ব্র্যান্ড জড়োয়া হাউসের এক্সক্লুসিভ কালেকশন থেকে।
পোশাক ও গয়নার সঙ্গে মিলিয়ে নিজের মেকআপ নিজেই করেছেন মিথিলা। কানে উপস্থিত অন্য সব তারকার মতো মেকআপের মিনিমাল ধারা থেকে সরে গিয়ে সেজেছেন গর্জাস মেকআপে।
ভারী বেজের ওপর বেশ ভালো পরিমাণ ব্লাশঅন ও হাইলাইটার দিয়েছেন। চোখে টেনে আইলাইনার দিয়েছেন। সঙ্গে বাদ পড়েনি মাসকারা। চোখের পাতার ওপর পোশাকের এমবেলিশমেন্টের সঙ্গে মিলিয়ে রুপালি আইশ্যাডো বুলিয়ে নিয়েছেন। চুলগুলো মাঝবরাবর সিঁথি করে ছেড়ে রেখেছিলেন।
লালগালিচায় হাঁটার ছবি ছাড়া আরও একটি লুকের ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তাঁকে দেখা গেছে বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড জুরহেমের কালো কাট-আউট জাম্পস্যুট। জ্যাম্পস্যুটের চেয়ে বেশি নজর কেড়েছে এর সঙ্গে পরা অনুষঙ্গগুলো। কোমরে পরেছিলেন শ্যানেলের লোগো খোদাই করা কালো চামড়ার বেল্ট।
হাতে ও কানে পরেছিলেন গুবরে পোকার প্যাটার্নের ব্রেসলেট ও কানের দুল। আঙুলে পরেছেন মৌমাছি ও সাপ আকৃতির আংটি। এসব বিশেষ ফাংকি গয়না বানিয়েছে বাংলাদেশের নবীন জুয়েলারি ব্র্যান্ড জ্যাফ জুয়েলস। এখানে অবশ্য সাজ খুব জমকালো নয়। হালকা বেজ মেকআপের ওপর হালকা করেই ব্লাশঅন বুলিয়েছেন। চোখ সাজিয়েছেন কাজল, মাসকারা ও হালকা সোনালি টোনের আইশ্যাডো দিয়ে। ঠোঁটে দিয়েছেন টকটকে লাল লিপস্টিক। চুলগুলো টেনে শক্ত করে ঝুঁটি বাঁধা।
ছবি: ইনস্টাগ্রাম