গয়নায় আমার নিজের করা প্রিয় ৬ ডিজাইন:মেহনাজ আহমেদ
শেয়ার করুন
ফলো করুন

অনন্য সৃজনশীলতায় এক ডিজাইনার গয়নার নকশায় পাথর, ধাতু আর অন্যান্য অনুষঙ্গ জুড়ে চলেন মনের মতো করে। নিজের সম্পূর্ণ সন্তুষ্টি না আসা পর্যন্ত চালিয়ে যান যেকোনো সংগ্রহ তৈরির কাজ। তাই তো গ্লুড টুগেদার থেকে কোনো সিজন বা উৎসবকেন্দ্রিক কালেকশন আসতেই হবে, এমন ভাবেন না এর স্বত্বাধিকারী মেহনাজ আহমেদ। তাই নিজের ভাবনার পরিপূর্ণ পরিস্ফুটন ঘটিয়েই তিনি এবারের কালেকশনটি সবার সামনে এনেছেন। ২০১৫ সাল থেকে গয়নার অবয়বে নিজের স্বপ্ন আর ভালো লাগাকে জুড়ে দিয়ে আসছে গ্লুড টুগেদার। আর এই সৃজনপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মেহনাজ পেশায় স্থপতি। তবে গয়নার প্রতি আগ্রহ কৈশোর থেকেই। নিজেই নিজের ও পরিবারের সবার রুপার গয়নার নকশা করতেন, কারিগরদের সঙ্গে সময় দিতেন। এখনো পারিবারিক সূত্রে পরিচিত সেই কারিগরদের সঙ্গেই কাজ করছেন নিজের গয়নাভিত্তিক উদ্যোগ গ্লুড টুগেদারের জন্য। তবে এ ক্ষেত্রে সঠিক সময়ে উপযুক্ত কাঁচামালের অভাব এক বড় সমস্যা। গয়নার জন্য প্রয়োজনীয় জেমস্টোন, ট্যাসেল, হুক, চেন—এমন অনেক কিছুর জন্য বিদেশি উৎসের ওপর নির্ভর করতে হয়। এবারে এই গয়নার সৃজনশীল নকশাকারের গত বছরের কালেকশন থেকে তাঁর নিজের প্রিয় কিছু ডিজাইন দেখে নেওয়া যাক তাঁর নিজের বয়ানে।

বিজ্ঞাপন

এই সেটটিতে মিনাকারি আর তারের কাজ করা হয়েছে আর ক্রেতারা খুবই পছন্দ করেছেন এটি।

এই গয়নার সেটটির বিশেষ দিক হচ্ছে মেটালের ছোট ছোট বলের এক্সটেনশনের ব্যবহার, যা শুরু থেকেই গ্লুড টুগেদারের সিগনেচার স্টাইল হিসেবে সকলের কাছে সমাদৃত।

ডিজাইনটি মূলত ফিউশনধর্মী। সামগ্রিক কম্পোজিশনটি এমন, যে এটি অনেক কিছুর সঙ্গেই ক্যারি করা যায়।

বিজ্ঞাপন

এই ব্রাইডাল সেটটির ডিজাইনের চেয়েও থিমটি বেশি স্পেশাল। কাজটি একটু চ্যালেঞ্জিং ছিল। রেজিন নিয়ে টেকসই কাজ করা সহজ নয়। এখানে যিনি কনে, তিনি চেয়েছিলেন, বিয়ের গয়নায় মা-বাবার ছবি ব্যবহার করা হোক।

আর এই গয়নাটি তাঁর জন্য খুব বিশেষ কিছু হয়ে থাকবে সারা জীবন। তাই খুব সন্তর্পনে কয়েকবার ট্রায়াল দিয়ে রেজিনে মা-বাবার ছবি বসিয়ে এই সেটটি বানানো হয়েছে, যা কনে নিজে খুবই পছন্দ করেছেন। কাজটি বেশ প্রশংসা পেয়েছে সবার গত বছর।

বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যতিক্রমী মোটিফ নিয়ে নিরীক্ষার পরে গত বছর গোলাপের আকৃতি দিয়ে এই কাজটি করা হয়েছে। ঐতিহ্যবাহী মোটিফের বাইরে গিয়ে করা এই ইউনিক গয়নাটি পরা যাবে সবকিছুর সঙ্গে

বিশেষ করে, এখন পোশাকের ক্ষেত্রে আমরা অনেক অ্যাডভেঞ্চারাস। ফিউশনধর্মী বা পশ্চিমা আমেজের পোশাকের সঙ্গে এমন গয়না আলাদা স্টাইল স্টেটমেন্ট দেবে।

প্রথম থেকেই গ্লুড টুগেদার পাথর নিয়ে কাজ করছে এক্সক্লুসিভলি। একটু দুর্লভ বা সচররাচর কম দেখা যায়, এমন সব স্টোন সংগ্রহ করার ক্ষেত্রে সবসময়ই বেশি জোর দেওয়া হয়।

আর তেমনই কিছু বিশিষ্ট পাথর দিয়ে এই গয়নার সেটটি তৈরি। দৃষ্টিনন্দন এই সেটটি এখনকার ট্রেন্ডের শীর্ষে থাকা প্যাস্টেল শেডের পোশাকের সঙ্গে খুব মানিয়ে যাবে।

ঐতিহ্যবাহী থিমে নিখুঁত নকশার কাজের একটি উদাহরণ এই সেট দুটি। নিজস্ব নকশার মোটিফে নিজেরাই মোল্ড তৈরি করে আর হাতের কাজের মাধ্যমে এগুলোকে রূপ দেওয়া হয়েছে।

নিরীক্ষাধর্মী কাজের মাধ্যমে নিজেদের ঐতিহ্যের আধুনিক প্রকাশ পেয়েছে এই গয়নায়। এতে প্রথাগত মোটিফ থেকে বেরিয়ে নকশা করা হলেও আমেজটি রয়েছে অক্ষুণ্ণ।

এই গয়নার সেটটিকে আধুনিকা বাঙালি নারীর প্রতীক বলা যায়। আমি নিজে এই গয়না খুব বেশি পরতে ভালোবাসি। প্রায় সময়ই বিভিন্ন পোশাকের সঙ্গে পরা হয় এই সেটটি। আর তার কারণই হচ্ছে, এটি খুব বেশি ভার্সাটাইল। সব ধরনের পোশাক আর অনুষ্ঠানেই নজর কাড়বে গয়নাটি।

সবুজ পাথর এখন এমনিতেও খুব ট্রেন্ডি। দেড় বছর ধরে করা নকশার মোটিফ নিয়ে যে কাজ করা হয়েছে তাঁর প্রকাশ রয়েছে এখানে। ভালো মানের পাথর আর অ্যান্টিক ফিনিশের কারণেও এর আবেদন বেড়েছে।

ছবি: গ্লুড টুগেদার

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৬: ৩৬
বিজ্ঞাপন