বেলা হাদিদ যখন মানবী ম্যানিকিন
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

প্যারিস ফ্যাশন উইকে সব সময়ই কিছু বড় চমক থাকে। তবে আলট্রামডার্ন প্যারিসীয় ফ্যাশন ব্র্যান্ড কোপার্নির স্প্রিং কালেকশন শোয়ে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা।

ডিজাইনার জুটি সেবাস্তিয়ান মেয়ার আর আর্নো ভালিয়েন্ট এবার দেখালেন ফ্যাশন টেকনোলজির কেরামতি। বৈজ্ঞানিক পদ্ধতির উৎকর্ষ আর নারীর শারীরিক সৌন্দর্যকে একত্রে উদ্‌যাপনই এমন উদ্যোগের মূলমন্ত্র, জানান তাঁরা।

বিজ্ঞাপন

ফিউচারিস্টিক আর অনলাইন গেমের অনুপ্রেরণায় ডিজাইন করা কালেকশনের এই শোয়ের ফিনালেতে শুধু একটি ন্যুড অন্তর্বাসে মঞ্চে আসেন অর্ধবসনা বেলা। হাতে ঢাকা ঊর্ধ্বাঙ্গ। সঙ্গে এল কোপার্নির গুরুগম্ভীর টেকনিক্যাল ডিজাইনার টিম। জাদুকরী স্প্রে-অন ফ্যাব্রিকের জনক ফ্যাব্রিকান লিমিটেডের ম্যানেল টোরেসের নেতৃত্বে মিনিমালিস্ট পোশাকটি তৈরি করা হয় সবার সামনে।

বেলা হাদিদের অবয়ব ঘিরে সাদামাটা স্লিপ ড্রেস তৈরি করা হয় তরল রঙের স্প্রে করা আণুবীক্ষণিক বিন্দুর সমাহারে। এই জাদুকরী মুহূর্ত যাঁরা প্রত্যক্ষ করেছেন, তাঁরা সবাই বলছেন, এ এক যুগান্তকারী ফ্যাশন মাইলস্টোন। কোপার্নির এই ভবিষ্যৎকামী পোশাক যে সাড়া জাগিয়েছে দুনিয়াব্যাপী, সে কথা বলাই বাহুল্য।

ছবি: এএফপি

বিজ্ঞাপন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ১১: ৪৬
বিজ্ঞাপন