বইমেলায় কী পরে যাবেন?
শেয়ার করুন
ফলো করুন

বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশের বইমেলা আমাদের জাতীয় সংস্কৃতি আর যাপনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর ফেব্রুয়ারির ১ তারিখ থেকে মাসব্যাপী এই প্রাণের মেলায় একবার হলেও যান সবাই। বইপ্রেমীরা তো বটেই, এমনিতে যাঁরা সারা বছর বইয়ের ছায়া মাড়ান না, তাঁরাও বইমেলায় যাওয়াটা মিস করেন না। এ বছর মাঘের আধেক যেতেই ফাগুনের আমেজ মিলছে। ফেব্রুয়ারি এক উৎসবমুখর মাস। আর বইমেলায় যাওয়া যেন নিজেই এক উৎসবস্বরূপ। এদিকে ফাল্গুন, ভালোবাসা দিবস আর একুশের কালেকশন এনেছে দেশীয় অনলাইন–অফলাইন ফ্যাশন উদ্যোগগুলো। শীতের প্রকোপ কম বলে মনমতো সেজে পছন্দের পোশাকে যাওয়া যাবে বইমেলায়। হাল ফ্যাশনের পক্ষ থেকে একুশের বইমেলায় আরামদায়ক সময় আর ফ্যাশনেবল লুকের জন্য রইল ফ্যাশন গাইড।

১/১৩
ক্ল্যাসিক লাল-কমলা-হলদে-সাদা সুতির শাড়ি হতে পারে দারুণ অপশন। শীত কমে যাওয়ায় স্বাচ্ছন্দ্য দেবে এমন লুক
ক্ল্যাসিক লাল-কমলা-হলদে-সাদা সুতির শাড়ি হতে পারে দারুণ অপশন। শীত কমে যাওয়ায় স্বাচ্ছন্দ্য দেবে এমন লুক
সুরঞ্জনা
বিজ্ঞাপন
২/১৩
বাসন্তী আমেজের সুতির সালওয়ার কামিজ পরা যেতে পারে। সঙ্গে পাটের ব্যাগ নিলে সুবিধা হবে
বাসন্তী আমেজের সুতির সালওয়ার কামিজ পরা যেতে পারে। সঙ্গে পাটের ব্যাগ নিলে সুবিধা হবে
ব্যাগ: হডক
বিজ্ঞাপন
৩/১৩
নজরকাড়া প্রিন্টের কুর্তি বেছে নিতে পারেন মানানসই বটমের সঙ্গে।
নজরকাড়া প্রিন্টের কুর্তি বেছে নিতে পারেন মানানসই বটমের সঙ্গে।
হরিতকী
৪/১৩
শাড়ির সাজ বোরিং হতে হবে কেন! স্নিকার্স আরাম আর স্টাইল দুই-ই দেবে। ফুলের মুকুটের বদলে স্টেটমেন্ট হেডপিস পরতে পারেন
শাড়ির সাজ বোরিং হতে হবে কেন! স্নিকার্স আরাম আর স্টাইল দুই-ই দেবে। ফুলের মুকুটের বদলে স্টেটমেন্ট হেডপিস পরতে পারেন
খাদি বাই নুভিয়া
৫/১৩
স্টেটমেন্ট নেকপিস হিসেবে এই বিডসের গয়না এমন দিনে দারুণ মানাবে।
স্টেটমেন্ট নেকপিস হিসেবে এই বিডসের গয়না এমন দিনে দারুণ মানাবে।
দয়ীতা
৬/১৩
জিন্স-টপের ওপরে বর্ণিল লেয়ারিং চলতে পারে। আর সঙ্গী হতে পারে বোহো ঘরানার কড়ি ও পমপমের গয়না
জিন্স-টপের ওপরে বর্ণিল লেয়ারিং চলতে পারে। আর সঙ্গী হতে পারে বোহো ঘরানার কড়ি ও পমপমের গয়না
তাসা
৭/১৩
জুতসই বটম আর টপে স্মার্ট লুকে আরামটাও নিশ্চিত হবে এই ভিড়ভাট্টায়। গয়না বেছে নিন মনের মতো
জুতসই বটম আর টপে স্মার্ট লুকে আরামটাও নিশ্চিত হবে এই ভিড়ভাট্টায়। গয়না বেছে নিন মনের মতো
সরলা
৮/১৩
একটু স্ট্যান্ড আউট করতে চাইলে রংচঙে মজাদার নকশার কোটি বা টপ বেছে নিন। সেক্ষেত্রে নিউট্রাল বটম হলে ভালো
একটু স্ট্যান্ড আউট করতে চাইলে রংচঙে মজাদার নকশার কোটি বা টপ বেছে নিন। সেক্ষেত্রে নিউট্রাল বটম হলে ভালো
খাদি বাই নুভিয়া
৯/১৩
শুধু হলদে বা বাসন্তী নয়, বসন্তে প্রকৃতি সব রঙেই সাজে। তার সঙ্গে মিলিয়ে যেকোনো রঙের সালওয়ার কামিজ পরতে পারেন
শুধু হলদে বা বাসন্তী নয়, বসন্তে প্রকৃতি সব রঙেই সাজে। তার সঙ্গে মিলিয়ে যেকোনো রঙের সালওয়ার কামিজ পরতে পারেন
ভারমিলিয়ন
১০/১৩
সবার চেয়ে আলাদা লুক দেবে এমন একটা মিডি ড্রেস। ডিজিটাল প্রিন্টে পাওয়া যাচ্ছে নানা অভিনব নকশা
সবার চেয়ে আলাদা লুক দেবে এমন একটা মিডি ড্রেস। ডিজিটাল প্রিন্টে পাওয়া যাচ্ছে নানা অভিনব নকশা
হরিতকী
১১/১৩
লাল বা হলুদ ক্ল্যাসিক একরঙা সুতির শাড়ির আবেদন কিন্তু চিরন্তন। তাই অনায়াসে বেছে নিন এমন কিছু।
লাল বা হলুদ ক্ল্যাসিক একরঙা সুতির শাড়ির আবেদন কিন্তু চিরন্তন। তাই অনায়াসে বেছে নিন এমন কিছু।
ঋতি
১২/১৩
মজার মজার ব্লক করা বুকব্যাগ সঙ্গে নিলে বই বহন করতে সুবিধা হবে
মজার মজার ব্লক করা বুকব্যাগ সঙ্গে নিলে বই বহন করতে সুবিধা হবে
দিশা'স রোড ব্লক
১৩/১৩
বইমেলায় এখনও হুমায়ূন আহমেদের বইয়ের জয়জয়কার। সেখানে হিমু-রূপা আঁকা এমন একটা স্কার্ট পরে গেলে সবাই ফিরে তাকাতে বাধ্য।
বইমেলায় এখনও হুমায়ূন আহমেদের বইয়ের জয়জয়কার। সেখানে হিমু-রূপা আঁকা এমন একটা স্কার্ট পরে গেলে সবাই ফিরে তাকাতে বাধ্য।
সরলা
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ০৭
বিজ্ঞাপন