বটমে বাজিমাত
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

টার্টেল নেক, ক্রপটপ ঘরানার নিটওয়্যার বা ফ্ল্যানেল শার্ট ড্রেসের সঙ্গে ট্রেন্ড মেনে লেয়ারিং করতে ফিউশন স্টাইলের শ্রাগ নয়তো ফরমাল কাটের ব্লেজার বা ট্রেঞ্চ কোট বেশ মানিয়ে যায়। আর শীতে পশ্চিমা পোশাকের কদর অনেকটাই বেড়ে যায়। আরামদায়ক ও সুবিধাজনক টপ ও বটমে এই ঋতুতে স্বস্তি মেলে কর্মক্ষেত্রে, ঘুরে বেড়াতে, বন্ধুদের আড্ডায় এমনকি ঘরেও।

তবে মেয়েদের টপের ক্ষেত্রে বৈচিত্র্য দেখা গেলেও বেছে নেওয়ার মতো বটম যেন ততটা নেই। সেই ঘুরেফিরে ডেনিম, ফরমাল ট্রাউজারস আর একরঙা গ্যাবার্ডিন। ফ্ল্যানেল বা উলের মিশেলে নিটওয়্যারেও একঘেয়েমি দূর করা দূরূহ হয়ে পড়ে। এই পরিস্থিতি থেকে ফ্যাশনপ্রিয়দের উদ্ধারের জন্য বৈচিত্র্যময় বটমের পসরা সাজিয়েছে অনলাইন ফ্যাশন উদ্যোগ সরলা। এবার শীতকে সামনে রেখে বটমেই বাজিমাত করার সব প্রস্তুতি নিয়েছে তারা।

বিজ্ঞাপন

সরলার স্বত্বাধিকারী মানসুরা স্পৃহা বলছিলেন, করোনাকালে অনেকটা প্রয়োজনের তাগিদেই বটম নিয়ে এক্সক্লুসিভভাবে কাজ শুরু করে সরলা।

সরলার আত্মপ্রকাশ ২০১৬ সালে। শুরুতে ফোক আর্টের দিকেই মনোযোগ ছিল সরলার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় পড়াশোনা করা স্পৃহা একসময় কিশ আর্ট ঘরানার কাজও করেছেন অনেক। বটমের ক্ষেত্রে আরামদায়ক, ঘরে পরার পালাজ্জো দিয়ে শুরু। তবে এবার শীতকে সামনে রেখে আটঘাট বেঁধেই নেমেছেন তিনি নতুন সংগ্রহ নিয়ে। কাট, প্যাটার্ন, ফেব্রিক আর ডিজাইনে সচেতনভাবে রাখা হয়েছে বৈচিত্র্য। বর্ণময় নকশা নজর কাড়ার মতোই।

বিজ্ঞাপন

অতিমারি–পরবর্তী সময়ে কর্মক্ষেত্রের পোশাকে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। ক্যাজুয়াল আর ফিউশনওয়্যার দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছে ফরমাল ব্লেজার, শার্ট আর ট্রাউজারসের সঙ্গে। সরলার গ্যাবার্ডিন কাপড়ে তৈরি প্যান্টগুলো এ ক্ষেত্রে আদর্শ হতে পারে৷ ফরমাল সোজা কাটের সঙ্গে ফ্লেয়ার দেওয়া গ্যাবার্ডিন ও ডেনিম প্যান্ট আছে এ সংগ্রহে।

বন্ধুদের আড্ডায় আর ভ্রমণে দারুণ লাগবে সরলার ট্র্যাভেল প্যান্ট, হেরেম প্যান্ট আর বড় ঘেরের প্যান্ট। ফ্ল্যানেল, সুতি, কটন-রিচ ভিসকস, যা লিনেন বলে পরিচিত দেশে—এসব কাপড় ব্যবহৃত হয়েছে। কোনো কোনো বটমে পকেটের ওপরে বা পায়ে প্যাচ আকারে লেস ওয়ার্ক, এমব্রয়ডারি ধরনের হাতের কাজ। কিছু চিকনকারি করা স্ট্রেট প্যান্টও আছে। আবার ঘরে-বাইরে সমান আরামদায়ক পালাজ্জো, স্কার্ট পালাজ্জো তো আছেই। একরঙার পাশাপাশি নানা রঙের চেকও আছে। এই শীতে সরলার এ বৈচিত্র্যময় বটমওয়্যার সংগ্রহ বেশ সাড়া ফেলেছে সব বয়সী ক্রেতাদের মধ্যে।

ছবি: সরলা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০৯: ৪৮
বিজ্ঞাপন