বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশের বইমেলা আমাদের জাতীয় সংস্কৃতি আর যাপনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর ফেব্রুয়ারির ১ তারিখ থেকে মাসব্যাপী এই প্রাণের মেলায় একবার হলেও যান সবাই। বইপ্রেমীরা তো বটেই, এমনিতে যাঁরা সারা বছর বইয়ের ছায়া মাড়ান না, তাঁরাও বইমেলায় যাওয়াটা মিস করেন না। এ বছর মাঘের আধেক যেতেই ফাগুনের আমেজ মিলছে। ফেব্রুয়ারি এক উৎসবমুখর মাস। আর বইমেলায় যাওয়া যেন নিজেই এক উৎসবস্বরূপ। এদিকে ফাল্গুন, ভালোবাসা দিবস আর একুশের কালেকশন এনেছে দেশীয় অনলাইন–অফলাইন ফ্যাশন উদ্যোগগুলো। শীতের প্রকোপ কম বলে মনমতো সেজে পছন্দের পোশাকে যাওয়া যাবে বইমেলায়। হাল ফ্যাশনের পক্ষ থেকে একুশের বইমেলায় আরামদায়ক সময় আর ফ্যাশনেবল লুকের জন্য রইল ফ্যাশন গাইড।